যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা'র প্রশাসক, সামান্থা পাওয়ার সম্প্রতি এ বছরের আন্তর্জাতিক সাংবাদিকতায় কার্ট শোর্ক পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানানI এই পুরস্কারের মাধ্যমে সংঘাত, দুর্নীতি এবং অবিচারের ওপর প্রতিবেদন পরিবেশনের জন্য সাহসী এবং প্রায়শই স্বীকৃতি পান নি, এমন সাংবাদিকদের সম্মানিত করা হয়I
এ বছরের বিজয়ীদের মধ্যে রয়েছেন, ইরানি-আমেরিকান সাংবাদিক, জেসন মতলাঘ, ব্রাজিলের সাংবাদিক, রাফায়েল সোয়ারেজ এবং সিরিয়ার সাংবাদিক,খাবাত আব্বাসI
আন্তর্জাতিক সাংবাদিকতায় স্বীকৃতি দিতে কার্ট শোর্ক পুরস্কার, আমেরিকান ফ্রিল্যান্স সাংবাদিক কার্ট শোর্কের অবদানের স্মরণে নামকরণ করা হয়েছে, যে সাংবাদিক ২০০০ সালে রয়টার্সের দায়িত্ব পালনের সময় সিয়েরা লিওনে নিহত হনI এ বছর সেই পুরস্কার প্রদানের ২০তম বার্ষিকীI
মুক্ত সংবাদপত্রের গুরুত্বকে স্বীকৃতি দিতে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID ৩০টির বেশি দেশে যেসব সাংবাদিক ঝুঁকির মুখে রয়েছেন তাদের সুরক্ষা ও আইনি সহায়তা দিচ্ছেI প্রশাসক সামান্থা পাওয়ার বলেন,“আমাদের কার্যক্রমগুলো স্বাধীন ও সত্য নিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করতে সহায়তা করে, আমরা জানি, এটিই হচ্ছে সুস্থ সমাজ ও সমৃদ্ধশালী অর্থনীতির বুনিয়াদI
সামান্থা পাওয়ার বলেন, প্রায়শই সাংবাদিকেরা সত্য কথা বলার এবং জনগণকে তা জানানোর জন্য বড় ধরণের ঝুঁকির মুখে থাকেনI
তিনি বলেন, "আমরা যেসব সাংবাদিককে আজ সম্মানিত করছি, যারা আফগানিস্তানের লড়াই, ব্রাজিলে বিচার বহির্ভুত হত্যাকান্ড, সিরিয়ার বর্বর নৃশংসতা, পাকিস্তানের শিশু শ্রম এবং নাইজেরিয়ার অপরাধী বিচার ব্যবস্থার প্রতিবেদন তুলে ধরেছেন, তাদের বেলায় এটা অবশ্যই সত্যI তাদের কাজে ফুটে উঠেছে যুদ্ধ ও সংঘাতের বাস্তব চিত্র, উন্মোচিত হয়েছে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও বৈষম্যI সাংবাদিকতার সঙ্কটময় মুহূর্তে সত্য প্রকাশের জন্য তাদের প্রতিশ্রুতি তারা তুলে ধরেছেন”।
প্রশাসক পাওয়ার বলেন, "সাংবাদিকদের ওপর হামলা, যা হতে পারে দৈহিক, আইনি বা রাজনৈতিক হামলা এবং সাধারণভাবে সংবাদ স্বাধীনতার ওপর হামলা, তা বেড়েই চলেছে"I যেসব সাহসী সাংবাদিক, স্বতন্ত্র সংবাদ মাধ্যম এবং বিশ্বজুড়ে ফ্রিল্যান্সার এবং স্ট্রিংগার, যারা এসব ঝুঁকি সত্ত্বেও তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন যুক্তরাষ্ট্র সরকার তাদের পাশে থাকবেI
[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে]