ভেনেজুয়েলায় অবৈধ প্রেসিডেন্ট, নিকোলাস মাদুরো ও তাঁর অবৈধ সরকারের সদস্যরা যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকরI সেই লক্ষ্য হাসিলে তারা, ভেনেজুয়েলার গণতান্ত্রিক ধারা বিনষ্ট করতে চলেছেI তাঁর উৎকৃষ্ট প্রমান, ৬ই ডিসেম্বর নির্ধারিত সংসদীয় নির্বাচনকে দুর্নীতিগ্রস্ত করার মাদুরোর কর্মসূচিI
পহেলা জুলাই, জাতীয় নির্বাচন কাউন্সিল ৬ই ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করেI অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জুয়ান গাইদো তখন সরকারিভাবে ঘোষণা করেন, যে, এই নির্বাচন অবৈধ, কারণ মাদুরো নিয়ন্ত্রিত সর্বোচ্চ আদালত, অবৈধভাবে কাউন্সিলের সদস্যদের মনোনীত করেছে I তাই মাদুরোর বিরোধিতাকারীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন নাI অন্তর্বর্তী কালীন প্রেসিডেন্ট গাইদো 'র সমর্থনে ৩৭টি বিরোধী পার্টি ও ১০৭টি সুশীল সংগঠন জানিয়ে দেয়, যে তারা এই প্রক্রিয়া বর্জন করবেI তারা জানায় যে, জালিয়াতিপূর্ণ মাদুরো'র নির্বাচনে অংশ গ্রহণ করা হবে, স্বৈরশাসকের কর্মসূচিকে সহযোগিতা করার শামিলI
ভেনেজুয়েলায় সংঘবদ্ধ রাজনৈতিক বিরোধিতার জবাবে, অবৈধ মাদুরো সরকার, বিরোধী দলের বহু নের্তৃত্বে বদল এনেছে এবং বিরোধী মাদুরো কোয়ালিশনের সদস্য হিসাবে মুখোশধারী অনুগতদের বসিয়েছে I
এসব মাদুরো অনুগতরা চারটি বৃহৎ পার্টির ৩টিতে নেতৃত্ব দাবি করেছেI এদের প্রতিটি ক্ষেত্রে মাদুরো নিয়ন্ত্রিত সুপ্রিম বিচার আদালত. মাদুরো'র সমর্থনে রায় দিয়েছেI অবৈধ মাদুরো সরকারের দালালরা, বহু বিরোধী দলের নের্তৃত্বে পরিবর্তন এনেছেI ফলশ্রূতিতে এসব মুখ্য বিরোধী দলের হারিয়ে যাওয়া পরিচিতি, তাদের নির্বাচনী এলাকার সমস্যার কথা আর তুলে ধরে না I এরা দুর্নীতিগ্রস্ত এবং এক পুতুল বিরোধী ব্লক গড়ে তুলেছেI এই তিনটি বিরোধী দল, ৬ই ডিসেম্বরের সংসদীয় নির্বাচনে অংশ নেবার কথা নিশ্চিত করেছেI
যুক্তরাষ্ট্র রাজস্ব বিভাগ ১৩৬৯২ নির্বাহী আদেশ বলে, ভেনেজুয়েলার জনগণকে মুক্ত ও অবাধ নির্বাচনে তাদের পছন্দসই নেতা নির্বাচনে, মাদুরো'র পরিকল্পনায় কূ-তৎপরতায় নিয়োজিত, পুতুল বিরোধী পার্টির নেতাদের চিহ্নিত করেছেI এরা হলেন, হোসে বারনাবে গুটেরেজ পারা, তার ভাই, মিগুয়েল আন্তোনিও হোসে পোনেন্টে পারা, গুইলার্মো আন্তোনিও লুকাস ওসোরিও, চাইম হোসে বুকারান পারাগুয়ান এবং উইলিয়ামস হোসে বেনাভিদেশ রোনদোনI
রাজস্বমন্ত্রী, স্টিভেন মেনুচিন বলেন, তাঁর কথায় "যুক্তরাষ্ট্র, মাদুরো সরকার ও তার সমর্থকদের তাদের নির্লজ্জ দুর্নীতি কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত করতে প্রতিশ্রূতিবদ্ধ, যাতে নিশ্চিত হয় যে তারা যা আশা করেন, সেই অবাধ ও মুক্ত নির্বাচনে অংশ নিতে পারবেনI
যুক্তরাষ্ট্র সরকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, হুয়ান গাইদো ও গণতন্ত্রের বীর সৈনিকদের গণতান্ত্রিক ভেনেজুয়েলা অর্জনের লক্ষ্যে, তাদের সাফল্যের পাশে থাকবেI
Your browser doesn’t support HTML5