অবৈধ মাদুরো সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি, ভেনেজুয়েলাকে দেশের ইতিহাসে নিকৃষ্টতম মানবিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটে পতিত করেছেI যুক্তরাষ্ট্র সরকার, নিজের দেশে ও দেশের বাইরে ভেনেজুয়েলার জনগণকে রিলিফ সহায়তা বাবদ, লক্ষ লক্ষ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছেI তবে মানবিক সহায়তা প্রদান স্বল্পকালীন এক সমাধান মাত্রI দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রয়োজন এখন নুতন নুতন চিন্তাধারা ও উদ্ভাবনেরI
সেই লক্ষ্যে, যুক্তরাষ্ট্রের আন্তজাতিক উন্নয়ন সংস্থা বা USAID ও ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, 'বেটার টুগেদার' বা 'জুন্ট্স এস মেজর চ্যালেঞ্জ' উদ্যোগ হাতে নিয়েছেI USAID 'র গ্লোবাল উন্নয়ন ল্যাবের প্রাক্তন নির্বাহী পরিচালক, হ্যারি বেইদের বলেন, 'দি বেটার টুগেদার চ্যালেঞ্জ' এমনি এক উন্মুক্ত উদ্ভাবনী কর্মসূচি, যেখানে পৃথিবীর যে কেউ, যে কোন সময়ে এবং কে কোন বিষয়ে ভেনেজুয়েলার জনগণের কল্যানে দেশে বা দেশের বাইরে, তাদের চিন্তাধারা সম্পর্কিত প্রকল্প জমা দিতে পারবেনI ল্যাবে পাঠানো চিন্তাধারা, তখন উদ্ভাবন, প্রযুক্তি ও গবেষণার হাবে রূপান্তরিত হয়ে, গণতন্ত্র, গবেষণা ও উদ্ভাবনী ব্যুরো'র একটি অংশতে রূপ নেবেI
তিনি বলেন তাঁর কথায়, জনগণ এখানে মানসিক যন্ত্রনা, দুঃসময় এবং বঞ্চনা স্বীকার করেছেন, তারপর প্রশাসনের দমন থেকে সাময়িকভাবে মুক্ত হয়ে, দেশের বাইরে জীবন গড়ার প্রয়াস নিয়েছেনI এসব ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তারা যেভাবে তুলে ধরতে পারবেন, কোনো উন্নয়নমুখী এজেন্সির তা তুলে ধরার বা অনুধাবন করার সামর্থ পর্যন্ত নেইI কারণ সংস্থা হিসাবে তা আমরা তুলে ধরছি নাI এটা ভেনেজুয়েলার জনগণের জীবন্ত অভিজ্ঞতার প্রতিফলনI
তিনি বলেন, তাদের অনুদান প্রাপ্তির পুরস্কার বড় বা ছোট হতে পারে এটাই আনন্দের কথা কথাI আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানি লভ্য করেছি, আত্মীয় স্বজনদের খুঁজে পেতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছিI অন্য দেশে আশ্রয় নেয়া জনগণের নিরাপত্তা ও পরিবারের সহায়তায়, যে যে দেশে আছেন, সেদেশের নিয়মকানন ও বাধা নিষেধের সঙ্গে সঙ্গতি রেখে, চাকুরী খোঁজার সহায়তায় আমরা ফোরাম চালু করেছিI
'দি বেটার টুগেদার' উদ্যোগের অংশ হিসাবে USAID, দেশে ও ভেনেজুয়েলার বাইরে ভেনেজুয়েলার জনগণ এবং সমগ্র অঞ্চল জুড়ে ব্রাজিল,পেরু, কলম্বিয়া এবং অন্যান্য আমেরিকান গ্রূপের জনগণের সহায়তায় কাজ করে যাচ্ছেI
USAID 'র ভারপ্রাপ্ত উপপ্রশাসক, জন বার্সা অক্টোবরের শেষে USAID 'র সাম্প্রতিক অনুদান প্রাপকদের নাম ঘোষণা করেনI তিনি বলেন, এ বছর 'বেটার টুগেদার চ্যালেঞ্জের' অধীনে আমি ভেনেজুয়েলা, চিলে এবং কলোম্বিয়ায় USAID 'র তিনটি প্রকল্প বাবদ, ১০ লক্ষ ডলার অর্থায়নের ঘোষণা দিতে পেরে আনন্দিত বোধ করছিI তিনি বলেন তাঁর কথায়, নুতন এই অর্থায়ন হাজার হাজার জনগণের কল্যানে আসবে, USAID ও IDB 'র সর্বমোট প্রকল্পের সংখ্যা ১৯শে উন্নীত করবে এবং বহু নুতন অর্থায়ন আমরা আশা করছিI