বিশ্ব মানবাধিকার দিবস

বিশ্ব মানবাধিকার দিবস

২৫শে নভেম্বর, মহিলাদের বিরুদ্ধে সহিংসতা দূরীকরণ সম্পর্কিত আন্তর্জাতিক দিবস এবং ১০ই ডিসেম্বর, মানবাধিকার দিবস পালনের মধ্যেকার ১৬টি দিনকে, লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রচারণা ও পরিবর্তন আনতে উৎসর্গ করা হয়েছেI

২৫শে নভেম্বর, মহিলাদের বিরুদ্ধে সহিংসতা দূরীকরণ সম্পর্কিত আন্তর্জাতিক দিবস এবং ১০ই ডিসেম্বর, মানবাধিকার দিবস পালনের মধ্যেকার ১৬টি দিনকে, লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রচারণা ও পরিবর্তন আনতে উৎসর্গ করা হয়েছেI

মহিলাদের বিরুদ্ধে সহিংসতা.দেশের সীমান্ত ও কৃষ্টির সীমানা অতিক্রম করে থাকেI এক জীবদ্দশায় প্রতি ৩ জন মহিলার মধ্যে একজন, লিঙ্গ ভিত্তিক সহিংসতার শিকার হচ্ছেনI যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID 'র ভারপ্রাপ্ত উপ প্রশাসক, জন বারসা বলেন, দুর্ভাগ্যজনকভাবে কভিড ১৯ মহামারীর কারণে, সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছেI USAID 'র অংশীদাররা প্রত্যক্ষ করেছেন লক ডাউনের কারণে জীবনযাপন বাধাপ্রাপ্ত হওয়ায় মহিলা ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পেতে এবং সস্তায় খাদ্য ও পরিষেবা পাওয়া দুষ্কর হতেI

USAID দীর্ঘ সময় ধরে যেসব তৎপরতা মহিলাদের ক্ষমতা ও উন্নয়ন ব্যাহত করেছে তা প্রকাশের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেI
ভারপ্রাপ্ত উপ প্রশাসক বারসা বলেন, ট্রাম্প প্রশাসনের অধীনে USAID বেসরকারি সংস্থা, মহিলাদের গ্রূপ, ব্যক্তিগত খাতের উদ্যোগ এবং সরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব সম্প্রসারণ করে কার্যকরী কর্মসূচির বাস্তবায়ন ঘটিয়েছে, যাতে করে মহিলাদের বিরুদ্ধে সহিংসতার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেনতা ও প্রতিকার সুনিশ্চিত হয়I

দৃষ্টান্তস্বরূপ যুক্তরাষ্ট্রের মহিলা, শান্তি এবং নিরাপত্তা বিষয় কৌশলগত কর্মসূচি, মহিলা ও মেয়েদের সহিংসতা, শোষণ ও লাঞ্ছনা থেকে রক্ষা করতে কর্মরত, যা এই এজেন্সির উন্নয়ন ও মানবিক সহায়তা উদ্যোগের একটি অংশI ২০১৭ সাল থেকে USAID, প্রায় ৭০,০০০ মহিলাকে শান্তি উদ্যোগ প্রক্রিয়ায় অংশ নিতে সহায়তা, এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতায় বেঁচে থাকা ৬০ লক্ষ সঙ্কটজনক মহিলাদের পরিষেবা, মনো-সামাজিক, আইনি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেছেI

তবে এটা যেন দীর্ঘ ও দুর্জয় এক সংগ্রামI কারণ কোন এক সমাজে প্রায়শই লিঙ্গ ভিত্তিক সহিংসতাকে মিটমাট করে ফেলা হয়, সরকার ও সমাজ মহিলা ও মেয়েদের মানবাধিকারের মূল্যবোধ স্বীকার করতে ব্যর্থ হনI সে কারণেই লিঙ্গ ভিত্তিক সহিংসতা র বিরুদ্ধে ১৬দিনের এই আহব্বান সহিংসতা দূর করার লক্ষ্যে এতটা গুরুত্বপূর্ণI তারা অভিশপ্ত এই পথকে আলোকিত করে, নীতি আর আচারের বিকাশ ঘটিয়ে এই প্রয়াসকে বাঁচিয়ে রাখেI

উপ প্রশাসক বারসা বলেন, মহিলাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য, ব্যক্তি, সমাজ ও পরিবারবর্গের ওপর এর ক্ষতিকারক প্রভাব প্রশমনে এবং সকল নাগরিকের অধিকারের উন্নয়নে আমাদের সকলের ভূমিকা রয়েছেI এই ১৬ দিনের অভিযান ও প্রতিদিনই বিশ্বজুড়ে মহিলা ও মেয়েদের অধিকার ও মর্যাদা রক্ষার্থে USAID একতাবদ্ধ থাকবেI

Your browser doesn’t support HTML5

বিশ্ব মানবাধিকার দিবস