জাম্বিয়ার সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে হ্যারিস

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে স্বাগত জানাচ্ছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা। লুসাকা , জাম্বিয়া । মার্চ ৩১, ২০২৩ U.S. Vice

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁর সাম্প্রতিক আফ্রিকা সফরে জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমার সঙ্গে সাক্ষাৎ করেন। জাম্বিয়া ও আন্তর্জাতিক পরিসরে গণতন্ত্রকে এগিয়ে নিতে দুই নেতা তাঁদের প্রতিশ্রুতি সুনিশ্চিত করেন। সেই সঙ্গে, জাম্বিয়াতে দুর্নীতিবিরোধী, শাসন-বিষয়ক সংস্কার ও আর্থিক স্বচ্ছতা প্রচার করতে নতুন গণতন্ত্র সংক্রান্ত কর্মসূচীর কথা ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট।

''মিস্টার প্রেসিডেন্ট, আপনার নেতৃত্বে জাম্বিয়া বস্তুত এক উচ্চাকাঙ্ক্ষী গণতান্ত্রিক সংস্কারপন্থি কর্মসূচী শুরু করেছে এবং এই সফরে আমি আগে যেমনটা বলেছিলাম, গোটা বিশ্বে গণতন্ত্র ও সুশাসনই যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার। এই নীতির জন্য যারা লড়াই করছে আমরা সব সময় তাদের পাশে থাকব। এই প্রেক্ষিতে, জাম্বিয়াতে নতুন কর্মসূচীর জন্য এক কোটি ষাট লক্ষ ডলারের বেশি অনুদান ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। এরই সঙ্গে নজর থাকবে দুর্নীতিবিরোধী ও অন্যান্য সংস্কারমূলক উদ্যোগের দিকে।

ভাইস প্রেসিডেন্ট হ্যারিস বলেন, জাম্বিয়াতে আরও বেসরকারি বিনিয়োগ নিয়ে আসা এবং এই মহাদেশে ইতোমধ্যেই চলতি উদ্ভাবনশীলতা ও বাণিজ্যকে ত্বরাণ্বিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

''আমি ঘোষণা করতে পেরে খুশি যে, ব্যবসায়িক বন্ধন মজবুত করতে যুক্তরাষ্ট্র ও জাম্বিয়া একটি বাণিজ্যিক উন্নয়নমূলক এমওইউ (বোঝাপড়ার স্মারকলিপি) স্বাক্ষর করবে যা বাণিজ্যিক প্রকল্পগুলির উন্নয়ন ও প্রয়োগে সাহায্য করবে এবং আমাদের দুই রাষ্ট্রের মধ্যে পণ্য ও পরিষেবার সরবরাহকে বৃদ্ধি করবে।”

জাম্বিয়ার অর্থনৈতিক পুনরুজ্জীবনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকেও সুনিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিচিলেমার অর্থনৈতিক সংস্কারমূলক এজেন্ডাকে স্বাগত জানান তিনি। প্রেসিডেন্ট হিচিলেমাকে তিনি আশ্বস্ত করেন যে, জাম্বিয়ার ঋণ সমস্যার নিষ্পত্তিকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।

''দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তুলতে ও জাম্বিয়াতে বিনিয়োগের জোয়ার আনতে আমরা দৃঢ় সহযোগী হয়েই থাকব। জাম্বিয়ার ঋণ সমস্যার দ্রুত চূড়ান্তকরণ ও পুনর্গঠনের…পক্ষে আমরা কাজ করে যাব। আমাদের প্রশাসন বিশ্বাস করে, জাম্বিয়ার মতো দেশগুলি যাতে তাদের পায়ের তলায় মাটি ফিরে পায় সে জন্য আন্তর্জাতিক গোষ্ঠীগুলির সাহায্যের প্রয়োজন রয়েছে। তাই, জাম্বিয়ার জন্য কার্যকরী ঋণ হ্রাস করে দিতে সকল দ্বিপাক্ষিক সরকারি ঋণদাতাদের বহুবার যেমন আমি আহ্বান জানিয়েছি তেমনই আবারও জানাবো।”

জাতিসংঘে ও দক্ষিণ আফ্রিকান উন্নয়ন গোষ্ঠীর মাধ্যমে সহযোগিতা, সেই সঙ্গে এই অঞ্চলে নিরাপত্তাহীনতা নিয়ে দুই নেতা আলোচনা করেন।

আগামী বছরগুলিতে জাম্বিয়ার সঙ্গে গণতান্ত্রিক, অর্থনৈতিক ও পরিবেশগত সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত সম্পাদকীয়