যুক্তরাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে থাকছে

যুক্তরাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে থাকছে

যুক্তরাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHOতেই থাকছে I শপথ নেবার কিছুক্ষন পরেই. প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের WHO থেকে প্রত্যাহার করে নেয়ার প্রত্যাখ্যান করে, এক চিঠিতে স্বাক্ষর করেনI ভাইস প্রেসিডেন্ট, কামলা হ্যারিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক,ড: টেড্রস অধ্যানম গেব্রেসাসের সঙ্গে সিদ্ধান্ত,প্রত্যাহারের ,আর্থিক বাধ্যবাধকতা পূরণ করা এবং WHOকে জোরদার এবং তার সংস্কার সাধনে গঠনমূলক অংশীদার হিসাবে কাজ করার বিষয় আলোচনা করেনI

ভাইস প্রেসিডেন্ট, হ্যারিস, জোর দিয়ে বলেন, তিনি ও প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন যে কভিড- ১৯ নিয়ন্ত্রণে এবং বিশ্বময় উন্নততর স্বাস্থ্য পরিচর্য্যা ও মহামারীর প্রস্তূতির ক্ষেত্রে, WHO 'র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে I

ড: এন্থনি ফাউচিকে, WHO 'র ১৪৮তম নির্বাহী বোর্ড মিটিংয়ের জন্য যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নুতন প্রধান হিসাবে মনোনীত করা হয়েছে I WHO 'র নির্বাহী বোর্ড মিটিংয়ে মন্তব্যে ড: ফাউচি বলেন, আমি, আমার সতীর্থ প্রতিনিধিদের সঙ্গে একত্রে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই মহামারীর বিরুদ্ধে বিশ্বময় নের্তৃত্বে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই I
তিনি বলেন, তাঁর কথায়, বাইডেন প্রশাসন বিশ্বময় স্বাস্থ্যের উন্নয়নে, বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা এবং বিশ্ব নিরাপত্তা এজেন্ডায় সহায়তা প্রদান এবং সকল মানুষের উন্নততর ভবিষ্যৎ গড়তে, পুরোপুরি সম্পৃক্ত হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেI

ড: ফাউচি ঘোষণা করেন, বাইডেন প্রশাসন "কোভাক্স" কর্মসূচিতে যোগ দেয়ার এবং বিশ্বজুড়ে কভিড- ১৯ ভ্যাকসিন, ভেষজ ও চিকিৎসা সামগ্রীর বিতরণ ও উন্নয়নে বহুমুখী উদ্যোগ এগিয়ে নিতে 'এক্ট একসেলরেটোর' উদ্যোগকে সমর্থন দেবেI 'কোভাক্স' কর্মসূচির লক্ষ্য, কভিড-১৯ ভ্যাকসিনের উন্নয়ন ও উৎপাদন ত্বরান্বিত এবং বিশ্বের প্রতিটি দেশে তার স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিতরণ নিশ্চিত করাI

WHO 'র মহাপরিচালক ড: গেব্রেসাস টুইটার বার্তায় বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা বিশ্ব স্বাস্থ্যের জন্য এটা এক শুভদিন I বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমন্বিত দেশের একটি পরিবার, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে, যুক্তরাষ্ট্র এই পরিবারেই থাকছেI

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে থাকছে