যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর ও রোগ নিয়ন্ত্রন কেন্দ্র, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য অত্যাবশকীয় নয় এমন সব বিদেশ ভ্রমণ, স্থগিত করার পরামর্শ দিচ্ছেনI যদি সেই ভ্রমণ বিলম্বিত না করা যায়, তবে ২ বছর থেকে উর্ধ্বে , সকল যাত্রী, যুক্তরাষ্ট্রের নাগরিক, আইনসম্মত স্থায়ী অধিবাসী, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তাদেরকে অবশ্যই ৩ দিন আগে নেয়া, নেগেটিভে কভিড-১৯ 'র প্রমাণাদি দেখাতে হবে, অথবা কভিড-১৯ থেকে গত ৯০ দিনে আরোগ্যলাভ করেছেন, তা প্রমাণ করতে হবে I এসব প্রমাণাদিতে অন্তর্ভুক্ত থাকতে হবে, হ্যা'বোধক ভাইরাল পরীক্ষার ফলাফল এবং স্বাস্থ্য পরিচর্যা কর্মী বা স্বাস্থ্য কর্মকর্তার সত্যায়ন চিঠি, যাতে বর্ণিত থাকবে যে, এই যাত্রী ভ্রমণে সক্ষমI
পররাষ্ট্র দপ্তরের বিশেষ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্র মন্ত্রী, ইয়ান ব্রাউনলি কনস্যুলার ব্যুরো থেকে জানান, সকল বিদেশগামী যাত্রীকে, তাদের ভ্রমণ কর্মসূচি ব্যাপকভাবে ব্যাহত হতে পারে, সে জন্য অবশ্যই প্রস্তূত থাকতে হবেI যদি যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক প্রস্থানের সময় হ্যা'বোধক কভিড
পরীক্ষার ফলাফল দেখতে না পারেন, তবে যুক্তরাষ্ট্রে তার ফেরত আসা কয়েক সপ্তাহের জন্য বিলম্বিত হতে পারেI সেই সময়টাতে, তাদের থাকা-খাওয়া ও চিকিৎসা খরচ তাদের নিজেদের বহন করতে হবেI
তাই, ব্রাউনলি যুক্তরাষ্ট্রের নাগরিকদের তাদের বিদেশ ভ্রমণের কর্মসূচি পুনর্বিবেচনা করার পরামর্শ দিচ্ছেনI তবে ভ্রমণ যদি স্থগিত করা না যায়, তবে অপ্রত্যাশিতভাবে বিদেশে বেশি সময় থাকার জন্য, বিকল্প ব্যবস্থা,বা 'প্ল্যান বি' নেয়ার জন্য উৎসাহিত করা হচ্ছেI
রোগ নিয়ন্ত্রণ সেন্টারের বিশ্ব অভিবাসন ও কোয়ারেন্টিন বিভাগের পরিচালক, ড: মার্টি সিট্রন বলেন, ভাইরাস ও এর প্রজাতির বর্ধিত হুমকি মোকাবেলায় এসব পদক্ষেপ নেয়া হয়েছেI তিনি বলেন, তাঁর কথায়, নুতন প্রজাতির ভাইরাসের উত্থান, আমাদের প্রয়াসে, নুতন এক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, আর তাহলো, সংক্রমণের বিরুদ্ধে টিকা কর্মসূচিI
ড: সিট্রন বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বেচ্ছাপ্রণোদিত ভ্রমণ, যতদিন না সংক্রমণ নিয়ন্ত্রিত হচ্ছে বা টিকা কর্মসূচি ত্বরান্তিত হচ্ছে স্থগিত করা উচিতI
উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী, ব্রাউনলি বলেন, তাঁর কথায়, পররাষ্ট্র দপ্তর বিচক্ষণ ও বিজ্ঞানভিত্তিক উপায়ে মহামারীর বিরুদ্ধে অভিযানে প্রশাসনের প্রয়াস সমুন্নত রাখতে, প্রতিশ্রূতিবদ্ধ থাকবেI বহু দেশ বর্তমান মহামারীর নিরিখে তাদের ভ্রমণ সংক্রান্ত চাহিদার পরিবর্তন আনছে, যুক্তরাষ্ট্র আজ আমাদের সবাইকে নিরাপদ রাখতে, সেই দলে যোগ দিচ্ছে I
Your browser doesn’t support HTML5