Accessibility links

Breaking News

ইরানে আরও এক রাজনৈতিক বন্দির কারাদণ্ড


ইরানে সরকার বিরোধী বিক্ষোভের সময়ে যাঁরা নিহত হন তাদের ছবি । ইরানের জনগণের সঙ্গে একাত্ম ঘোষণা করে বিক্ষোভের দৃশ্য। প্যারিস, ফ্রান্স। ১২ ফেব্রুয়ারি ২০২৩।
ইরানে সরকার বিরোধী বিক্ষোভের সময়ে যাঁরা নিহত হন তাদের ছবি । ইরানের জনগণের সঙ্গে একাত্ম ঘোষণা করে বিক্ষোভের দৃশ্য। প্যারিস, ফ্রান্স। ১২ ফেব্রুয়ারি ২০২৩।

ইরানি কর্তৃপক্ষ আবারও প্রমাণ করেছে যে তারা ইরানি জনগণকে ভয় পায়।

ভুলভাবে হিজাব পরার জন্য গ্রেপ্তার হওয়া মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর গত শরতে ইরান জুড়ে ছড়িয়ে পড়া শান্তিপূর্ণ, শাসন-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে বিশিষ্ট ইরানি র‌্যাপার তোমাজ সালেহিকে ছয় বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিক্ষোভের উপর সরকার কর্তৃক সহিংস দমন-পীড়নের সময় কয়েক হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছিল; ৫০০ জনকে হত্যা করা হয় এবং সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

৩২ বছর বয়সী তোমাজ সালেহি অক্টোবরে গ্রেপ্তার হন এবং প্রতিবাদকে সমর্থন করে গান এবং ভিডিও পোস্ট করার পরে কয়েক মাস নির্জন কারাবাসে কাটান। ইউটিউবে ৪,৫০,০০০-এরও বেশি ভিউ সম্বলিত একটি ভিডিওতে তিনি র‍্যাপ করেছেন, "কারো অপরাধ বাতাসে তার চুল নিয়ে নাচছিল।"

তার গ্রেপ্তারের পর, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সালেহির চোখ বাঁধা ও আঘাতপ্রাপ্ত দেহের একটি ভিডিও প্রকাশ করেছে; সেখানে তিনি তার "ভুলের" জন্য ক্ষমা চেয়েছেন। ইরানে মানবাধিকার সম্পর্কিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সাম্প্রতিকতম বার্ষিক প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে, ইরানের আদালত "প্রায়ই জোরপূর্বক বা নির্যাতনের মাধ্যমে বের করা আনা স্বীকারোক্তিগুলিকে প্রমাণ হিসেবে বিবেচনা করে...নিয়মিত।"

সালেহিকে অসংখ্য অপরাধে অভিযুক্ত করা হয়েছিল এবং সহিংসতায় প্ররোচনা, "বিশ্বকে কালিমালিপ্ত করা" ও অপপ্রচারের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। শত্রু সরকারকে সহযোগিতা করা এবং সর্বোচ্চ নেতাকে অপমান করার অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার তোমাজ সালেহির রায় ও কারাদণ্ডকে "বিঘ্ন উদ্রেককারী " বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, যুক্তরাষ্ট্র "তার অবস্থার বিষয়ে নজরদারি" চালিয়ে যাচ্ছে।

মুখপাত্র মিলার উল্লেখ করেছেন, "তাকে ক্রমাগত আইনি প্রতিনিধিত্বের সুযোগলাভ থেকে বঞ্চিত করা হয়েছে। তার বিচার গোপনীয়ভাবে অনুষ্ঠিত হয়েছিল। এপ্রিল মাসের রিপোর্ট বলছে, তাকে আটকে রাখার সময় নির্যাতন করার পরে তার জরুরী চিকিৎসার প্রয়োজন ছিল। এই বিষয়ে সরকারের কঠোর আচরণ গভীরভাবে উদ্বেগজনক এবং এর অবসান হওয়া উচিত। আমরা ইরানি কর্তৃপক্ষকে তাকে ও সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানাব।"

"বিশ্ব দেখছে এবং ইরানি কর্তৃপক্ষকে তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি করাতে আমরা আমাদের মিত্র ও অংশীদারদের সাথে সমন্বয় অব্যাহত রাখব।"

এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত একটি সম্পাদকীয়।

XS
SM
MD
LG