Accessibility links

Breaking News

পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে উত্তর কোরিয়ার ওপর চাপ


পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে উত্তর কোরিয়ার ওপর চাপ
পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে উত্তর কোরিয়ার ওপর চাপ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, উত্তর কোরিয়া সরকারের ওপর পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে চাপ দিতে, কতগুলো প্রস্তাব পাস করেছে, যাতে করে গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি অর্থায়নে তাদের প্রাকৃতিক সম্পদ বিক্রি বন্ধ করা যায় I

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, উত্তর কোরিয়া সরকারের ওপর পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে চাপ দিতে, কতগুলো প্রস্তাব পাস করেছে, যাতে করে গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি অর্থায়নে তাদের প্রাকৃতিক সম্পদ বিক্রি বন্ধ করা যায়I যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের বেশির ভাগ দেশ, এসব প্রস্তাবকে সমর্থন ও বাস্তবায়নের পক্ষে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে যারা এড়িয়ে যাবে, এমন সংস্থা ও ব্যক্তিবর্গের ওপর নিজস্ব নিষেধাজ্ঞা আরোপ, সমর্থন করেI

ডিসেম্বরের মাঝামাঝি যুক্তরাষ্ট্র রাজস্ব দপ্তরের 'ফরেন এসেটস কন্ট্রোল বা OFAC উত্তর কোরিয়ার কয়লা পরিবহনে নিয়োজিত এমন ৬ টি সংস্থা ও ৪ টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেI ২৩৭১ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব বলে, কোরিয়ার কয়লা, লোহা, শিশা এবং সামুদ্রিক খাদ্যের রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা আরোপিত রয়েছেI

OFAC 'এশিয়ান ব্রিজ' ও জাহাজটির পরিচালনাকারী চীনা কোম্পানি, উইহাই হুইজিয়াং ট্রেড লিমিটেড ও বৃটেনে রেজিস্ট্রিকৃত, 'অলওয়েজ স্মুথ লিমিটেড এবং 'গুড শিবলিংস লিমিটেডকে শনাক্ত করেছেI এছাড়াও, 'লাকি ষ্টার' এবং এশিয়া ব্রিজ জাহাজ দুটি শনাক্ত করে দুটি কোম্পানির মালামাল বাজেয়াপ্ত করেছেI এই দুটি জাহাজ, উত্তর কোরিয়ার বন্দরগুলিতে কয়লা বোঝাই করে এই এলাকায় তা পরিবহন করতোI

OFAC এছাড়াও, হংকং ভিত্তিক জাহাজ কোম্পানি, সিলভার ব্রিজ শিপিং কোম্পানি এবং ভিয়েতনামের থিন কিউ অং কোম্পানিকে সনাক্ত করে এবং সংস্থাগুলির দুটি জাহাজ, 'কাম ব্রিজ' ও 'ষ্টার ১৮' জাহাজ দুটির মালামাল জব্দ করেছেI দুটি জাহাজই কোরিয়ার বন্দরে কয়লা বোঝাই করে এই সমগ্র এলাকায় পরিবহনে নিয়োজিত ছিলI

চূড়ান্তভাবে OFAC ,কোরিয়া ডাইজিন ট্রেডিং কোম্পানিকে সনাক্ত করেI এই সংস্থাটি উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মধ্যে চলাচল করে থাকেI বিগত ৪ বা বেশি সময় ধরে, ডাইজিন ট্রেডিং, বড় আকারের উত্তর কোরীয় কয়লা রপ্তানি করেছেI

এসব নিষেধাজ্ঞার ফলে, যুক্তরাষ্ট্রের কোন সংস্থা বা ব্যক্তি সনাক্তকৃত সংস্থা বা জাহাজের সঙ্গে কোন লেন দেন করতে পারবে নাI বিদেশী সংস্থা বা আর্থিক সংগঠন, যারা সনাক্তকৃত সংস্থার সঙ্গে ব্যবসায় জড়িত হবে, তারা নিজেরাও নিষেধাজ্ঞার মুখে পড়বেI

উত্তর কোরিয়া, কয়লা রপ্তানি করে অব্যাহতভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলেছে, যা তাদের প্রধান আয়ের উৎস এবং যার মাধ্যমে তারা গণবিধ্বংসী কর্মসূচিতে অর্থায়ন করে থাকেI উত্তর কোরিয়া সরকার, প্রায়শঃ তাদের অবৈধ অস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে, কয়লাসহ অন্যান্য খনিজ শিল্পে, শ্রম শিবির থেকে জোরপূর্বক শ্রম ব্যবহার করে, নিজস্ব জনগণকে শোষণ করে থাকেI


XS
SM
MD
LG