যুক্তরাষ্ট্র সরকার, বেলারুশের বিরোধী সদস্য, মারিয়া ক্যালেসনিকাভা ও মেক্সিম জানাককে উদ্দেশ্য প্রনোদিতভাবে দণ্ডাদেশ ও কারাদণ্ড দেয়ার সমালোচনা করেছেI 'আন্তর্জাতিক মহিলা সাহসিকতা পুরস্কার' বিজয়িনী, মারিয়া ক্যালেসনিকাভাকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছেI ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো'র প্রতি চ্যালেঞ্জ জানানো প্রার্থীদের সমর্থন জানালে তিনি তাঁর সাহসিকতার জন্য বিপুল জনসমর্থন লাভ করেনI মি: জানাক, যিনি রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছিলেন, তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে I তারা উভয়েই বিচারের আগেই প্রায় ১ বছর ধরে আটক রয়েছেনI
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন বলেন, এসব কারাদণ্ড বেলারুশের জনগণের মানবাধিকারসহ অন্যান্য অধিকারের প্রতি লুকাশেঙ্কো সরকারেরচরম অশ্রদ্ধার আরো প্রমাণ হিসাবে চিহ্নিত হবেI মিস ক্যালেসনিকাভা এবং মি: জানাকের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে, সেখানে স্বচ্ছ বিচার তাদের প্রাপ্য, যা তারা পান নিI
অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ (OSCE )'র একটি অংশগ্রহণকারী রাষ্ট্র হিসাবে বেলারুশ স্বতন্ত্র ও নিরপেক্ষ স্বচ্ছ বিচার এবং ভাষা প্রকাশ এবং শান্তিপূর্ন সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিশ্রুতিবদ্ধI বেলারুশের প্রতিটি নাগরিকের মত মিস ক্যালেসনিকাভা ও মি: জানাক বেলারুশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা অনুযায়ী আইনিভিত্তিক একটি স্বচ্ছ ও স্বতন্ত্র বিচারের দাবিদারI
যুক্তরাষ্ট্র সরকার বেলারুশের জনগণের গণতান্ত্রিক, ও একটি মুক্ত ও স্বাধীন দেশে সমৃদ্ধশালী ভবিষ্যতের ইচ্ছার প্রতি সমর্থন জানাচ্ছে I ৫ই অগাস্ট, যুক্তরাষ্ট্র একটি নির্বাহী আদেশ জারি করে, যার মাধ্যমে লুকাশেঙ্কো সরকারকে গণতন্ত্র , মানবাধিকার লঙ্ঘন,আন্তঃদেশীয় নিপীড়ন এবং দুর্নীতির জন্য দায়ী করা হয়েছেI
পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বেলারুশের জনগণের ওপর দেশের অভ্যন্তরে ও বাইরে নিপীড়ন অভিযান বন্ধের এবং ক্যালেসনিকাভা ও মি: জানাকসহ সকল রাজনৈতিক বন্দিদের অবিলম্বে ও শর্তবিহীন মুক্তির আবেদন পুনর্ব্যক্ত করেনI তিনি বলেন, এখন সময় হয়েছে বেলারুশ কতৃপক্ষের গণতান্ত্রিক বিরোধী দল ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে অর্থবহ সংলাপে নিয়োজিত হওয়া, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরদারিতে মুক্ত ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক হবেI