সিরিয়ার সংঘাত নিরসনে একটি রাজনৈতিক সমাধানের আহ্বান

ফাইল- জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি রবার্ট উড

জাতিসংঘের মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গিয়ার পেডারসেন এর মতে, সিরিয়ার বেসামরিক নাগরিকদের জন্য ২০২৩ সালটি আরেকটি ভয়াবহ বছর ছিল, যারা আশঙ্কাজনক হারে নিহত, আহত, বাস্তুচ্যুত, আটক এবং অপহৃত হয় এবং আজ তা আঞ্চলিকভাবে বিস্তার লাভের ঝুঁকির সম্মুখীন।

“সিরীয় এবং অ-সিরীয় সকল গোষ্ঠীর সর্বোচ্চ সংযম রক্ষা করা জরুরি প্রয়োজন” এবং “দেশব্যাপী যুদ্ধবিরতির মাধ্যমে সিরিয়ায় এবং সিরিয়ার মধ্যে সংকটটির একটি স্থায়ী অবসান ঘটানোও প্রয়োজন।”

জাতিসংঘের যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি রবার্ট উড বলেন, “২০২৩ সাল শেষ হয়ে এসেছে, কিন্তু সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া হতাশাজনকভাবে অবরুদ্ধ রয়েছে এবং সিরিয়ার জনগণ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে, ১২ বছরেরও বেশি সময় ধরে, আসাদ সরকার সিরিয়ার জনগণের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়েছে। তার উপর, সিরীয়রা এখনও ফেব্রুয়ারিতে ঘটা ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব থেকে ভুগছে।

তা সত্ত্বেও গত কয়েক মাসে আসাদ সরকার রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়োজিত হওয়ার পরিবর্তে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের নিজস্ব জনগণের উপর আক্রমণ জোরদার করেছে।”

রাষ্ট্রদূত উড বলেন, “আমরা সবাই জানি যে এই যুদ্ধের জন্য আসাদ সরকার দায়ী”।

ডিসেম্বরের শেষের দিকে, "জাতিসংঘের সাধারণ পরিষদ সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-সহ-সমর্থিত একটি প্রস্তাবে ভোট দিয়েছে যা বিশ্বকে সেইসব অপব্যবহারের কথা মনে করিয়ে দেয় যেগুলো সিরিয়ার সরকার আমাদেরকে ভুলিয়ে দিতে চায়: রাসায়নিক অস্ত্রের ব্যবহার, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং অন্যান্য দুর্ব্যবহার, অন্যায্য আটক, জোরপূর্বক গুম এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা। আমরা শঙ্কিত প্রতিবেদনগুলো পেয়ে যে এই সহিংসতা ২০১৯ সালের পর থেকে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে”।

ইদলিবে সিরিয়ার সরকার ও রুশ আক্রমণের ফলে শত শত বেসামরিক মানুষের মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক।

তারা অবকাঠামোগুলোতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং মানবিক কার্যক্রমের প্রতি তারা যে হুমকি সৃষ্টি করেছে তা লক্ষ লক্ষ মানুষকে শীতের ঠান্ডা মাসগুলিতে ঝুঁকির মধ্যে ফেলেছে।”

রাষ্ট্রদূত উড বলেন, “আমরা সিরিয়ার সরকারকে অবিলম্বে নির্বিচারে আটক সকলের মুক্তির জন্য এবং হাজার হাজার নিখোঁজ ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের জন্য বারবার আহ্বান জানানোর জন্য জাতিসংঘের সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্রের সাথে যোগ দিচ্ছি,”একই সঙ্গে, “আঞ্চলিকভাবে এই অবস্থা ছড়িয়ে পড়ার বিষয়ে … আমরা উদ্বেগ প্রকাশ করছি।”

“আমাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং সংঘাতটির স্থায়ী সমাধানের জন্য একমাত্র কার্যকর রোডম্যাপ, প্রস্তাব ২২৫৪ এর সাথে সামঞ্জস্য রেখে সংঘাতের বিরুদ্ধে সিরিয়া-কেন্দ্রিক এবং সিরিয়া-নেতৃত্বাধীন সমাধান অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।”

রাষ্ট্রদূত উড বলেন, “সিরিয়ার জনগণ অনেক দিন ধরে অপেক্ষা করছে,”[তারা] তাদের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান সহ যে ভবিষ্যতের জন্য এত কঠিন লড়াই করেছে, তা তাদের প্রাপ্য।”

(এটি যুক্তরাষ্ট্র সরকারের অভিমত সম্বলিত সম্পাদকীয়)