Accessibility links

Breaking News

যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি


U.S. Secretary of State Mike Pompeo, right, speaks with Secretary of Defence Mark Esper seated beside him during a joint press conference with their Indian counterparts at Hyderabad House in New Delhi, India, Oct. 27, 2020.
U.S. Secretary of State Mike Pompeo, right, speaks with Secretary of Defence Mark Esper seated beside him during a joint press conference with their Indian counterparts at Hyderabad House in New Delhi, India, Oct. 27, 2020.

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সাম্প্রতিক দিল্লি সফরের সময় তাঁরা গঠনমূলক এক নুতন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন I বেসিক এক্সচেঞ্জ এন্ড কোঅপারেশন বা BECA নামের এই চুক্তির মাধ্যমে, যুক্তরাষ্ট্র ও ভারতের সামরিক বাহিনী, স্যাটেলাইটে তোলা চিত্রাবলী আদান-প্রদান করতে পারবে, এবং যার মাধ্যমে দুটি দেশের ব্যক্তিগত ও প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় বৃদ্ধি করা যাবেI

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সাম্প্রতিক দিল্লি সফরের সময় তাঁরা গঠনমূলক এক নুতন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন I বেসিক এক্সচেঞ্জ এন্ড কোঅপারেশন বা BECA নামের এই চুক্তির মাধ্যমে, যুক্তরাষ্ট্র ও ভারতের সামরিক বাহিনী, স্যাটেলাইটে তোলা চিত্রাবলী আদান-প্রদান করতে পারবে, এবং যার মাধ্যমে দুটি দেশের ব্যক্তিগত ও প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় বৃদ্ধি করা যাবেI

পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, চীনা কমুনিস্ট পার্টি বা CCP 'র হুমকির মুখে ভারত ও যুক্তরাষ্ট্র, এই সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছেI তিনি বলেন, তাঁর কথায়, আমাদের নেতৃবর্গ ও জনগণ এখন আরো স্পষ্ট করে জানেন যে, CCP ,গণতন্ত্র, আইনের শাসন, স্বচ্ছতা বা নৌ চলাচলের স্বাধীনতার প্রতি বন্ধুভাবাপন্ন নয়, যে নৌস্বাধীনতা মুক্ত, অবাধ এবং সমৃদ্ধশালী ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক ভিত্তি বলে বিবেচিত I

প্রতিরক্ষামন্ত্রী এস্পার বলেন, বিশ্ব যখন বিশ্বজনীন মহামারী আর বর্ধিত নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে, যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্ব তাই নিরাপত্তা, স্থিতিশীলতা এবং এই অঞ্চলের তথা বিশ্বের নিরাপত্তার জন্য এখন,গুরুত্বপূর্ণI

'প্রথম ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা কর্মসূচি' সম্পাদনের ১৫ বছর পরেও, দুটি দেশের নিরাপত্তা সম্পর্ক, দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শীর্ষ এক স্তম্ভ হয়ে রয়েছেI আমাদের মিলিত মূল্যবোধ আর স্বার্থের ওপর ভিত্তি করে, আমরা এখন কাঁধে কাঁধ রেখে মুক্ত এবং অবাধ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়তে পারি, বিশেষ করে যখন চীনের তরফ থেকে আমরা বর্ধিত আগ্রাসন আর অস্থিতিশীল হুমকির মুখেI
প্রতিরক্ষামন্ত্রী, মার্ক এস্পার
বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সমন্বিত এক প্রতিরক্ষা অংশীদারিত্বের প্রতি শ্রূতি পুনর্ব্যক্ত করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ, দুটি সামরিক বাহিনীর আদান-প্রদান এবং প্রতিরক্ষা বাণিজ্য সম্পর্ক বিষয়ে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেI এই প্রতিরক্ষা সহযোগিতায় অন্তর্ভুক্ত থাকবে, ভারত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বৃহত্তর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার সম্প্রসারণI

ভারতীয় নৌবাহিনী ও উএসএস নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রূপের সাম্প্রতিক যৌথ মহড়ার মাধ্যমে সম্প্রতি,প্রদর্শিত হয়েছে বর্ধিত যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সহযোগিতা I যুক্তরাষ্ট্র, এছাড়াও ভারতের সঙ্গে সামরিক লিয়াজো'র আদান প্রদান করেছে
এবং দুটি দেশ যেসব ক্ষেত্রে বর্ধিত হুমকি মোকাবেলা করছে, সেখানে নুতন সাইবার ও মহাকাশ প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়ে সহযোগিতা বৃদ্ধি করেছে Iবিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার অংশীদারিত্ব থাকবে প্রাণবন্ত, অটুট আর বর্ধনশীল I

Editorial India-US Treaty
please wait

No media source currently available

0:00 0:03:03 0:00



XS
SM
MD
LG