Accessibility links

Breaking News

হেজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ৭ ব্যক্তি ও সংগঠন সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র


হেজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ৭ ব্যক্তি ও সংগঠন সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র
হেজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ৭ ব্যক্তি ও সংগঠন সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অধীনে 'ফরেইন এসেস্টস কন্ট্রোল' বা OFAC ১১ মে তারিখে হেজবুল্লাহ জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট, ৭ ব্যক্তি ও সংশ্লিষ্ট আর্থিক সংগঠন, আল কার্ড আল হাসান বা AQAH 'কে সনাক্ত করেছেI

OFAC 'র পরিচালক, আন্দ্রেয়া গাকি বলেন, "হেজবুল্লাহ আর্থিক সংগঠন, উচ্চ পর্য্যায় থেকে খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য নির্দিষ্ট, লেবাননের আর্থিক খাতকে অবজ্ঞা করে চলেছে এবং এই সঙ্কটজনক সময়ে লেবাননের আর্থিক সম্পদ লুফে নিয়েছেI হেজবুল্লাহ সংগঠনের এহেন আচরণ লেবাননের আর্থিক স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি চরম অশ্রদ্ধাস্বরূপ"I লেবাননের আর্থিক সংগঠন, আল কার্ড আল হাসান বা AQAH লেবাননের জনগণকে সেবা করার কথা থাকলেও, প্রকৃতপক্ষে তারা অবৈধভাবে শেল একাউন্ট বা অন লাইন একাউন্ট এবং সহায়তাকারীদের মাধ্যমে এই আর্থিক ব্যবস্থাকে উন্মূক্ত করে লেনদেনের জন্য তা ঝুঁকিপূর্ণ করে তুলেছেI

AQAH ছদ্মবেশে বেসরকারি সংগঠনের মত কাজ করলেও, প্রকৃতপক্ষে সংস্থাটি ,হেজবোল্লাহকে ব্যাংকিংয়ের সহায়তা দিয়ে থাকেI লেবাননের অর্থনীতির জন্য বিশেষভাবে প্রয়োজনীয় মুদ্রাকে তারা গোপনে মৌজুদ কোরে এবং তা লেবাননের স্থিতিশীলতার বিনিময়ে, হেজবোল্লাহদের নিজস্ব ঘাঁটি নির্মাণে তা ব্যবহার করে থাকেI

OFAC কর্তৃক সনাক্তকৃত ৬ জন ব্যক্তি AQAH এবং AQAH 'র কাছে আনুমানিক ৫০০ মিলিয়ন ডলার লেনদেনে নিষেধাজ্ঞা এড়াতে, যুক্তরাষ্ট্রের সনাক্তকৃত, জামাল ট্রাস্ট ব্যাংকসহ কতিপয় লেবাননের ব্যক্তিগত একাউন্ট ব্যবহার করেছেI

OFAC এছাড়াও, হেজবোল্লাহদের কেন্দ্রীয় আর্থিক ইউনিটের প্রধান হিসাবে কর্মরত, ইব্রাহিম আলী দাহেরকে সনাক্ত করেছেI তার এই শাখাটি হেজবুল্লাহ গ্রূপের সন্ত্রাসী তৎপরতা, ভয়ভীতি প্রদর্শন
এবং বিরোধীদের হত্যা করা সহ, হেজবোল্লাহদের রাজস্ব ও ব্যয়ভার নিয়ন্ত্রণ কোরে থাকেI

এসব সনাক্তকরণ হেজবুল্লাহদের সহায়তাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত পূর্বেকার সনাক্তকরণকে আরো শক্তিশালী কোরে তুলবে এবং যুক্তরাষ্ট্র হেজবোল্লাহদের কর্মতৎপরতা ধ্বংস করতে ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবেI



XS
SM
MD
LG