Accessibility links

Breaking News

ভেনেজুয়েলায় মুক্ত নির্বাচন অনুষ্ঠানের পরিস্থিতি বিরাজ করছে না-যুক্তরাষ্ট্র


অবৈধ মাদুরো সরকার সেদেশে, ৬ই ডিসেম্বর,জাতীয় সংসদের নির্বাচনের দিন ধার্য্য করেছেI তবে সে ধরণের নির্বাচনের কোনো যুক্তি থাকতে পারে না, কারণ যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি, এলিয়ট আব্রামস যেমন বলেন, ভেনেজুয়েলায় মুক্ত নির্বাচন অনুষ্ঠানের মৌলিক কোনো শর্ত বা পরিস্থিতি বিরাজ করছে নাI

অবৈধ মাদুরো সরকার সেদেশে, ৬ই ডিসেম্বর,জাতীয় সংসদের নির্বাচনের দিন ধার্য্য করেছেI তবে সে ধরণের নির্বাচনের কোনো যুক্তি থাকতে পারে না, কারণ যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি, এলিয়ট আব্রামস যেমন বলেন, ভেনেজুয়েলায় মুক্ত নির্বাচন অনুষ্ঠানের মৌলিক কোনো শর্ত বা পরিস্থিতি বিরাজ করছে নাI বিশেষ প্রতিনিধি আব্রামস জানান, বিরোধী দলগুলিকে বন্ধ করে দেয়া হয়েছে এবং শাসক দলের দালালরা তা পরিচালনা করছেন ; জাতীয় নির্বাচন কমিশন পুরোপুরি এখন সরকারের নিয়ন্ত্রণে, সংবাদ মাধমের কোনো অস্তিত্বই নেই , পুলিশ ও সংঘবদ্ধ অপরাধী চক্র সেখানে ভয়-ভীতি ও ত্রাসের রাজত্ব চালাচ্ছেI ভেনেজুয়েলায় বাস্তবিকই নির্ভরযোগ্য এবং পরীক্ষিত কোনো ভোটদানের মেশিন নেইI

এছাড়াও ভেনেজুয়েলা সরকার, সম্প্রতি নির্বাচন নীতিতে পরিবর্তন এনেছে, নুতন জাতীয় সংসদের জন্য, তারা নুতন ১০০ টি আসন বৃদ্ধি করেছে এবং শহরের নির্বাচনী সীমা'র পরিবর্তন ঘটিয়েছেI অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো ও কোয়ালিশন জোটের ৩৭টি পার্টি জানিয়েছে যে, তারা নির্বাচনে অংশ নিয়ে এ ধরণের জালিয়াতিকে বৈধ করবে নাI

যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিবেদিত, এক গুচ্ছ বিবিধ ও বড় আকারের সক্রিয়বাদীদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেI বিশেষ প্রতিনিধি আব্রামস হুশিয়ার করে দেন ,এই বলে যে, "আপনারা যারা জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে চলেছেন ,তাদের মুক্ত ও স্বচ্ছ অনুষ্ঠানের প্রয়োজনীয় এবং আন্তর্জাতিভাবে স্বীকৃত শর্তাবলীর দাবি তোলার বিশেষ বাধ্যবাধকতা রয়েছে এবং মাদুরো সরকারের দমন ও দুর্নীতির বিরুদ্ধে খোলাখুলি মত প্রকাশের অধিকার থাকবেI

বিশেষ প্রতিনিধি, এলিয়ট আব্রামস বলেন, যুক্তরাষ্ট্র সরকারের, গণতান্ত্রিক সক্রিয়বাদী, যাদের কৌশলগত মতপার্থক্য রয়েছে এবং যারা মাদুরো প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেন, তাদের মধ্যে পার্থক্য রচনার ক্ষমতা রয়েছেI আব্রামস বলেন, তাঁর কথায় পরবর্তী গ্রূপতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপে, আমরা দ্বিধা বোধ করবো না, যেমনটি আমরা বিগত বছরগুলিতে করেছি I

ভেনেজুয়েলার সকল নাগরিক, যারা অবাধ নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রামরত, আমরা তাদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রূতি দেয়া অব্যাহত রাখবোI


XS
SM
MD
LG