জোট গঠনের বিষয়ে বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন ( ফাইল ছবি)

লিথুয়ানিয়ায় সাম্প্রতিক নেটো শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন সহযোগী সদস্যদের অনুরোধ করেন "একতার একই চেতনাবোধ, অভিন্ন উদ্দেশ্য, সংকল্পের একই মনোভাব গ্রহণ করতে যা আমরা ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রদর্শন করেছি। আমরা যে বিশ্বে বাস করতে চাই তেমন একটি বিশ্ব গড়ে তোলার জন্য কাজ চালিয়ে যাওয়ার সাথে সাথে আরও অংশীদারদের নিয়ে আসতে হবে।"

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদেরকেই বেছে নিতে হবে:

"জবরদস্তি ও শোষণ দ্বারা সংজ্ঞায়িত একটি বিশ্ব যেখানে ক্ষমতা সব নির্ধারণ করে অথবা এমন একটি বিশ্ব যেখানে আমরা স্বীকার করি যে আমাদের নিজের সাফল্য অন্যের সাফল্যের সাথে আবদ্ধ—এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নেয়া।"

প্রেসিডেন্ট বাইডেন বলেন যে, বিশ্বজুড়ে আমেরিকার জোটকে পুনরুজ্জীবিত করার দিকে তিনি মনোনিবেশ করেছেন:

“এই বিগত বছরগুলিতে আমরা আন্তঃ-আটলান্টিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে এসেছি ; বিশ্বব্যাপী স্থিতিশীলতার ভরসাস্থল হিসাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের গুরুত্বকে পুনরায় দৃঢ় করেছি। একটি নিরাপদ ইউরোপ ছাড়া যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হতে পারে, এমন ধারণা যুক্তিসঙ্গত নয়।"

যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের সাথে তার মৈত্রী আরও গভীর করেছে।

কোয়াড অংশীদারিত্বের মাধ্যমে—যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র—“ইন্দো-প্যাসিফিককে অবাধ, উন্মুক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত রাখতে আমরা এই অঞ্চলের প্রধান গণতান্ত্রিক দেশগুলিকে সহযোগিতা করার জন্য একত্রিত করছি,” ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন "আইনের শাসনের উপর ভিত্তি করে স্থাপিত আন্তর্জাতিক ব্যবস্থাকে শক্তিশালী ও সুরক্ষিত করতে" বিস্তৃত জোট গঠনের আহ্বান জানিয়েছেন:

“আমাদের সেই অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য একত্রিত হতে হবে যা ধারণা ও বাণিজ্যের প্রবাহকে সুনিশ্চিত করে এবং যা কয়েক দশক ধরে বিশ্বব্যাপী প্রবৃদ্ধিকে সক্ষম করে। হ্যাঁ, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয় রয়েছে, তবে নৌচালনা ও বিমান উড়ানের স্বাধীনতার মতো নীতিগুলিও আছে ; আমাদের অভিন্ন সমুদ্র ও আকাশকে উন্মুক্ত রাখা দরকার যাতে প্রতিটি জাতির সমান গতায়াত থাকে আমাদের বৈশ্বিক সাধারণ জায়গায়।"

প্রেসিডেন্ট বাইডেন বলেন, "আমরা একটি পরিবর্তনের বিন্দুতে দাঁড়িয়ে রয়েছি।"...যেখানে আমরা এখন যা নির্বাচন করব তা আগামী কয়েক দশকে আমাদের বিশ্বের দিকদর্শনকে রূপ দেবে৷

প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেন, “আমি বিশ্বাস করি...(এক) সাধারণ লক্ষ্যমাত্রা নিয়ে একত্রে কাজ করছে দেশগুলি। আমরা নিশ্চিত করতে পারি, আমরা যে দৃষ্টিভঙ্গি ভাগ করি এবং যে স্বাধীনতাকে লালন করি তা এই অস্থির সময়ে কেবল ফাঁপা বুলি নয়, বরং" আমরা যদি একসাথে কাজ করি তাহলে সেই ভবিষ্যতের দিকে এটি "একটি পথরেখা"৷

এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত একটি সম্পাদকীয়।