নভিচক নামে স্নায়ু অবশকারী একধরণের বিষ প্রয়োগ করে, রাশিয়ার সরকারি কর্মকর্তাদের রুশ ভূখণ্ডেই দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে হত্যাচেষ্টার ঘটনার দুই বছর পেরিয়ে গিয়েছে। এমন নির্লজ্জ হামলায় বেঁচে যাওয়ার পর বিদেশে সুস্থ হয়ে যখন মি. নাভালনি সাহসিকতার সাথে রাশিয়ায় ফিরে আসেন, তখন ক্রেমলিন নির্লজ্জভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে তাকে কারাবন্দি করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস আবারও “এক রাজনৈতিক প্রতিপক্ষকে বিষপ্রয়োগ করতে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিন্দা জানান, এবং দেশটির রাসায়নিক অস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে ঘোষণা করতে ও বন্ধ করতে ক্রেমলিনের প্রতি আহ্বান জানান”। অবিলম্বে নাভালনির মুক্তির আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র নাভালনির পরিবার, সহকর্মী, ও বিশ্বব্যাপী তার সমর্থকদের সাথে রয়েছে।
রাশিয়ার অন্যান্য সক্রিয়কর্মীরাও একই ধরণের পরিণতি ভোগ করেছেন। এপ্রিলে রুশ কর্তৃপক্ষ ভ্লাদিমির কারা-মুর্জাকে মস্কোতে তার অ্যাপার্টমেন্টের কাছের এক সড়ক থেকে গ্রেফতার করে। কারা-মুর্জা একজন গণতন্ত্রপন্থী প্রবক্তা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক। প্রশাসনিক বিধি লঙ্ঘনের একটি বানোয়াট অভিযোগে আটক থাকা অবস্থায়, তারা তার বিরুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে “ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য প্রচারের” অভিযোগ দায়ের করে। কারা-মুর্জা বর্তমানে বিচারপূর্ব আটকাবস্থায় রয়েছেন এবং দোষী সাব্যস্ত করা হলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এটিই প্রথম এমন ঘটনা নয় যখন ক্রেমলিন কারা-মুর্জার বিরুদ্ধে লেগেছে। তাকে দুইবার বিষপ্রয়োগ করা হয়েছিল, প্রথমবার ২০১৫ সালে ও দ্বিতীয়বার ২০১৭ সালে, যার ফলে তিনি কোমা’য় চলে গিয়েছিলেন। সাধারণত, তাকে হত্যার এই চেষ্টাগুলোকে ম্যাগনিটস্কি আইন বিষয়ে তার অবদানের জন্য রাশিয়ার সরকারের প্রতিশোধ বলে ধারণা করা হয়ে থাকে। ঐ আইনটি রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনকারীদের উপর নির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করে।
ইউক্রেনে আবারও আক্রমণ আরম্ভ করার পর থেকে ক্রেমলিন ভিন্নমত পোষণকারী ও রাশিয়ার গণমাধ্যমের উপর নিজেদের দমনপীড়ন বৃদ্ধি করেছে। এর মধ্যে বিস্তৃত সেন্সরশীপ আইনও রয়েছে, যেটিতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক মানুষজনের উপর যে নির্যাতন চালাচ্ছে, ক্রেমলিন রুশ জনগণকে তা জানা থেকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছে। এছাড়াও এই অন্যায় যুদ্ধে রুশ সামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের অনর্থক মৃত্যু সম্পর্কে জানতে তারা রুশ জনগণকে বিরত রাখতে চায়।
“অ্যালেক্সেই নাভালনি, ভ্লাদিমির কারা-মুর্জা, এবং রাশিয়ায় অন্যান্য রাজনৈতিক বন্দিসহ, রাশিয়ার হাজার হাজার এমন সাহসী নাগরিক, যারা ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও সত্যের মাধ্যমে ক্রেমলিনের মিথ্যার মোকাবেলা করছে, তাদের সাথে [যুক্তরাষ্ট্রের] সংহতির” বিষয়টিও পুনর্নিশ্চিত করেছেন মুখপাত্র প্রাইস।
[এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে]