Accessibility links

Breaking News

যুক্তরাষ্ট্র সরকার বিশ্বজুড়ে জনগণ ও তাদের স্বার্থ রক্ষায় নিবেদিত থাকবে- পেন্টাগন 


যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী, নাইজেরিয়ায় সশস্ত্র একটি গ্রূপের হাতে বন্দি থাকা, একজন আমেরিকান নাগরিককে সম্প্রতি মুক্ত করেছেI তাদের এই অভিযানের মাধ্যমে বিশ্বজুড়ে আমেরিকান নাগরিকদের রক্ষার প্রতিশ্রূতি, ব্যক্ত করা হয়েছেI

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী, নাইজেরিয়ায় সশস্ত্র একটি গ্রূপের হাতে বন্দি থাকা, একজন আমেরিকান নাগরিককে সম্প্রতি মুক্ত করেছেI তাদের এই অভিযানের মাধ্যমে বিশ্বজুড়ে আমেরিকান নাগরিকদের রক্ষার প্রতিশ্রূতি, ব্যক্ত করা হয়েছেI এই অভিযানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে সপরিবারের বাস করা, ২৭ বছর বয়সী একজন কৃষককে উদ্ধার করা হয়I অপহরণকারীরা তাঁকে তাঁর খামার বাড়ি থেকে অপহরণ কোরে তাঁর বাবার কাছে মুক্তিপণ দাবি করেছিলI যুক্তরাষ্ট্র সরকার, নিজের ও নাইজেরিয়া সরকারের সহায়তায়, অতি দ্রুত ও কোন সামরিক হতাহত ছাড়াই তাঁকে উদ্ধার করতে সমর্থ হয়I

পেন্টাগনের প্রধান মুখপাত্র, জনাথন হফম্যান বলেন, এই অভিযান পরিচালনায় আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাহায্য-সহযোগিতার প্রশংসা করছিI যুক্তরাষ্ট্র সরকার বিশ্বজুড়ে আমাদের জনগণ ও তাদের স্বার্থ রক্ষায় নিবেদিত থাকবেI

প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের কাছে অভিযানে নিয়োজিত পুরুষ ও মহিলা সেনা সদস্যদের প্রশংসা করে বলেন, তাঁর কথায়, "আমি বিশেষ বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, এটা ছিল এক বীরোচিত অভিযানI আমেরিকান জনগণের সঙ্গে ছিনিমিনি খেলায় রত, এসব হামলাকারীদের শিক্ষা দিতে এর প্রয়োজন ছিলI এসব বর্বরতা বরদাস্ত করা যায়নাI

জাতীয় সন্ত্রাসবিরোধী সেন্টারের পরিচালক, ক্রিস মিলার একই মনোভাব ব্যক্ত করে টুইটার বার্তায় বলেন, এটা বিশ্বের সকল অপরাধী ও সন্ত্রাসবাদে সম্পৃক্ত গ্রূপগুলির কাছে স্পষ্ট বার্তা পৌঁছাবে যে, যুক্তরাষ্ট্রের, তাদের পাকড়াও করার ক্ষমতা অসীম এবং আমাদের সামর্থ অনুযায়ী আমাদের নাগরিকদের ঘরে ফিরিতে আনতে, আমরা আমাদের যথাসাধ্য করবোI

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন,যুক্তরাষ্ট্র সরকার, জিম্মি করে রাখা যুক্তরাষ্ট্রের সকল নাগরিকের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রতিশ্রূতিবদ্ধ থাকবেI আমাদের সামরিক বাহিনীর অসাধারণ সাহসিকতা ও উৎকর্ষ, গোয়েন্দা পেশাজীবীদের সহায়তা এবং কূটনৈতিক উদ্যোগের ফলশ্রূতিতে যুক্তরাষ্ট্রের এই জিম্মি তাঁর পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেনI আমরা কখনই কোন আমেরিকান বন্দিকে পরিত্যাগ করবো নাI


XS
SM
MD
LG