Accessibility links

Breaking News

বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মাদুরো সরকারের নিন্দে করেছে যুক্তরাষ্ট্র


ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সমর্থকরা বিরোধী নেতার সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দিচ্ছে । (রয়টার)
ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সমর্থকরা বিরোধী নেতার সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দিচ্ছে । (রয়টার)

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস সাম্প্রতিক সংবাদ অবহিতকরণ অনুষ্ঠানে  বলেন, যুক্তরাষ্ট্র ২০১৫ ভেনেজুয়েলার জাতীয় সংসদের প্রতিনিধি ফ্রেডি গুয়েভারার সম্প্রতিক আটক  ও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, ঊয়ান গুয়াইদো  হয়রানির বিরুদ্ধে  কঠোর ভাষায় নিন্দা জ্ঞাপন করছেI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস সাম্প্রতিক সংবাদ অবহিতকরণ অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্র ২০১৫ ভেনেজুয়েলার জাতীয় সংসদের প্রতিনিধি ফ্রেডি গুয়েভারার সম্প্রতিক আটক ও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, ঊয়ান গুয়াইদো হয়রানির বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জ্ঞাপন করছেI

ফ্রেডি গুয়েভারা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গুয়াইদোর একজন বিশিষ্ট মিত্রI ১২ই জুলাই, কারাকাসের মহাসড়কে তাঁকে গাড়ি থেকে বের করে গ্রেফতার করা হয়I তিনি সন্ত্রাসবাদ ও দেশদ্রোহিতার অজুহাতে অভিযুক্ত হয়েছেনI

ওই একই দিনে পুলিশ গুয়াইদো বাড়ি ঘিরে ফেলে এবং আদালতের আদেশ কিংবা কোন রকম পরিচিতি পত্র না দেখিয়েই তাঁর বাড়িতে প্রবেশ করে বলে বলা হয়েছে। তবে গুয়াইদো বলেন প্রতিবেশীদের তত্পরতা এবং সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশের উপর চাপ দেয়া হয় যে তাঁকে গ্রেফতার না করে পুলিশ যেন ওই স্থান ত্যাগ করেI

বিরোধী দল অবৈধ মাদুরো সরকারের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের প্রচেষ্টা নেয়ার সময়ে এসব অভিযান চালানো হয়I এই মাদুরো সরকারের কারণে একদা ধনী, গতিময় এবং গণতান্ত্রিক দেশ এখন চরম দারিদ্র এবং স্বৈরশাসনের অধীনে রূপান্তরিত হয়েছে। অভিযান চলাকালে ভেনেজুয়েলা সফরে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা, যারা নভেম্বরে অনুষ্ঠিতব্য স্থানীয় ও রাজ্য পর্যারের নির্বাচনে সম্ভব্য নজরদারি মিশনের শর্তাবলী নির্ধারণের জন্য দেশটি সফর করছিলেনI

পররাষ্ট্র বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র টুইটারে বলেন, বিরোধী নেতা, ফ্রেডি গুয়েভারা'র গ্রেফতার এবং অন্যান্য বিরোধীদের ও মানবাধিকার সক্রিয়বাদীদের হয়রানি সঙ্কটের শান্তিপূর্ণ মীমাংসায় বাধা সৃষ্টি করবেI

পশ্চিম গোলার্ধ বিষয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কেভিন ও রাইলি, আটলান্টিক কাউন্সিলে ভাষণদানকালে বলেন, বহুত্ববাদী সুশীল সমাজ আগামী নির্বাচনে মুখ্য ভূমিকা রাখবেI তিনি বলেন, গ্রেফতার ও হয়রানির ঘটনায় আগামী নির্বাচন স্বচ্ছ ও অবাধ হবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, গ্রেফতারের ঘটনা অবশ্যই মাদুরো এবং তাঁর সমর্থকদের জন্য এটা প্রমাণ করা আরও কঠিন করে তুলেছে যে এই নির্বাচন সমতার ভিত্তিতে

অবৈধ মাদুরো সরকারের জন্য এটা নুতন কিছু নয়I পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ে সর্বসাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারী মাসে সাংবিধানিক আইন অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়েছে, তবে ২০১৮ সালের নির্বাচনে হার মানতে তিনি অস্বীকার করেন। নির্বাচনটি স্বচ্ছ ও অবাধ না হওয়ায় ব্যাপকভাবে যে সমালোচিত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস, ভেনেজুয়েলার বিরোধী দলের বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, সঙ্কট নিরসনে মাদুরো সরকার ও বিরোধীদের সমন্বিত আলোচনার জন্য যথার্থ পরিবেশ সৃষ্টির প্রচেষ্টার সঙ্গে কোন রকম শর্ত আরোপের প্রচেষ্টা হবে অসামঞ্জস্যপূর্ণ । আমরা কংগ্রেসম্যান গুয়েভারার সত্বর মুক্তির দাবি এবং তাঁর আটকের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাতে আমাদের সঙ্গে মিলিত হতে আবেদন জানাচ্ছিI

XS
SM
MD
LG