Accessibility links

Breaking News

বার্মার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত নিষেধাজ্ঞার ঘোষণা


বার্মার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত নিষেধাজ্ঞার ঘোষণা
please wait

No media source currently available

0:00 0:01:34 0:00

যুক্তরাষ্ট্র সরকার গণতন্ত্রপন্থী প্রতিবাদের বিরুদ্ধে বার্মার সামরিক বাহিনীর সহিংস পদক্ষেপ নেয়ার জন্য, অতিরিক্ত নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেI

যুক্তরাষ্ট্র সরকার গণতন্ত্রপন্থী প্রতিবাদের বিরুদ্ধে বার্মার সামরিক বাহিনীর সহিংস পদক্ষেপ নেয়ার জন্য, অতিরিক্ত নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেI

ফেব্রুয়ারির সামরিক অভ্যূথানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের পর, সামরিক জান্তা শিশুসহ, ৮০০'র বেশি লোককে হত্যা এবং হাজার হাজার প্রতিবাদকারীকে আটক করেছেI

যুক্তরাষ্ট্র একটি সংস্থা ও জান্তার সঙ্গে সংশ্লিষ্ট, এমন ১৬ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে I নিষেধাজ্ঞাকৃত এই সংস্থাটি হচ্ছে, রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিল, যাকে অবৈধ ও বেআইনি অভ্যুথানের প্রতি সহায়তা দিতে গঠন করা হয়েছিলI

এসব সনাক্তকৃত ব্যক্তিবর্গ হচ্ছেন সামরিক সরকারের শীর্ষ সদস্য ও পূর্বেকার সনাক্তকৃত সামরিক কর্মকর্তাদের প্রার্প্ত বয়স্ক ছেলেমেয়েরাI

একই সঙ্গে যুক্তরাজ্য ও কানাডা বর্তমানের চলতি অভ্যুথানের কারণে তাঁদের নিজস্ব নিষেধাজ্ঞা আরোপ করেছেI

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র অভ্যুথানের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা উন্নয়নে কাজ অব্যাহত রাখবেI যতদিন সামরিক সরকার সহিংসতা বন্ধে ব্যর্থ হবে এবং জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখাতে অর্থবহ ব্যবস্থা না নেবে, আমাদের আজকের পদক্ষেপ সামরিক জান্তার ওপর রাজনৈতিক ও আর্থিক চাপ সৃষ্টিতে আমাদের ও শরিকদের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করবেI
XS
SM
MD
LG