যুক্তরাষ্ট্র সরকার, ভিয়েতনামের কর্তৃপক্ষ কর্তৃক ২০শে এপ্রিল তিনজন স্বতন্ত্র সাংবাদিক নুয়েন থান না, দোয়ান কিযেন গিয়াং, এবং নুয়েন ফুক ট্রুয়ং বাও এবং তাদের সহযোগী ট্রুয়ং চাউ হু দান'র ডিসেম্বর মাসে আটকের খবরে উদ্বেগ প্রকাশ করছেI এদের ৪ জনকেই ভিয়েতনামের পেনাল কোডের অধীনে ৩৩১ ধারা বলে, অভিযুক্ত করা হয়েছে, যে ধারা রাষ্ট্রীয় স্বার্থ লঙ্ঘনকারী গণতান্ত্রিক স্বাধীনতা হরণকে নিষিদ্ধ কোরে থাকেI এই অভিযোগে অপরাধী সাব্যস্ত হলে তাদের ৭ বছরের কারাদণ্ড হতে পারেI
ট্রুয়ং চাউ হু দান, ফেইসবুক ভিত্তিক স্বতন্ত্র সংবাদ মাধ্যম, বাও সাচ বা 'ক্লিন নিউজপেপার''র অন্যতম প্রতিষ্ঠাতা ও করদাতাI অলাভজনক স্বতন্ত্র প্রতিষ্ঠান , 'কমিটি তো প্রটেক্ট জার্নালিস্ট'র মতে, ২০২০ সালের ডিসেম্বরের ১৭ তারিখে, দানে'র গ্রেফতারের সময় 'ফেসবুকে' 'বাও সাচ' মাধ্যমের অনুসারীদের সংখ্যা ছিল, ১ লক্ষের ওপরেI তাঁর নিবন্ধে প্রকাশ পেতো দুর্নীতির খবর এবং দুশ্চরিত্র সরকারি কর্মকর্তাদের ছবিI
ট্রুয়ং দানের গ্রেফতারের পর, 'বাও সাচ'র ফেইসবুক পেইজ বন্ধ করে দেয়া হয়I পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস এক লিখিত বিবৃতিতে বলেন, ভিয়েতনামের সংবিধানে জনগণের মুক্ত ভাষা প্রকাশের যে অধিকার রয়েছে, এই ৪ জন সাংবাদিকের গ্রেফতার ও বিচার, সরকারের সর্ব সাম্প্রতিক আচরণের বেদনাদায়ক এক নজিরI
যুক্তরাষ্ট্র সরকার ভিয়েতনামের কর্তৃপক্ষের কাছে অন্যায়ভাবে আটককৃতদের মুক্তি এবং ভিয়েতনামের সকল জনগণকে মুক্ত ও ভয়ভীতি ছাড়া ভাষা প্রকাশের সুযোগ দিতে অনুরোধ জানাচ্ছেI তিনি বলেন তাঁর কথায়, আমরা ভিয়েতনাম সরকারের প্রতি তাদের আচরণকে ভিয়েতনামের সংবিধানে বর্ণিত মানবাধিকার ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ রাখার অনুরোধ জানাচ্ছিI
সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতার জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা অপরিহার্য্I লেখক, ব্লগার ও সাংবাদিকেরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ কোরে থাকেনI আমরা বিশ্বের সরকারসমূহ ও নাগরিকদের প্রতি তাদের সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ জানাচ্ছিI
Your browser doesn’t support HTML5