Accessibility links

Breaking News

ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিষেধাজ্ঞা  


হোয়াইট হাউজের রুজভেল্ট রুম থেকে রাশিয়ার তেল আমদানি বিষয়ে কথা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্চ ৮ ২০২২। (ছবি- এপি)
হোয়াইট হাউজের রুজভেল্ট রুম থেকে রাশিয়ার তেল আমদানি বিষয়ে কথা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্চ ৮ ২০২২। (ছবি- এপি)

২৪শে ফেব্রুয়ারি সকালে রাশিয়া তার ক্ষুদ্র প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনের বিরুদ্ধে বিশাল ও মারাত্মক এক হামলা শুরু করে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “রুশ সামরিক বাহিনী ইউক্রেনের জনগণের ওপর বিনা উস্কানিতে, অনায্য ও অপ্রয়োজনীয় এক নৃশংস হামলা শুরু করেছে। এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগ্রাসী নেতা। পুতিন এই যুদ্ধকে বেছে নিয়েছেন। এবং এখন তাকে ও তার দেশকে এর পরিণাম ভোগ করতে হবে। আজ আমি রাশিয়াতে রপ্তানিযোগ্য সব কিছুর ওপর অতিরিক্ত কঠোর নিষেধাজ্ঞা ও নতুন বিধিনিষেধ অনুমোদন করছি। এটি রাশিয়ার অর্থনীতির ওপর অবিলম্বে ও পরবর্তী সময়ে চরম প্রভাব ফেলবে। ইচ্ছাকৃতভাবে আমরা এসব নিষেধাজ্ঞা পরিকল্পনা করেছি যাতে রাশিয়ার ওপর ‘এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর প্রভাব কমে”।

যুক্তরাষ্ট্র ও তার বহু মিত্র এবং অংশীদার রাশিয়ার ১০টি বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানের সবগুলোর ওপর পুরোপুরি অবরোধ নিষেধাজ্ঞা আরোপ করেছে, যে প্রতিষ্ঠানগুলি মিলে রাশিয়ার ব্যাঙ্কিং খাতের প্রায় ৮০% নিয়ন্ত্রণ করে থাকে।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতির অংশ হওয়ার জন্যে রাশিয়ার ডলার, ইউরো, পাউন্ড বা ইয়েনে ব্যবসা চালানোর সামর্থ্যকে আমরা সীমিত করবো। তাদের সামর্থ্যকে খর্ব করা হবে। রাশিয়ার সামরিক বাহিনীকে অর্থায়ন এবং সম্প্রসারিত করার সামর্থ্যকে আমরা রুদ্ধ করছি।

একবিংশ শতাব্দীর উচ্চতর প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করতে তাদের সামর্থ্যকে আমরা ব্যাহত করতে যাচ্ছি। সময় যতো গড়াবে, আমাদের নেয়া ব্যবস্থাগুলির সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়বে, যখন আমরা রাশিয়ার অর্থায়ন এবং তাদের অর্থনীতির কৌশলগত খাতগুলির প্রযুক্তিতে তাদের নাগাল ক্রমশই সীমিত করবো এবং ভবিষ্যতে তাদের শিল্প বিকাশের ক্ষমতাকে খর্ব করবো। আমাদের হিসাব অনুযায়ী , আমাদের এবং আমাদের মিত্র ও অংশীদারদের নেয়া পদক্ষেপগুলি রাশিয়ার উচ্চ প্রযুক্তির আমদানির অর্ধেকেরও বেশি বন্ধ করে দেবে”।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, "এসব পদক্ষেপ তাদের সামরিক বাহিনীর আধুনিকীকরণ অব্যাহত রাখার সামর্থ্যের ওপর আঘাত হানবে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, মহাকাশ এবং সামুদ্রিক শিল্পগুলির ক্ষমতা হ্রাস করবে এবং তা হবে পুতিনের দীর্ঘকালীন কৌশলগত উচ্চাভিলাষে এক চরম আঘাত"।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, “ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের সম্পূর্ণ অযৌক্তিক যুদ্ধের ইচ্ছা রাশিয়াকে দুর্বল করবে এবং বাকি বিশ্বকে করবে আরও শক্তিশালী। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মর্যাদা, এগুলো এমন সব শক্তি, যা ভয়ভীতি ও নিপীড়ণের চেয়ে অনেক বেশি শক্তিশালী। পুতিনের মত স্বৈরাচারী বা তার সেনাবাহিনী সেই শক্তিকে থামিয়ে দিতে পারবে না। কোনো প্রকারের সহিংসতা বা ভয়ভীতি দেখিয়ে তা মানুষের হৃদয় ও আশা থেকে মুছে ফেলা যাবে না। এগুলো স্থায়ী হবে"।

XS
SM
MD
LG