ইয়েমেনে চিরকাল যুদ্ধ চলতে পারে না 

  • VOA Policy

ইয়েমেনের নিরাপত্তা বাহিনী ও তল্লাশি দল এডেন বন্দরে বিস্ফোরণের পর আগুনে বিধ্বস্ত একটি গাড়ি পর্যবেক্ষণে নিয়োজিত, ফাইল ছবি, ১০ই অক্টোবর, ২০২১/ছবি সালেহ আল ওবাইদী/এএফপি

প্রেসিডেন্ট বাইডেন বর্ষীয়ান কূটনীতিক টিম লেন্ডারকিংকে তার দুটি লক্ষ্য হাসিলের জন্য এ বছরের গোড়ার দিকে ইয়েমেনে বিশেষ দূত হিসাবে মনোনীত করেছিলেন, যেমন ইয়েমেন সংঘাতের টেকসই সমাধানকে এগিয়ে নিয়ে যেতে এবং মানবিক সঙ্কটে পতিত দেশটির সংকট মোচনে অবিলম্বে পদক্ষেপ নিতেI

বিশেষ প্রতিনিধি লেন্ডারকিং বলেন "একটি ছাড়া আমরা অন্যটি পাবো নাI

এই যুদ্ধ বন্ধ করতে আমাদের সকল পক্ষকে, যোদ্ধাদের একত্রিত করতে হবে, কারণ এই লড়াই জনগণকে ঘরে ফিরতে বাধা দিচ্ছে, কৃষিকাজ ব্যাহত করছেI এটি যেনো মানুষের মূল মানবিক ধমনীগুলি নিস্তেজ ও ধ্বংস করে দিচ্ছে"I

ইয়েমেনের মানবিক সঙ্কট সেখানকার ৭ বছরের বেশি সময় ধরে যুদ্ধের কারণে সৃষ্ট, যা অর্থনীতি এবং মৌলিক পরিষেবাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যা ২০১৪ সালের যুদ্ধের আগেই ছিল অত্যন্ত ভঙ্গুরI ইয়েমেনের যুদ্ধ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেI সেখানকার অর্ধেক শ্রমিক শ্রেণী আজ বেকারI কৃষিকাজ, শিল্প উৎপাদন এবং দেশের সবচাইতে লাভজনক তেল, ও প্রাকৃতিক গ্যাস আহরণ ব্যাহত হয়েছেI

গত বছর সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির হার ছিল ২৬ শতাংশের ওপরে, তবে ৫ বছরের হিসাবে, বিশেষ করে খাদ্যের বেলায় তা আরো সঙ্কটজনকI ২০১৬ সালের ফেব্রুয়ারী থেকে ২০২০ সালের অক্টোবর সময়টাতে আটার দাম ১৩৩% ভেজিটেবল তেল ৯৬% এবং চালের দাম ১৬৪% বৃদ্ধি পায়I এই মূল্য বৃদ্ধির কারণে বেশির ভাগ ইয়েমেনি জনগণ বাজার করা থেকে বিরত থাকেন I আজ ৮০% ইয়েমেনি জনগণ আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীলI মানবিক সহায়তা সেখানে ব্যাপক দুর্ভিক্ষ এড়াতে এবং জীবন বাঁচাতে সহায়ক হয়েছেI শুধুমাত্র বিভিন্ন ইয়েমেনি দলগুলির মধ্যে টেকসই রাজনৈতিক নিষ্পত্তি এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ইয়েমেনের রাজনৈতিক সঙ্কটের সমাধান দিতে পারেI

বিশেষ দূত লেন্ডারকিং বলেন, "দেশের কিছু কিছু এলাকায় দোকানে খাদ্য থাকলেও, জনগণের তা কেনার সামর্থ্য নেই"I তিনি বলেন, "আমাদের প্রয়াস থাকবে রিয়ালের দাম আর কমতে না দেয়া এবং ইয়েমেনের সরকারি চাকুরীজীবিরা যা বেতন আশা করেন, তা যেন পেতে পারেন এবং তাদের কেনার ক্ষমতা বৃদ্ধি পায়"I

বিশেষ প্রতিনিধি লেন্ডারকিং বলেন, "চূড়ান্ত বিচারে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া সেই ভিত্তিতে রচিত, যা মানবিক সাড়া আকৃষ্ট করেছেI এটি ইয়েমেনি জনগণের অবদান, যারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধI এবং তা করতে তারা যেনো আন্তর্জাতিক সমাজের সহায়তা পান,তা আমাদের নিশ্চিত করতে হবে"I

"ইয়েমেনে চিরকাল যুদ্ধ চলতে পারে না, এটি এমন যার সমাধান দেয়া যেতে পারে"I


(এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিফলন ছিল)