ভেনেজুয়েলার জনগণের জন্য জীবন রক্ষাকারী সহায়তা

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড ভেনেজুয়েলার জনগণের অর্থনৈতিক সঙ্কট মোচনে মানবিক সহায়তা বাবদ ৪ কোটি ৭০ লক্ষ ডলার সহায়তার কথা ঘোষণা করেছেনI 

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড ভেনেজুয়েলার জনগণের অর্থনৈতিক সঙ্কট মোচনে মানবিক সহায়তা বাবদ ৪ কোটি ৭০ লক্ষ ডলার সহায়তার কথা ঘোষণা করেছেনI ভেনেজুয়েলার জনগণের অর্থনৈতিক সঙ্কটের জন্য দায়ী মাদুরো সরকার ও তার সহযোগীরা; যার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, লক্ষ লক্ষ জনগণ তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং ভেনেজুয়েলার অভ্যন্তরে এখন লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন মানবিক সহায়তারI জুনের মাঝামাঝি ভেনেজুয়েলার শরণার্থী ও অভিবাসীদের সঙ্গে সংহতি প্রকাশ করে যে ভার্চুয়াল আন্তর্জাতিক দাতা সম্মেলন অনুষ্ঠিত হয়, তাতে তিনি এই ঘোষণা দেনI

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত, তেল-সমৃদ্ধ ভেনেজুয়েলা ছিল ল্যাটিন আমেরিকার অন্যতম সমৃদ্ধশালী দেশ, যারা ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনীতি বলে গর্ববোধ করতোI তবে বিগত দশকে বা এরকম সময়ে নিকোলাস মাদুরো সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ভেনেজুয়েলা অর্থনৈতিক সঙ্কটে পতিত হয়I আজ ৩ জনের মধ্যে ১জন ভেনিজুয়েলান খাদ্য অনিশ্চয়তায় রয়েছেন, চিকিৎসা-সেবা সেখানে প্রায় ভেঙ্গে পড়েছে এবং ভেনেজুয়েলার জনগণের মানবিক সঙ্কট নিরসনের কোনো সুরাহা চোখে পড়ছে নাI তাই বৃহৎ সংখ্যায় জনগণ দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেনI ২০১৫ সাল থেকে ভেনেজুয়েলার ৩০ কোটি লোকের মধ্যে, ৫০ লক্ষ ৬০ হাজার লোক দেশ ছেড়ে পালিয়ে গেছেI

নতুন ঘোষিত এই অর্থায়ন, যেসব ভেনেজুয়েলার নাগরিক ১৭টি দেশে পালিয়ে গেছেন এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন তাদের সহায়তায় দেয়া হবেI এই অর্থ সাহায্য ভেনেজুয়েলার অভ্যন্তরে ৭০ লক্ষ দুস্থ ভেনেজুয়েলানদের দেয়া হবে যাদের সহায়তা অত্যন্ত আবশ্যক।

রাষ্ট্রদূত টমাস- গ্রিনফিল্ড বলেন, এই নতুন অর্থায়নের মাধ্যমে ভেনেজুয়েলার জনগণ জীবনরক্ষাকারী ও অত্যাবশ্যকীয় সহায়তা যেমন, খাদ্য, স্বাস্থ্য-পরিচর্য্য, বিশুদ্ধ পানীয় জল,জরুরি আশ্রয়, আইনি ও নিরাপত্তামূলক পরিষেবা এবং জীবিকা নির্বাহের মত ব্যাপক সহায়তা লাভ করবেনI

এই অর্থায়ন মহিলা, যুবক, উভয়-লিঙ্গের মানুষ , স্থানীয় লোকজন এবং কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত লোকজনসহ ঝুঁকিপূর্ণ গ্রূপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করবেI রাষ্ট্রদূত টমাস- গ্রিনফিল্ড বলেন, আজ আমি ভেনেজুয়েলার শরণার্থী ও অভিবাসী, যেসব দেশ তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং ভেনেজুয়েলায় এখনো যারা বিপর্যয়কারী মানবিক সঙ্কটে রয়েছেন, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি I এছাড়াও, আমি সঙ্কটের একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের প্রতি আমার প্রতিশ্রুতি পুণর্ব্যক্ত করছিI যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলার জনগণের গণতন্ত্র ও আইনের শাসন পুণঃর্প্রতিষ্ঠার সংগ্রামে, সহায়তা দিতে দৃঢ়ভাবে অবিচল থাকবেI