যুক্তরাষ্ট্র নেটো জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজশন সংক্ষেপে, নেটো, প্রায় ৭৫ বছর ধরে ইউরোপ ও উত্তর আমেরিকার স্বাধীনতা ও নিরাপত্তা সুরক্ষিত রেখেছেI যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন, সম্প্রতি বেলজিয়ামে নেটো সদর দপ্তরে ভাষণে বলেন, প্রাথমিক চ্যালেঞ্জ হচ্ছে, নেটো সংস্থাকে উপযোগী ও পুনরুজ্জীবিত করা, যেন সংস্থাটি আজকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেI

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজশন সংক্ষেপে, নেটো, প্রায় ৭৫ বছর ধরে ইউরোপ ও উত্তর আমেরিকার স্বাধীনতা ও নিরাপত্তা সুরক্ষিত রেখেছেI যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন, সম্প্রতি বেলজিয়ামে নেটো সদর দপ্তরে ভাষণে বলেন, প্রাথমিক চ্যালেঞ্জ হচ্ছে, নেটো সংস্থাকে উপযোগী ও পুনরুজ্জীবিত করা, যেন সংস্থাটি আজকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেI
নেটো জোট যে তিনটি বৃহৎ হুমকি মোকাবেলা করছে,পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, তা চিহ্নিত করেনI প্রথমটি হচ্ছে, অন্যান্য কয়েকটি দেশ, যেমন চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর তরফে হুমকির ঝুঁকিI দ্বিতীয়টি হচ্ছে এসব অনেক দেশের অসামরিক হুমকি, যেমন, প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং তথ্যভিত্তিক হুমকি, যা নেটো সদস্যভুক্ত দেশগুলির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারেI
এবং তৃতীয়টি হচ্ছে, কভিড ১৯ 'র মতো বিশ্বজনীন সঙ্কট ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত হুমকিI বিশ্বজনীন সন্ত্রাসবাদ এখনো এক বিপদজ্জনক হুমকি হয়ে রয়েছেI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, এসব হুমকি যথার্থভাবে মোকাবিলায়, আমাদেরকে অবশ্যই জোটের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবেI


এই জোট গড়া হয়েছিল আমাদের মিলিত মূল্যবোধ রক্ষার নিমিত্ত; তাই প্রতিশ্রুতির নবায়নে, আমাদের মূল্যবোধকে এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিকে পুনঃনিশ্চিত করতে হবে, যা রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যা অবাধ ও মুক্ত নীতির ভিত্তিতে রচিতI


নেটোকে কার্যকরী থাকতে অবশ্যই আধুনিকায়ন করতে হবে, যার শুরু হবে, সামরিক দক্ষতার উন্নতি সাধন করে এবং সামরিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নিশ্চিত করেI এছাড়াও, আমাদেরকে অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং তথ্যভিত্তিক হুমকির বেলায়, আমাদের ক্ষমতা বৃদ্ধি করতে হবেI

পররাষ্ট্রমন্ত্রী, ব্লিঙ্কেন, নেটো সদস্যদের প্রতি, মিত্র ও অংশীদারদের বৃহত্তর জোট গড়ার অনুরোধ জানানI তিনি বিশদ ব্যাখ্যা দিয়ে বলেন, কোয়াড বা অস্ট্রেলিয়া, ভারত জাপান এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে চতুষ্টয় জোটের মাধ্যমে যার বহির্প্রকাশ ঘটেছেI

আমরা এক মুক্ত, অবাধ, সমন্বিত এবং নিরাময় ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক মিলিত ভবিষতে বিশ্বাসী, যা হবে, বলপ্রয়োগ থেকে বিচ্ছিন্ন এবং যা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকবেI আমরা এক দক্ষ দল গঠন করবো এবং আমাদের সহযোগিতা পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসকে জোরদার করবে এবং এই সহযোগিতা নিরাপদ, সাশ্রয়ী এবং কার্যকরী ভ্যাকসিন উৎপাদন এবং ন্যায়সঙ্গত বিতরণে সহায়ক হবেI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, তাঁর কথায়, তাই নিশ্চিতভাবে, নেটো জোট আমাদের মিলিত মূল্যবোধে বহুদূর প্রসারিত, যার মাধ্যমে আমরা শুধুমাত্র জোট আর অংশীদারিত্ব গড়ায় প্রতিশ্রুত নই, এই জোট আমাদের উন্নয়নের সুযোগও এনে দেবেI আমরা যদি তা করতে পারি, এমন কোন চ্যালেঞ্জ নেই যা আমরা উত্তীর্ণ হতে পারবো নাI

Your browser doesn’t support HTML5

সম্পাদকীয় : নেটো