বার্মার সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ

বার্মার সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ

হেলা ফেব্রুয়ারী, সামরিক অভ্যুথানের পর, শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি বার্মার নিরাপত্তা বাহিনী, ২০শে ফেব্রুয়ারী মান্দালয়ে গুলি চালালে দুজন নিহত ও কয়েক ডজন লোক আহত হনI সামরিক বাহিনীর অভিযানে অন্যান্য আরো দুজন নিহত হয়েছেনI

বিক্ষোভকারীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর নৃশংস দমনের জবাবে, যুক্তরাষ্ট্র, বার্মার সেনাবাহিনীর অতিরিক্ত আরো দুজনকে শনাক্ত করেছে I এরা হচ্ছেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের দুজন সদস্য, মাউং মাউং ক্যাও এবং মো মায়িন্ট তুনI এই নিষেধাজ্ঞা বলে, যুক্তরাষ্ট্রের আওতাধীন তাদের যে কোনো সম্পদ বা স্বার্থ বাজেয়াপ্ত করা হবে এবং যুক্তরাষ্ট্রের কাউকে তাদের সঙ্গে কোনো লেন-দেন করতে দেয়া হবে নাI ১১ই ফেব্রুয়ারী ৩টি তেল ও গ্যাস কোম্পানি ও সামরিক বাহিনী ও জান্তার প্রধান, জেনারেল মিন আউং হ্লেইংসহ ১০ জন বর্তমান ও প্রাক্তন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর পরই, এসব নিষেধাজ্ঞা আরোপিত হয়I

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন, নিরস্ত্র প্রতিবাদকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর নৃশংস হামলার নিন্দা জানানI এছাড়াও তিনি, চলমান গ্রেফতার ও শত শত রাজনৈতিক, মানবাধিকার সক্রিয়বাদী ও শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আটকের নিন্দা জানানI পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, সেইসব বার্মার জনগণের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন, যারা সামরিক অভ্যুথানকে প্রত্যাখ্যান করতে সারা দেশ থেকে সাহস আর প্রত্যয়ের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন এবং গণতান্ত্রিক সুশাসন, শান্তি ও আইনের শাসনে ফিরে যেতে ইচ্ছার কথা ব্যক্ত করেছেনI

বার্মায় সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর, প্রায় প্রতি দিনই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যে বিক্ষোভে শামিল হয়েছেন বড় বড় শহরের রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ প্রতিবাদী জনতাI বার্মার সামরিক বাহিনী এক বছর ব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয় কাউন্সিলর অন সান সূচি, প্রেসিডেন্ট উইন মায়িন্ট এবং অন্যান্য শীর্ষ বেসরকারি কর্মকর্তাদের গৃহবন্দী করে রেখেছেI

যুক্তরাষ্ট্র, তার অংশীদার ও মিত্রদের সঙ্গে ঘনিষ্ট সমন্বয় সাধন করে, সামরিক সরকারকে জানিয়েছে যে, এই অভ্যুথান, এই সহিংসতা গ্রহণযোগ্য নয় এবং সামরিক বাহিনীকে অবশ্যই আটককৃতদের মুক্তি দিতে হবে, আরো সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত অসামরিক সরকারকে পুনর্বহাল করতে হবেI

পররাষ্ট্রমন্ত্রী, ব্লিঙ্কেন সামরিক ও পুলিশ বাহিনীর প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সব ধরণের হামলা বন্ধে, অন্যায়ভাবে আটককৃত সবাইকে অতি সত্তর মুক্তি দিতে, সাংবাদিক ও সক্রিয়বাদীদের বিরুদ্ধে হামলা ও ভয়-ভীতি প্রদর্শন বন্ধ করতে এবং গণতান্ত্রিভাবে নির্বাচিত সরকার পুনর্স্থাপন করার অনুরোধ জানানI
যুক্তরাষ্ট্র, সামরিক অভ্যুথান ও সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের দোষী সাব্যস্ত করতে আন্তর্জাতিক অংশীদারদের বৃহত্তর কোয়ালিশনের সঙ্গে কাজ করে যাবেI পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, সহিংসতায় যারা উসকানি দেবে এবং জনগণের ইচ্ছাকে দমিয়ে দেবে,আমরা তাদের বিরুদ্ধে অতিরিক্তব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবো নাI আমরা বার্মার জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করতে ক্ষান্ত হবো নাI

Your browser doesn’t support HTML5

বার্মার সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ