Accessibility links

Breaking News

টাইগ্রে অঞ্চলে মানবিক সাহায্যে বাধা দেয়ার খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র


 টাইগ্রে অঞ্চলে মানবিক সাহায্যে বাধা দেয়ার খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
টাইগ্রে অঞ্চলে মানবিক সাহায্যে বাধা দেয়ার খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

গত বছরের নভেম্বরের শুরুতে কয়েক মাসের উত্তেজনার পর, ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে ইথিওপিয়া সরকার ও টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের মধ্যে লড়াই শুরু হয়I পার্শ্ববর্তী আমহারা অঞ্চল ও এরিট্রিয়ান নিরাপত্তা বাহিনী, ইথিওপিয়ার সরকার বাহিনীর সঙ্গে খুব শিগ্রই যুদ্ধে শরিক হয়I

গত বছরের নভেম্বরের শুরুতে কয়েক মাসের উত্তেজনার পর, ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে ইথিওপিয়া সরকার ও টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের মধ্যে লড়াই শুরু হয়I পার্শ্ববর্তী আমহারা অঞ্চল ও এরিট্রিয়ান নিরাপত্তা বাহিনী, ইথিওপিয়ার সরকার বাহিনীর সঙ্গে খুব শিগ্রই যুদ্ধে শরিক হয়I

নভেম্বরের শেষে, নোবেল পুরস্কার বিজয়ী, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, আবী আহমেদের সরকারি বাহিনী আঞ্চলিক রাজধানী, মেকেলেতে প্রবেশ করার পর, প্রধানমন্ত্রী আবী আহমেদ বিজয় ঘোষণা করেনI
তবে তারপরেও, ইথিওপিয়া বাহিনী, আমহারা বাহিনী এবং ইরিত্রিয়ার বাহিনী টাইগ্রেতে থেকে যায়I তবে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, টাইগ্রে লিবারেশন ফ্রন্টসহ অন্যান্য দখলদার সেনাদের আচরণ সেখানে শান্তিপূর্ণ ছিল নাI

লিখিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, "ইরিত্রিয়া প্রতিরক্ষা বাহিনী ও আমহারা আঞ্চলিক সেনাবাহিনীর আচরণ ছিল বিশেষত দুঃখজনকI নির্ভরযোগ্য তথ্যে জানা যায়, এসব সেনারা লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনসহ, টাইগ্রে'র জনগণের বিরুদ্ধে সহিংস দমন অভিযান চালিয়েছে"I

এর চাইতেও আরো উদ্বেগের বিষয় যে, ইরিত্রিয়ার সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র দলগুলি টাইগ্রে'র জনগণের কাছে পাঠানো মানবিক সহায়তার চালান বন্ধ কোরে, তাতে লুটপাট চালায়I সেখানে ৬০ লক্ষ জনগণের মধ্যে বর্তমানে ৫০ লক্ষ ২০ হাজার দুস্থ জনগণের খাদ্যের প্রয়োজনI জাতিসংঘ জানায়, যে ৩০ লক্ষ জনগণের জরুরি আশ্রয় এবং খাবার নয়, এমন যে সহায়তা পাওয়ার কথা ছিল, তাদের মধ্যে মাত্র ৩, ৪৭,০০০ জনগণ, যা কিনা মাত্র ১২ শতাংশ, ৩রা মে'র মধ্যে সেই সহায়তা পৌঁছানো হয়I

পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন বলেন, তাঁর কথায়, যুক্তরাষ্ট্র বর্ধিত সংখ্যায় টাইগ্রে অঞ্চলে সামরিক বাহিনী কর্তৃক মানবিক সাহায্যের প্রবেশিকাধারে বাধা দেয়ার খবরে গভীরভাবে উদ্বিগ্ন"I

যুক্তরাষ্ট্র সরকার, দ্ব্যর্থহীন ভাষায় ইরিত্রিয়া ও ইথিওপিয়া সরকারের প্রতি টাইগ্রে অঞ্চলে তাদের সামরিক তৎপরতা এবং নিন্দনীয় আচরণ বন্ধের অনুরোধ জানাচ্ছেI পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, তাঁর কথায়, আমরা সকল পক্ষের প্রতি জনগণের সুরক্ষা, অবিলম্বে বৈরিতার অবসান এবং এই মুহূর্তে সবচাইতে দুস্থদের সেবায় জরুরি সেবাদানসহ, আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মানতে অনুরোধ জানাচ্ছিI
আমরা, একই সঙ্গে ইথিওপিয়া সরকারের প্রতি টাইগ্রে অঞ্চল থেকে আমহারা আঞ্চলিক সেনাবাহিনী প্রত্যাহার এবং পশ্চিমাঞ্চলীয় টাইগ্রে'র কার্যকরী নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীন টাইগ্রে সরকারের কাছে ফিরিয়ে দিতে আবেদন জানাচ্ছিI যারা টাইগ্রেতে নৃশংসতার জন্য দায়ী, প্রধানমন্ত্রী আবী এবং ইরিত্রিয়ার প্রেসিডেন্ট, ইসাইয়াস আফয়ার্কিকে তাদের দোষী সাব্যস্ত করতে হবেI



XS
SM
MD
LG