Accessibility links

Breaking News

নিকারাগুয়ার সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ


যুক্তরাষ্ট্র নিকারাগুয়ায় প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সরকারের ক্রমবর্ধমান কঠোর পদক্ষেপ গ্রহণের খবরে, গভীরভাবে উদ্বিগ্নI তথাকথিত 'ফরেইন এজেন্টস ল'র অধীনে সরকারের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, সেখানে লেখকদের সংস্থা, 'দি নিকারাগুয়া চ্যাপ্টার অব পেন ইন্টারন্যাশনাল' এবং সুশীল সংগঠন গ্রূপ, 'দি ভায়োলেটা বারিওস দে চামোরো ফাউন্ডেশনের মতো দুটি মুক্ত ভাষা প্রকাশের দপ্তরকে জোরপূর্বক বন্ধ করে দেয়া হয়I

প্রতিষ্ঠানের পরামর্শদাতা, ক্রিস্টিয়ানা চামোরো এই নুতন আইনকে অসাংবিধানিক ও এক দানবীয় আইন বলে উল্লেখ করেনI ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরণের আইনের অধীনে কাজ করা অত্যন্ত এক দুরহ কাজ, যার লক্ষ্যই হচ্ছে, সুশীল সমাজ এবং যারা স্বতন্ত্র ও মুক্ত ভাষা প্রকাশ করেন, যা সরকার সহ্য করে না, তাদের শ্বাস রোধ করাI

ক্ষমতাসীন 'সানড্যানিস্টা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট' অক্টোবর মাসে 'ফরেন এজেন্টস ল' পাশ করে এবং সম্প্রতি রেজিস্ট্রিভুক্ত হতে, ৫ই ফেব্রুয়ারী তারিখকে চুড়ান্ত সময়সীমা বলে ঘোষণা দেয়I এই আইনের আওতায় যেসব ব্যক্তি বা সংগঠন নিকারাগুয়ার বাইরে থেকে কোনো অর্থায়ন পাবেন, তাদেরকে 'ফরেন এজেন্টস. বা বিদেশী চর হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রেজিস্ট্রি করতে হবে এবং তাদের আয় ও খরচের হিসাব, সরকারকে জানাতে হবে, অন্যথায় তাদের জরিমানা, কারাদণ্ড এবং তাদের সহায়-সম্পদ বাজেয়াপ্ত হতে পারেI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস এক বিবৃতিতে জানান, এধরণের পদক্ষেপ নিকারাগুয়ার সুশীল সংগঠনের বাক-স্বাধীনতা আরো রুদ্ধ করবে এবং নভেম্বরে নির্ধারিত মুক্ত ও অবাধ নির্বাচনকে আরো দূরে ঠেলে দেবেI তিনি বলেন, ওর্তেগা, দেশটিকে স্বৈরশাসনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেনI এভাবে তাঁর প্রশাসন বিশ্ব সমাজ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বেI

'পেন ইন্টারন্যাশনাল' সংস্থার প্রেসিডেন্ট, জেনিফার ক্লেমেন্ট, এই আইন প্রথম বিবেচনা করার সময় হুঁশিয়ারি উচ্চারণ করেনI তিনি বলেন, তাঁর কথায়, যেসব সাংবাদিক ও মাধ্যম, সরকারের সমালোচনা করে, তাদের বিচার করা, অত্যাচার ও হামলা চালানো প্রমান করে, যে দেশটির কর্তৃপক্ষ নিয়মমাফিক ভাষা প্রকাশের অধিকারকে সীমিত করার প্রয়াস চালাচ্ছেI

মিস ক্লেমেন্ট বলেন, অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অবশ্যই একটি দেশের অগ্রাধিকার হতে হবেI আমরা সরকারের প্রতি স্বতন্ত্র ভাষা প্রকাশকে অপরাধিকরণ না করার অনুরোধ জানাচ্ছি I

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র নিকারাগুয়ার জনগণ ও তাদের গণতন্ত্রের দাবির প্রতি সমর্থন জানাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেI আমরা সুশীল সমাজের ক্ষমতায়ন এবং জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধার উন্নয়নে মনোযোগ নিবদ্ধ রাখবোI আমরা প্রেসিডেন্ট ওর্তেগাকে তাঁর কার্য্যধারা পরিবর্তনের অনুরোধ জানাচ্ছিI

নিকারাগুয়া নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
please wait

No media source currently available

0:00 0:02:46 0:00
Direct link


XS
SM
MD
LG