পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার চৌকষ কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে, ২০২০ সালে নানাবিধ মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যে লঙ্ঘনের জন্য অনেক ক্ষেত্রেই শাস্তি থেকে অব্যাহতি দেয়া হয়েছেI
এমন বহু রিপোর্টে বলা হয়েছে. রুশ সরকার বা তাদের গুপ্তচররা, বিধিবহির্ভুত বা বেআইনি হত্যাকান্ড চালিয়েছে বা চেষ্টা করেছেI বিশেষ উল্লেখযোগ্য এমন একটি ঘটনা হচ্ছে. বিরোধী সক্রিয়বাদী ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, আলেক্সি নাভালানিকে ২০২০ সালের অগাস্ট মাসে 'নোভিচক' গ্রেডের স্নায়ু বিষ প্রয়োগে হত্যার প্রয়াসI
এছাড়াও, রুশ কর্তৃপক্ষের নির্ভরযোগ্য রিপোর্টে বলা হয়েছে যে, কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক বন্দি এবং জনগণকে আটক এবং বিচারের মুখোমুখি করিয়েছেনI রাজনৈতিক বন্দিদের অমানবিক অসহায় অবস্থায় বা কখনো কখনো নির্জন এবং শাস্তিমূলক মনস্তাত্ত্বিক বিভাগে রাখা হয়েছেI
ডিসেম্বর মাস পর্যন্ত, 'মেমোরিয়াল' মানবাধিকার সংগঠনের তালিকায়, এমনি ৩৫৮টি নাম অন্তর্ভুক্ত করা হয়I তবে 'মেমোরিয়াল' সংগঠনের অনুমান যে, দেশে রাজনৈতিক বন্দিদের সংখ্যা আরো দুই বা তিনগুন বেশি হতে পারেI
রুশ সরকার এছাড়াও, তাদের অঞ্চলের বাইরেও, ক্রাইমিয়া উপদ্বীপে টাটার জনগোষ্ঠী ও অন্যান্য ধর্মীয় এবং জাতিগোষ্ঠী সম্প্রদায়ের বিরুদ্ধে নানাবিধ ঘোরতর লঙ্ঘনের জন্য দায়ী I কর্তৃপক্ষ এছাড়াও, রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত হয়ে ক্রাইমিয়ার উক্রেইনীয় জনগণকে গ্রেফতার, আটক ও বিচারের লক্ষ্যবস্তু করেছে, যাদের অনেকেই তাদের ওপরে অত্যাচারের কথা জানানI পূর্বাঞ্চলীয় ইউক্রেইনে, রুশ সরকার, তাদের সেনাবাহিনীর পাশাপাশি লড়তে, রুশপন্থীদের অস্ত্র, প্রশিক্ষণ এবং লড়াইয়ে নের্তৃত্ব দিয়ে চলেছেI নির্ভরযোগ্য পর্যবেক্ষকেরা, ইউক্রেইনের ডানবাস অঞ্চলে রুশ সেনাবাহিনীর হামলায় হাজার হাজার নিরীহ জনগণের মৃত্যু ও আহত হবার কথা জানিয়েছেনI
রুশ কর্তৃপক্ষ, সংবাদ মাধ্যমকে অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করে থাকেI পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার রিপোর্ট অনুযায়ী, 'সেন্সরশিপ' বা মাধ্যম প্রচারে বা প্রকাশনায় নিয়ন্ত্রণ এবং টেলিভিশনে এবং ইন্টারনেটে নিজ থেকে সংবাদ প্রচারে নিয়ন্ত্রণ সেখানে ব্যাপক বলে জানানো হয়েছে, বিশেষতঃ যে সংবাদ প্রচারে সরকার ও সরকারের নীতির সমালোচনা করা হয়I সরকারের তরফে মানবাধিকার সক্রিয়বাদী এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে হামলা ও হামলাকারীদের তদন্ত বা বিচার করতে ব্যর্থতা, সমাবেশ ও সংগঠনের অধিকারকে আরো খর্ব করেছেI
রাশিয়ার কর্তৃপক্ষ, তাদের বিস্তৃত, চরম উগ্রবাদী দীক্ষার আড়ালে, জনগণের সংগঠন ও ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাসের অধিকার হরণ করা অব্যাহত রেখেছেI ২০১৭সালে, সুপ্রিম কোর্ট 'জেহোভাহ উইটনেস' ধর্মীয় গ্রূপের তৎপরতাকে অপরাধী তৎপরতা বলে তাদের সকল তৎপরতা, দেশজুড়ে আইনি সত্ত্বা নিষিদ্ধ বলে ঘোষণা করে এবং সার্থকভাবে তাদের উপাসনা বন্ধ করে দেয়I নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনে অংশ নেয়ার অপরাধে, গ্রূপটির সদস্যরা কারাদণ্ড, আটক, গৃহবন্দী বা অপরাধী তদন্তের মুখোমুখি হনI
পররাষ্ট্র মন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন বলেন, তাঁর কথায়, রাশিয়াসহ যে কোনো দেশ, যখন জনগণের মৌলিক অধিকার লঙ্ঘনের প্রয়াস চালাবে, আমরা তাদের পাশে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানাতে সোচ্চার হবোI
Your browser doesn’t support HTML5