উদযাপিত হোল থ্যাংক্সগিভিং ডে

১৬২১ সালের সেপ্টেম্বরের ২১ থেকে নভেম্বরের ১১ তারিখের মধ্যে ৫৩ জন ইংরেজ পুরুষ, মহিলা ও শিশু আজকের ম্যাসাচুসেটসের প্লিমাউথ কলোনিতে তাদের নুতন বাসস্থানের প্রথম ফলনের প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ, ৯০জন আদি আমেরিকানদের সঙ্গে একত্রে আহারের আয়োজন করেছিলেনI

তাদের কৃতজ্ঞতা প্রকাশের কারণ ছিল অনেক I কারণ, ঠিক এক বছর আগে, ১৬২০ সালের নভেম্বরের মাঝামাঝি ১২০ জন ঔপনিবেশক এবং তাদের ৩০ জন সহায়তাকারী গ্রূপের অধীনে, তারা ছিলেন একটি অংশ, যে গ্রূপটি 'মেফ্লাওয়ার' নামের একটি জাহাজে উত্তর আমেরিকার তীরে এসে নোঙ্গর করেছিলI এই গ্রূপের সদস্যরা ছিলেন খ্রীষ্টান ধর্মীয় বিচ্ছিন্নতাবাদী এবং বিপ্লবপন্থী সদস্য, তাই ইংল্যান্ডের সরকার তাদের তাদের নিজের দেশে, তাদের অবৈধ ঘোষণা করেI

ইউরোপে দমনের শিকার হয়ে তারা, কলোনী গড়তে ভার্জিনিয়ার পথে পাড়ি জমিয়েছিলেনI তবে শীতের তীব্রতা তাদেরকে তাদের গন্তব্য স্থান থেকে ৩৫০ কিলোমিটার বা ২২০ মাইল দূরে, কেপ কডে নোংগর করতে বাধ্য করেI তথাপি আশাবাদী এসব ঔপনিবেশ বসতকারীরা নির্ধারিত স্থান থেকে দূরে, মূল ভূখণ্ড, কেপ কডে বসতি গড়ার সিদ্ধান্ত নেন এবং তাদের একটি সম্প্রদায় গড়ে তোলেন যেখানে, তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস পালন ও রীতি নীতি মেনে বসবাস শুরু করেন I

সেই প্রথম বছরটি ছিল কষ্টকর এবং কলোনিটি শেকড় গড়ার আগেই তা, প্রায় নিঃশেষ হতে চলেছিল I এক বছরের মধ্যেই মোট বসতিকারীদের প্রায় অর্ধেক জনগণ, ক্ষুধা, রোগ এবং শীতের তীব্রতার কারণে মৃত্যুবরণ করেনI তবে গ্রীষ্মে আবার নুতন ফলন এলে, তাদের মুখে হাসি ফুটতে শুরু করে এবং শরতে ২২জন পুরুষ, ৪ জন মহিলা, ৯ জন কিশোর, ৫ জন কিশোরী এবং ১৩টি শিশু তাদের আদিবাসী, 'ওয়ামপানোয়াগ' প্রতিবেশীদের সঙ্গে উৎসবে শামিল হনI

'থ্যাংক্সগিভিং' কোথায় কোন রাষ্ট্রে প্রথম উৎযাপিত হয়েছিল ,ম্যাসাসুসেটস রাজ্য প্রথম তা দাবি করেনি I বহু ঐতিহাসিক দলিলে ইঙ্গিত মেলে যে, স্প্যানিশ অনুসন্ধানকারী ও ইংরেজ ঔপনিবেশিকেরা ফ্লোরিডা, টেক্সাস, মেইন এবং ভির্জিনিয়ায় ১৬২০ সালের বহু আগে, থ্যাংক্সগিভিং ধর্মীয় উৎসব একত্রে পালন করেছেনI যদিও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত উৎসব পালনের কথা শোনা যায়, তবে সেগুলি তেমন কিছু উল্লেখযোগ্য ছিলোনাI

তবে ম্যাসাসুসেটস রাজ্যের অবিরাম তদবিরের ফলশ্রূতিতে আধুনিক সময়ের 'থ্যাংক্সগিভিং' ১৮৬৩ সালে, প্রথমে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পৃষ্ঠপোষকতায় সরকারি ভাবে সকল রাজ্যে উৎযাপন করা শুরু হয় I এবং উৎযাপনের সেই সময়টিকে প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন ডেলানো রুজভেল্ট নভেম্বরের চতুর্থ সপ্তাহে নিয়ে যান I

সেইসব অভিবাসীরা 'থ্যাংক্সগিভিং'কে কৃতজ্ঞতার প্রার্থনাস্বরূপ পালন শুরু করেন, যারা স্থানীয় আদিবাসী প্রতিবেশীদের সহায়তা ছাড়া, খুব সম্ভৱতঃ উত্তর আমেরিকায় প্রথম বছরটি বেঁচে থাকতে পারতেন nI আজ যদিও 'থ্যাংক্সগিভিং' অনুষ্ঠান পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব বেষ্টিত ঐতিহ্যবাহী এক সমবেত অনুষ্ঠান হিসাবে পালিত হচ্ছে , তবে কভিড -১৯ মহামারীর স্বাস্থ্য ও ঝুঁকির কারণে এবার বহু পরিবার নিভৃত্বে, একাকী, ঘরে তা পালন করবেন, কৃতজ্ঞতা জানাবেন উজ্জ্বল ভবিষ্যতের সুযোগের সন্ধানের প্রত্যাশায়I

Your browser doesn’t support HTML5

উদযাপিত হোল থ্যাংক্সগিভিং ডে