Accessibility links

Breaking News

রাশিয়ার বিরোধী নেতা নাভালনি'র গ্রেফতারের নিন্দায় যুক্তরাষ্ট্র ও G-7 জোট


যুক্তরাষ্ট্র ও G-7 জোটভুক্ত দেশ, যেমন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ, জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা, রাশিয়ার বিশিষ্ট বিরোধী নেতা, আলেক্সি নাভালনি'র রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত আটক ও গ্রেফতারের বিরুদ্ধে নিন্দা জানাতে একতাবদ্ধ হয়েছেন I

G-7 পররাষ্ট্রমন্ত্রীরা, মি.নাভালনির অনতিবিলম্বে এবং বিনা শর্তে মুক্তির আবেদন জানিয়েছেন, যাকে জার্মানি থেকে দেশে ফেরার পর পরই গ্রেফতার করা হয় I

লিখিত এক বিবৃতিতে G-7 দেশের মন্ত্রীরা, হাজার হাজার শান্তিপূর্ণ প্রতিবাদকারী ও সাংবাদিকদের আটক রাখার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং রাশিয়ার প্রতি জাতীয় ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং ২৩শে জানুয়ারী, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার পালনের সময়, নির্বিচারে আটককৃতদের মুক্তির অনুরোধ জানান I

বিবৃতিতে বলা হয়, ভাষা প্রকাশের অধিকারে নিয়োজিত জনগণের বিরুদ্ধে পুলিশ বাহিনীর সহিংস দমন অগ্রহণযোগ্য I এসব ঘটনা, রাশিয়ায় বিরোধী দল, সুশীল সমাজ, মানবাধিকার প্রবক্তা এবং স্বতন্ত্র প্রবক্তাদের বিরোধী বক্তব্য প্রকাশে, সীমিতকরণের অব্যাহত নেতিবাচক হতাশার কথা ব্যক্ত করে I

২০২০ সালের অগাস্ট মাসে, নোভিচক গ্রেডের রাসায়নিক ব্যবহার করে তাঁর প্রাণনাশের সময়, তিনি অল্পের জন্য বেঁচে যান I নোভিচক রাসায়নিক গ্রেড সোভিয়েত ইউনিয়নে অস্ত্র নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে I G-7 পররাষ্ট্রমন্ত্রীরা পুনরুক্তি করে বলেন," যে কোন ধরণের রাসায়নিক অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য এবং এর ব্যবহার আন্তর্জাতিক বাধ্যবাধকতার পরিপন্থী I আমরা রাশিয়ার কর্তৃপক্ষের কাছে আবারো তদন্ত চালাতে এবং রাশিয়ার কেমিকাল ওইপন্স কনভেনশনের বিধিনিষেধের আওতায় তাদের নিজস্ব দেশের মাটিতে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের যাচাইযোগ্য ব্যাখ্যা দাবি করছি I

বিরোধী কোন নেতার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহার এবং মি.নাভালনি'র সাম্প্রতিক আটকাদেশ, রাশিয়ায় গণতন্ত্র, স্বতন্ত্র ভাষা প্রকাশ ও রাজনৈতিক সহঅবস্থানকে আরো খর্ব করবে I G-7 পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার প্রতি, তাদের আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার আইনের আওতায়
বাধ্যবাধকতা পালন করতে এবং তাদের এলাকায় এবং আয়ত্বাধীন সকল জনগণের ভাষা প্রকাশের অধিকারসহ, নীতিতে বর্ণিত, সব অধিকার নিশ্চিত করতে আবেদন জানাচ্ছেন I

যুক্তরাষ্ট্র ও G-7 অংশীদাররা, কেমিক্যালস ওইপন্স কনভেনশন, গণতন্ত্র, আইনের শাসন এবং রাশিয়ায় মানবাধিকার এবং সুশীল সমাজের উন্নয়নে সহায়তা দিতে, দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেI


XS
SM
MD
LG