১০ বছর ধরে, সিরিয়া তার জনগণের ওপর নিকৃষ্টতম দমন চালিয়েছে

প্রায় ১০ বছর ধরে, সিরিয়া তার জনগণের ওপর নিকৃষ্টতম দমন চালিয়েছে I বাসার আল আসাদসরকারের নের্তৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে ট্যাংক আর বন্দুকের গুলি ব্যবহার করা হয়েছেI জনগণের বিরুদ্ধে তারা গ্যাস ও বিস্ফোরক ভর্তি ব্যারেল বোমা নিক্ষেপ করেছে, যার কারণে সমগ্রজনবসতি এবং গ্রামের জনগণকে বিষাক্ত গ্যাস দিয়ে শ্বাসরুদ্ধ করা হয়েছে I সিরীয় জনগণকেঅত্যাচার চালিয়ে তাদের অঙ্গচ্ছেদ করা হয়েছে ,দুর্ভিক্ষের জ্বালায়, রাসায়নিক আর অগ্নিদগ্ধ হয়েসিরীয় জনগণের মৃত্যু হয়েছে I সিরিয়ায় জনগণ যুদ্ধেই শুধু প্রাণ হারাননি, আজো তারা সেখানেসরকারি বাহিনীর লক্ষ্যবস্তূI

ফলশ্রূতিতে যেখানে যুদ্ধ পূর্ববর্তী ২ কোটি ৩০ লক্ষ জনগণের মধ্যে প্রায় ৫ লক্ষ জনগণের মৃত্যুহয়েছে, ৬০ লক্ষ ৫০ হাজার জনগণ অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়েছেন এবং ৫ লক্ষ ৬০ হাজারজনগনকে শরণার্থী হয়ে পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নিতে হয়েছে I তবে এখন, এসব নৃশংসতারকারুকার, বাসার আল আসাদ শরণার্থীদের ঘরে ফিরে আসার আওভান জানিয়েছেন I তাঁর সেইডাকে সাড়া দিতে এবং তা কার্যকর করতে সমর্থন ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন I

সিরিয়া ও রাশিয়ার যৌথ আয়োজিত দামেস্কের শরণার্থী সম্মেলনে আসাদ ও পুতিন উভয়েই দাবিকরেন যে, সেখানে গৃহযুদ্ধের অবসান হয়েছে এবং দেশের বহু যুদ্ধপীড়িত এলাকায় এখন শান্তিবিরাজ করছে I রাশিয়ার দাবি যে শরণার্থীদের ঘরে ফেরার আগে যুদ্ধপীড়িত দেশটিতে পুনর্গঠনেরকাজ শুরু করতে হবে I রাশিয়ার দাবি যে শরণার্থীরা তখনি শুধু ঘরে ফিরবেন ,পশ্চিমি দেশগুলিযদি সিরিয়ার পুনর্গঠনে রাজি হয় I রাশিয়ার তরফে যা হবে, তাদের কোম্পানিগুলিকে লাভজনককন্ট্রাক্ট পাইয়ে দিয়ে অর্থ উপার্জনের এক নির্লজ্জ প্রয়াস I

আসাদের প্রতিশ্রূতিতে শরণার্থীদের এখন আর আস্থা নেই I পশ্চিমি দেশগুলিও এই যুক্তি মানছে নাI তারা জোর দিয়ে বলেছে পুনর্গঠন সম্পর্কিত অর্থ তখনি দেয়া হবে, যদি সকল রাজনৈতিক বন্দিদেরমুক্তি এবং সকল সিরীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে বৈধবলে স্বীকৃতি দেয়া হয়I

পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র, কেইল ব্রাউন লিখিত বিবৃতিতে বলেন, রুশ সমর্থনপুষ্ট আসাদসরকার সিরিয়া সংঘাতের অবসানের মিথ্যা দাবি প্রতিষ্ঠিত করতে লক্ষ লক্ষ ঝুঁকিপূর্ণ শরণার্থীদেররাজনীতির পুতুল হিসাবে ব্যবহার করতে চায়I

তিনি আরো বলেন, তাদের ৫ লক্ষ নিরীহ জনগণের মৃত্যু, বহু হাসপাতালে বোমা বর্ষণ, লক্ষ লক্ষজনগণের কাছে মানবিক সহায়তা দানের অস্বীকৃতির জন্য আসাদ সরকার দায়ী থাকবে I সরকারেরএসব পদক্ষেপের কারণে শরণার্থীদের নিরাপদে ঘরে ফেরার সময় তাদেরকে বিশ্বাস করা যাবে নাএবং বাসার আল আসাদকেও পুনর্গঠন মূলক আন্তর্জাতিক অর্থ ব্যবহারে ক্ষমতা ধরে রাখতে দেয়াযাবে নাI

যুক্তরাষ্ট্র সরকার সিরীয় জনগণের কল্যানে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ প্রস্তাবের প্রতিপ্রতিশ্রূতিবদ্ধ এবং সেটাই হতে পারে সিরীয় সংঘাতে একমাত্র রাজনৈতিক সমাধানI

Your browser doesn’t support HTML5

১০ বছর ধরে, সিরিয়া তার জনগণের ওপর নিকৃষ্টতম দমন চালিয়েছে