হৌথি বিদ্রোহিদের প্রতি মারিব অভিমুখে অভিযান বন্ধের অনুরোধ

হৌথি বিদ্রোহিদের প্রতি মারিব অভিমুখে অভিযান বন্ধের অনুরোধ

যুক্তরাষ্ট্র সরকার, হৌথি বিদ্রোহিদের প্রতি মারিব অভিমুখে অভিযান বন্ধের অনুরোধ জানিয়েছে, যে অঞ্চলটি বৈধ ইয়েমেন সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং তাদেরকে আলোচনার টেবিলে ফিরে আসার অনুরোধ জানাচ্ছেI জাতিসংঘের মানবাধিকার সমন্বিতকরন দপ্তরের হিসাব অনুযায়ী, হৌথিদের সহিংসতা থেকে বাঁচার জন্য, লড়াইয়ের শুরু থেকে প্রায় ১০ লক্ষ ইয়েমেনি জনগণ, মারিবে আশ্রয় নিয়েছেনI তাদের অভিযান শুধুমাত্র বাস্তুচ্যুত জনগণের সংখ্যা বাড়াবে এবং বিশ্বের সবচাইতে ভয়াবহ মানবিক সঙ্কট, আরো তীব্র করে তুলবেI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, হৌথি বিদ্রোহীরা যদি আলোচনার মাধ্যমে রাজনৈতিক মীমাংসা চায়, তবে তাদের সব ধরণের সামরিক অভিযান বন্ধ করতে হবে, অন্যান্য অস্থিতিশীল এবং সৌদি আরবের বিরুদ্ধে সীমান্ত হামলাসহ, সম্ভব্য প্রাণঘাতী হামলা থেকে বিরত থাকবে হবেI

ইয়েমেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, টিম লেন্ডারকিং বলেন তাঁর কথায়, তাদেরকে অবশ্যই জাতিসংঘ পরিচালিত রাজনৈতিক প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণ করতে হবে এবং কূটনৈতিক প্রয়াসে গভীরভাবে সম্পৃক্ত হতে হবেI

বিশেষ দূত, লেন্ডারকিং দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে, আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং ইয়েমেনি জনগণের মানবিক সহায়তা লাভে দ্বিমুখী নীতি গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেনI

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী, ক্রমবর্ধমান মানবিক সঙ্কট লাঘব করা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ইয়েমেনি জনগণের কাছে মৌলিক সামগ্রী পৌঁছে দেবার মতো বিষয়ে, অগ্রাধিকার দেবার প্রতিশ্রুতি,স্পষ্ট করে জানিয়েছেনI

বিশেষ দূত, লেন্ডারকিং বলেন, যুক্তরাষ্ট্র এছাড়াও কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছেI

আমরা এখনো বলবো একটি রাজনৈতিক সমাধান, যা বিভিন্ন দলকে একত্রিত করবে, সেটাই ইয়েমেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়I আমরা আমাদের, আন্তর্জাতিক কূটনৈতিক প্রয়াস উজ্জীবিত করতে, উপসাগরীয় অংশীদার, জাতিসংঘ এবং অন্যান্যদের সঙ্গে যুদ্ধবিরতির সঠিক শর্ত নির্ণয়ে এবং ইয়েমেনের যুদ্ধ বন্ধে, আলোচনার মাধ্যমে মীমাংসা করতে চাপ দিয়ে যাবোI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস বলেন, তাঁর কথায়, "এই সংঘাত বন্ধের সময় এটাই, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই"I