Accessibility links

Breaking News

রাশিয়ার সাইবার অপরাধীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা


সাইবার অপরাধের গ্রাফিক্স চিত্র
সাইবার অপরাধের গ্রাফিক্স চিত্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক তাদের রিওয়ার্ডস ফর জাস্টিস (ন্যায়বিচারের জন্য পুরস্কার) কার্যক্রমের আওতায় ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার প্রদান করবে। কম্পিউটার জালিয়াতি ও অপব্যবহার আইন (কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট) ভঙ্গ করে, বিদেশী সরকারের নিয়ন্ত্রণাধীন কোন ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রের ‍গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে কোন ক্ষতিকারক সাইবার কর্মকাণ্ড পরিচালনায় অংশগ্রহণ করে, তাহলে এমন ব্যক্তির পরিচয় বা অবস্থান প্রকাশ করবে যে, তাকে এমন তথ্যের জন্য এই পুরস্কার দেওয়া হবে।

রাশিয়ান ফেডারেশনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের মেইন ইন্টেলিজেন্স ডিরেক্টরেট বা জিআরইউ এর ছয় কর্মকর্তা সম্পর্কে তথ্য সন্ধান করছে রিওয়ার্ডস ফর জাস্টিস। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ‍উপর নেতিবাচক প্রভাব বিস্তার করেছে, এমন ক্ষতিকারক সাইবার কর্মকাণ্ড সংশ্লিষ্ট এক অপরাধমূলক ষড়যন্ত্রে তাদের ভূমিকার জন্য তাদের তথ্য সন্ধান করা হচ্ছে।

জিআরইউ এর এই কর্মকর্তারা হলেন ইয়ুরি সার্গেইভিচ আন্ড্রিয়েঙ্কো, সের্গেই ভ্লাদিমিরোভিচ দেতিস্তো, পাভেল ভালেরইয়েভিচ ফ্রোলভ, আনাতোলি সার্গেইভিচ কোভালেভ, আর্তেম ভালেরেইয়েভিচ ওশিশেঙ্কো, এবং পিট্র নিকোলায়েভিচ প্লিসকিন। তারা এক ষড়যন্ত্রে অংশগ্রহণকারী যার মাধ্যমে, রাশিয়ার কৌশলগত সুবিধার জন্য, ষড়যন্ত্রের শিকার কম্পিউটারে অনধিকার প্রবেশের মাধ্যমে সেগুলোতে ধ্বংসাত্মক ম্যালওয়্যার প্রবেশ করানো হয় এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হয়।

তাদের ছয়জনই জিআরইউ এর ইউনিট ৭৪৪৫৫ এ কাজ করেন। ইউনিটটি, সাইবার নিরাপত্তা গবেষকদের কাছে স্যান্ডওয়ার্ম টিম, টেলিবটস, ভুডু বেয়ার, এবং আয়রন ভাইকিং নামেও পরিচিত।

এই ব্যক্তিরা, ২৭ জুন ২০১৭ তারিখে সংঘঠিত একটি অপরাধমূলক ষড়যন্ত্রেও অংশগ্রহণ করেছিলেন। এতে, যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী বিভিন্ন কম্পিউটারে এক ধ্বংসাত্মক ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হয়। । এতে তারা,নটপেটইয়া নামে এক ম্যালওয়্যার ব্যবহার করে। সেই সাইবার হামলাগুলো পেনসিলভেনিয়ার পশ্চিমাঞ্চলের হেরিটেজ ভ্যালি হেলথ সিস্টেমের হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থার ব্যাপক ক্ষতি করে। এছাড়া, এ হামলায়, যুক্তরাষ্ট্রের একটি বড় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালাকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিকর সাইবার কর্মকাণ্ডগুলোর ফলে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোর মোট প্রায় ১০০ কোটি ডলারের লোকসান হয়।

১৫ অক্টোবর ২০২০ তারিখে, একটি ফেডারেল আদালতের গ্র্যান্ড জুরি, এই ছয় রুশ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেন। তাতে তাদের বিরুদ্ধে, কম্পিউটার জালিয়াতি ও অপব্যবহারের ষড়যন্ত্র, যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির ষড়যন্ত্র, যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি, সুরক্ষিত কম্পিউটারের ক্ষতিসাধন, এবং পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়।

১৯৮৪ সালে রিওয়ার্ডস ফর জাস্টিস কার্যক্রমটি আরম্ভ করার পর থেকে, এর মাধ্যমে বিশ্বব্যাপী ১০০ জনেরও বেশি ব্যক্তিকে ২০ কোটি ডলারের বেশি পুরস্কার প্রদান করা হয়েছে। কার্যক্রমটি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস (ডিএসএস) পরিচালনা করে থাকে। ঐ ব্যক্তিরা কার্যকর তথ্য প্রদান করেছিলেন। সেসব তথ্য সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে, সন্ত্রাসী নেতাদের বিচারের সম্মুখীন করতে, এবং যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি মোকাবেলা করতে সহায়তা করেছে। রিওয়ার্ডস ফর জাস্টিস কার্যক্রমটি টুইটারে ফলো করতে পারেন: https://twitter.com/RFJ_USA.

এই পুরস্কার সম্পর্কে আরও তথ্য পেতে রিওয়ার্ডস ফর জাস্টিস এর ওয়েবসাইটে যেতে পারেন: https://rewardsforjustice.net. প্রদত্ত যে কোন তথ্যই গোপন রাখা হবে।


[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে]

XS
SM
MD
LG