পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র ,বার্মার সেই জনগণের পাশে থাকবে, যারা পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুথানের মাধ্যমে গণতন্ত্রপন্থি সরকারকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে, প্রতিবাদ অব্যাহত রেখেছেনI
নেড প্রাইস ///////
আমরা বার্মার জনগণের ,তাদের গণত্রান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের জন্য শান্তিপূর্ণ প্রতিবাদসহ, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে, তাদের পাশে থাকবোI আমরা তাদের কথা বলার, শোনার এবং সামাজিক মাধ্যমে বা বাইরে তথ্য প্রকাশের স্বাধীনতার প্রতি, সমর্থন জানাচ্ছিI
যুক্তরাষ্ট্র সরকার, দ্ব্যর্থহীন ভাষায়, পহেলা ফেব্রুয়ারি 'র সামরিক অভ্যুথানের নিন্দা জানাচ্ছে এবং সেখানে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পুনর্বহাল করতে, সকল আটককৃতদের, সাংবাদিক, সক্রিয়বাদী ও সুশীল সংগঠনের সদস্যদের মুক্তির আবেদন জানাচ্ছে I আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শনের আবেদন জানিয়েছি এবং সামরিক জান্তাকে স্পষ্ট বার্তা দিয়েছি যে, জনগণের বিরুদ্ধে সহিংসতা, অগ্রহণযোগ্য এবং তা বরদাস্ত করা হবে না I
যুক্তরাষ্ট্র, তার মিত্র ও অংশীদারদের সঙ্গে বৃহত্তর জোটের সমন্বয়ে, সামরিক বাহিনীর ওপর তাদের পদক্ষেপ পরিবর্তনের জন্য চাপ দিয়ে যাচ্ছেI ১১ই ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র, অভ্যূথানে সংশ্লিষ্ট থাকার জন্য বর্তমান ও প্রাক্তন, ১০ জন সামরিক কর্মকর্তা এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং মালিকানাধীন ৩টি তেল ও গ্যাস কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেI
যুক্তরাষ্ট্র এছাড়াও, বার্মা সরকারের প্রতি, যেসব সহায়তা তাদের উপকৃত করতে পারে, তা পর্যালোচনা করে দেখছেI তবে যুক্তরাষ্ট্র, বার্মার জনগণ, সে দেশে মানবিক সহায়তা, স্বাস্থ্য পরিচর্যা, সুশীল সংগঠন ও বার্মার অন্যান্য কল্যানমুলক সহায়তা কর্মসূচিতে, দৃঢ় সমর্থন অব্যাহত রাখবেI
সামরিক অভ্যুথানের জবাবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, USAID , অনতিবিলম্বে বার্মাকে সহায়তা বাবদ দেয়া, ৪ কোটি ৪২ লক্ষ ডলার অর্থ সাহায্য, যা এই প্রশাসনকে উপকৃত করতো, তা অন্যত্র সরিয়ে নিয়েছেI এখন, এই অর্থ সাহায্য সেইসব কর্মকান্ডের দেয়া হবে, যা গণতন্ত্রের সুরক্ষায় সুশীল সমাজের ক্ষমতা বৃদ্ধি করে, স্বতন্ত্র মাধ্যমকে উন্নীত করে এবং দাঙ্গা-পীড়িত এলাকায় শান্তি ও সংহতির উন্নয়ন ঘটিয়ে, জনগণকে উপকৃত করবেI
যুক্তরাষ্ট্র এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগণকে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবেI যুক্তরাষ্ট্র ,বার্মার জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও সমৃদ্ধির অন্বেষায় সহায়তা দিতে ক্ষান্ত হবে নাI
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস বলেন, তাঁর কথায়, আমাদের অগ্রাধিকার হচ্ছে, আমাদের সমমনা মিত্র ও অংশীদারদের সঙ্গে একত্রিত হয়ে, বার্মার জনগণের পাশে এসে দাঁড়ানো এবং যখন তারা গণতন্ত্রে ফিরে যেতে, রাস্তায় রাস্তায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন, সেখানে কোন সন্দেহ না রাখারI