Accessibility links

Breaking News

COLUMBUS DAY 2021 COLUMBIAN EXCHANGE কলাম্বাস ডে" ২০২১: কলম্বিয়ান বিনিময় দিবস


ঐতিহাসিক হাতে আঁকা ছবিতে ১২ই অক্টোবর বাহামা'র সান সালভাদরে ক্রিস্টোফার কলম্বাস ও তাঁর নাবিকেরা বিজয়ের উৎসবে রত/ছবি/এপি
ঐতিহাসিক হাতে আঁকা ছবিতে ১২ই অক্টোবর বাহামা'র সান সালভাদরে ক্রিস্টোফার কলম্বাস ও তাঁর নাবিকেরা বিজয়ের উৎসবে রত/ছবি/এপি

এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে

১৪৯২ সালের ১২ই অক্টোবর ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে স্পেনের ৩টি জাহাজ একটি দ্বীপে এসে নোঙ্গর করেছিল, যে দ্বীপটি আজ বাহামাস নামে পরিচিত। সেই জাহাজ নোঙ্গর করার বার্ষিকীটি যুক্তরাষ্ট্রে "কলাম্বাস ডে" বা কলাম্বাস দিবস হিসাবে প্রতি বছর পালিত হয়। আর এর ফলে সূচিত হয়েছিল খাদ্য,পশু, উদ্ভিদ,জনগোষ্ঠী এবং ব্যাধির বিশ্বব্যাপী বিশাল আদান-প্রদান।এটিই বিশ্বকে রূপান্তরিত করে আজ যা "কলম্বিয়ান এক্সচেঞ্জ" বা কলম্বিয়ান বিনিময় হিসাবে স্বীকৃতI সে কারণেই ইতিহাসবিদরা ১৪৯২ সালকে আধুনিক বিশ্বের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ বছর বলে বিবেচনা করে থাকেন।

১৪৯২ সালের পর বিশ্বের জনসংখ্যা ৪ গুণ বৃদ্ধি পেয়েছে, ১৬৫০ এবং ১৮৫০ সালের মধ্যে জনগোষ্ঠী দ্বিগুণ হয়। এই বিপুল জনসংখ্যা বৃদ্ধির যদিও অনেক কারণ রয়েছে, তবে স্পষ্টত সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হলো উন্নত এবং ব্যাপক ভাবে খাদ্য সরবরাহ। খাদ্য সরবরাহে আদি আমেরিকান খাদ্য শষ্য,যেমন ভুট্টা,আলু, টমেটো,কাসাভা ম্যানিওক,আনারস,মরিচ ও কোকো বিনের সংযোগ ছিল উন্নত খাদ্য বিনিময়ের একটা তাৎপর্যপূর্ণ উপাদান।

মধ্য ও উত্তর ইউরোপে আলু হয়ে ওঠে সবচাইতে গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস। আফ্রিকায় ভুট্টা ও কাসাভা ম্যানিওকের প্রচলন শুরু হয়, যা ১৬ শতকে আফ্রিকার পুরোনো কালের শস্যের পরিবর্তন ঘটায় এবং মহাদেশের সবচাইতে মুখ্য খাদ্য হয়ে দাঁড়ায়I

চীনে নতুন বিশ্বের খাদ্য ফসল, বিশেষত আলু, ভুট্টা এবং বাদামের প্রচলন ১৫০০ থেকে ১৬৫০ সাল পর্যন্ত সেখানে জনসংখ্যা বৃদ্ধির কারণI

কলম্বিয়ান এক্সচেঞ্জ বা কলম্বিয়ান বিনিময় তখন হয়ে ওঠে বিশ্বজনীন সরবরাহ ব্যবস্থা, যার মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় নতুন খাদ্যের প্রচলন হয়। ১৪৯২ সালের আগে ফ্লোরিডায় ছিল না কোনো কমলা, একুয়াডোরে কলা এবং হাঙ্গেরিতে পাপরিকা। এই বিনিময়ের মাধ্যমে ইতালিতে টমেটো, কলম্বিয়া ও ইন্দোনেশিয়ায় কফি, হাওয়াইতে আনারস, আফ্রিকায় রাবার বৃক্ষ, থাইল্যান্ড, চীন ও ভারতে মরিচ এবং সুইজারল্যান্ডে চকোলেটের সূচনা ও ব্যবহার শুরু হয়I

বাহামা দ্বীপে ক্ষুদ্রাকৃতির ৩টি জাহাজের আগমন সেদিন ইতিহাসের ধারায় অভাবনীয় এক পরিবর্তন এনেছিল। এই ঘটনা মানবজাতির ভবিষ্যত নির্মাণ করেছিল কেবলমাত্র এ কারণে নয় যে একটি নতুন মহাদেশ আবিষ্কৃত হয় বরঞ্চ এ কারণেও যে এর ফলে পৃথিবীর বিভিন্ন গোলার্ধের মানুষের মধ্যে নিয়মিত সংযোগ, ব্যবসায় উদ্দীপনা, চিন্তাধারায় মতামতের বিনিময়ের সূচনা করেছে এবং বিভিন্ন সংস্কৃতিরমধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের ক্ষেত্র প্রস্তুত করেছে।

১৪৯২ সালে বিশ্ব জনগোষ্ঠী বৈশ্বিকসমাজে একত্রিত হয়ে বসবাস শুরু করেনI

(এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন ছিল)

XS
SM
MD
LG