Accessibility links

Breaking News

সাংবাদিকদের উপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে ইরান


এলাহে মোহাম্মদী ও নিলুফার হামেদি , কারাদন্ড প্রাপ্ত দু’জন ইরানি সাংবাদিক।
এলাহে মোহাম্মদী ও নিলুফার হামেদি , কারাদন্ড প্রাপ্ত দু’জন ইরানি সাংবাদিক।

ইরানি কর্তৃপক্ষ সাংবাদিকদের উপর তাদের দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। অধিকার সংগঠনের অনুমান, গত সেপ্টেম্বরে ২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পরে সংঘটিত গণবিক্ষোভে ইরানে নব্বই জনেরও বেশি সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল।

নিলুফার হামেদি ও এলাহে মোহাম্মদী সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়ার পর ৩০০ দিনের বেশি কারাগারে কাটিয়েছেন। ভুলভাবে হিজাব পরার জন্য তথাকথিত "নৈতিক পুলিশ" দ্বারা আটক হওয়ার পর আমিনীর গুরুতর অবস্থার খবরটি প্রকাশ করে দিয়েছিলেন হামেদী; তার তোলা মাহসা আমিনির শোকাহত বাবা-মায়ের ছবি ভাইরাল হয়। সাককেজে আমিনির অন্ত্যেষ্টিক্রিয়া কভার করেন মোহাম্মদী এবং হাজার হাজার লোকের উপস্থিতির কথা জানান।

সাংবাদিক হিসাবে তাদের কাজ করার জন্য এই দুই নারীর বিরুদ্ধে শাসকবিরোধী অপপ্রচার, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ক্রিয়াকলাপ এবং যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে—এইসব অভিযোগে মৃত্যুদণ্ডও হতে পারে। তাদের সাম্প্রতিক বিচার প্রক্রিয়া গোপনে অনুষ্ঠিত হওয়ার পরে, রায় ও সাজা ঘোষণার জন্য অপেক্ষা করছেন হামেদি ও মোহাম্মদী।

ইরানি কর্তৃপক্ষ সেই সাংবাদিকদেরও পুনরায় গ্রেপ্তার করছে যারা বিক্ষোভের সময় আটক হয়েছিলেন কিন্তু পরে জামিনে মুক্তি পান বা যাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন টেলিগ্রামে ইরান টাইমস নিউজ চ্যানেলের পরিচালক হোসেন ইয়াজদি এবং ফ্রি-ল্যান্স সাংবাদিক নাজিলা মারুফিয়ান।

অন্য দুই সাংবাদিক সাঈদেহ শাফিই ও নাসিম সোলতানবেইগি বিক্ষোভ চলাকালীন প্রথম গ্রেপ্তার হন। "রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার" ও "জনমতকে বিশৃঙ্খল করার" অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। সম্প্রতি মিডিয়া কার্যক্রমে নিষেধাজ্ঞা ও দেশত্যাগসহ তাদের দুই বছরের কারাদণ্ড এবং দুই বছরের সামাজিক বিধিনিষেধের সাজা দেওয়া হয়েছে।

"সাংবাদিকতার কাজে যুক্ত থাকার জন্য প্রায়শই ভিত্তিহীন ও সম্পূর্ণভাবে অসম্মানজনক অভিযোগে সাংবাদিকদের উপর ইরানের শাসকদের ক্রমাগত দমন-পীড়নের" নিন্দা করেছেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, শাসকদের ক্রিয়াকলাপ "তাদের মানবাধিকারের লঙ্ঘন হিসাবেই রয়ে গেছে, যা বিশ্ব দেখে চলেছে।"

এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত একটি সম্পাদকীয়।

XS
SM
MD
LG