Accessibility links

Breaking News

শহরাঞ্চলের সংঘাতময় এলাকায় বেসামরিক জনগণকে সুরক্ষা প্রসঙ্গ   


জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত জরুরী বৈঠকে কথা বলছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, লিন্ডা টমাস গ্রিনফিল্ড। মার্চ ২, ২০২২। (ছবি- এপি)
জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত জরুরী বৈঠকে কথা বলছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, লিন্ডা টমাস গ্রিনফিল্ড। মার্চ ২, ২০২২। (ছবি- এপি)

এটা নির্মম বাস্তবতা যে সংঘাত চলাকালীন বেসামরিক জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে শহরাঞ্চলে সহিংসতার বেলায় তা সত্য। জাতিসংঘের মতে বিশ্বব্যাপী ৫ কোটিরও বেশি লোক শহরের অভ্যন্তরে ও শহরগুলিতে লড়াইয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শহরাঞ্চলে সামরিক বাহিনী প্রায়শই অসামরিক লোকজনের ঘরবাড়ি এবং গোটা শহর জুড়ে অবস্থান নিয়ে থাকে ; এতে করে নিরীহ জনগণ এবং তাদের সহায়তাকারী অবকাঠামোগুলো সরাসরিভাবে সংঘাতের মুখে পড়ে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেন, "বিস্ফোরক অস্ত্রসমূহ অসামরিক লোকজনের বিশাল গ্রুপগুলোকে হুমকি ও হত্যা করার বিষয়টিকে ভয়াবহভাবে সহজ করে তুলেছে"।

তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে সশস্ত্র ব্যক্তিরা এমনকি অসামরিক লোকজনকে মানবঢাল হিসাবেও ব্যবহার করে থাকে। অন্যান্য ক্ষেত্রে ইচ্ছা করেই তারা সামরিক জিনিষিপত্র অসামরিক লোকজনের কাছাকাছি স্থাপন করে এবং কখনও কখনও তারা নিরীহ লোকজন যেখানে বিশাল সংখ্যায় বসবাস করে সে রকম এলাকার সন্ধান করে।

গ্রিনফিল্ড বলেন, প্রথম পদক্ষেপ হিসাবে সংঘাতে জড়িত দলগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে"।

তিনি বলেন, প্রায়শই অপরাধীরা রাষ্ট্রবিহীন সশস্ত্র গোষ্ঠী , তবে তাদেরকেও এসব আইন মেনে চলতে হবে।

তিনি বলেন, "রাষ্ট্রসমূহের উচিত জবাবদিহিতার মান উন্নয়ন করা, যাতে করে উচ্চ পর্যায়ের মান নিশ্চিত হয় ; যার অর্থ সংঘাতের মূল্যায়ন ও তদন্ত করতে হবে, অসামরিক জনগণের ক্ষতি হলে তা স্বীকার করতে হবে এবং ক্ষতিগ্রস্ত অসামরিক জনগণের সহায়তায় গুরুতর প্রচেষ্টা নিতে হবে । অত্যন্ত জরুরি চ্যালেঞ্জগুলো মেটাতে একত্রিত হয়ে সবাইকে একটি বহুজাতিক ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরী করতে হবে । একটি দৃষ্টান্ত হলো, যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের পরিচালনায় কতকগুলো দেশের সঙ্গে ঘনবসতি এলাকায় বিস্ফোরক অস্ত্রের ব্যবহার সম্পর্কিত একটি রাজনৈতিক ঘোষণাপত্র তৈরির করার লক্ষ্যে কাজ করছে "।

যুক্তরাষ্ট্র এসব ক্ষেত্রে তাদের নিজস্ব প্রয়াস জোরালো করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বাস্তবিক অর্থে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি অসামরিক জনগণের ক্ষতি প্রশমন এবং প্রতিক্রিয়া সম্পর্কিত জাতীয় কর্মশালা গঠনে প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগের কথা ঘোষণা করেছেন।

রাষ্ট্রদূত গ্রিনফিল্ড বলেন, "আমাদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দাবি তার ফলাফলের মতোই দৃঢ় । আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সম্মুন্নত রাখার বাধ্যবাধকতা রয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ কথাগুলোকে জনগণের প্রকৃত ও বাস্তবসম্পন্ন সুরক্ষায় রূপ দিতে আমরা প্রতিশ্রুত"।

"বিশ্বের অসামরিক জনগণ আমাদের ওপর নির্ভরশীল। তাদের প্রত্যাশাকে আমাদের পূরণ করতে হবে, তাদের আশা ও স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সাধ্য অনুযায়ী সবকিছুই করবো"।

[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে]

XS
SM
MD
LG