Accessibility links

Breaking News

রাশিয়া পুনরায় শাস্তি দিচ্ছে ক্ষুধার্তদের


ইউক্রেনের যুদ্ধ, আফ্রিকায় খাদ্য সংকট
ইউক্রেনের যুদ্ধ, আফ্রিকায় খাদ্য সংকট

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কৃষ্ণসাগরীয় শস্য উদ্যোগ নামে একটি চুক্তি হয়েছিল। জাহাজগুলিকে আক্রমণ না করেই ইউক্রেনীয় বন্দরগুলিতে প্রবেশ ও ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় এই চুক্তিতে। ১৭ জুলাই, রাশিয়া এই উদ্যোগে তার অংশগ্রহণ স্থগিত করে দেয়৷ বিশ্ব নজিরেবিহীন খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। কিছু অঞ্চল দুর্ভিক্ষের কবলে পড়ছে। ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার বলেন, "বিশ্বের সবচেয়ে ঝুঁকিবহুল মানুষদের খাদ্য থেকে বঞ্চিত করার সিদ্ধান্তের মানবিক পরিণতি ধ্বংসাত্মক।"

"আসুন ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ কী অর্জন করেছে সে সম্পর্কে স্পষ্ট হওয়া যাক৷ এই উদ্যোগের মাধ্যমে যে গম রপ্তানি করা হয়েছিল তার দুই-তৃতীয়াংশ উন্নয়নশীল দেশগুলিতে গিয়েছিল। ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মাধ্যমে সামগ্রিকভাবে রপ্তানিকৃত পণ্যের ৫৫ শতাংশ নিম্ন আয়ের দেশে গেছে। সুতরাং ইউক্রেনীয় কৃষকদের পাশাপাশি গোটা বিশ্বের সাধারণ মানুষকে এর মূল্য দিতে হবে। এই বেপরোয়া সিদ্ধান্তের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে।”

আসল বিষয়টি হল, প্রথমত ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ প্রয়োজনীয় ছিল না। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, "এটি প্রয়োজনীয় হওয়ার একমাত্র কারণ হল, রাশিয়া ইউক্রেন আক্রমণ করল। তারপরে বন্দরগুলি অবরোধ করার এবং ইউক্রেনকে সারা বিশ্বে শস্য প্রেরণে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাশিয়ার আজকের পদক্ষেপের ফলাফল - খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে একে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করা - এর ফলে এমন জায়গায় খাদ্য আসা কঠিন করে তুলবে যেখানে এর অত্যন্ত প্রয়োজন।"

"মূল কথা হল, এটি অবাঞ্ছিত। এটি হওয়া উচিত নয়। এটি যত তাড়াতাড়ি সম্ভব পুনরুদ্ধার করা উচিত। আমি আশা করি যে প্রতিটি দেশ এটি খুব কাছ থেকে দেখছে। তারা দেখতে পাবে যে, রাশিয়া বিশ্বজুড়ে এমন লোকেদের খাদ্য প্রত্যাখ্যান করার জন্য দায়ী, যাদের খাদ্যের তীব্র প্রয়োজন এবং এমন সময়ে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে অবদান রাখার জন্য দায়ী যখন অনেক দেশ অত্যন্ত কঠিন মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছে।"

জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কার্বি বলেন "আমরা রাশিয়া সরকারকে অবিলম্বে তার সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।"

"যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সাথে কাজ চালিয়ে গিয়েছে ও যাবে যাতে রুশ ও ইউক্রেনীয় শস্য বিশ্বের বাকি অংশে পৌঁছাতে পারে ; আমাদের নিষেধাজ্ঞাগুলি যাতে কাউকে নিশানা না করে তা সুনিশ্চিত করেই। রুশ অপপ্রচারের বিপরীতে, তারা রুশ খাদ্য বা সারকে নিশানা করে না।"

কার্বি বলেন , যুক্তরাষ্ট্র "অন্যান্য রুটের মাধ্যমে হলেও একান্ত প্রয়োজনীয় সেইসব শস্য বাজারে আনার জন্য ইউক্রেনের প্রচেষ্টাকে সমর্থন করা অব্যাহত রাখবে ।"


এ ছিল যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত একটি সম্পাদকীয়।

XS
SM
MD
LG