Accessibility links

Breaking News

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক রিপোর্ট প্রকাশিত


আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা, ড্যানিয়েল নাদেল
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা, ড্যানিয়েল নাদেল

পররাষ্ট্র দপ্তর সম্প্রতি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে ২৩তম রিপোর্ট প্রকাশ করেছেI আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা, ড্যানিয়েল নাদেল বলেন, এই রিপোর্টে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতার উন্নয়ন ও তা রক্ষায় যুক্তরাষ্ট্রের অবারিত প্রতিশ্রূতি ব্যক্ত হয়েছেI  

পররাষ্ট্র দপ্তর সম্প্রতি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে ২৩তম রিপোর্ট প্রকাশ করেছেI আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা, ড্যানিয়েল নাদেল বলেন, এই রিপোর্টে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতার উন্নয়ন ও তা রক্ষায় যুক্তরাষ্ট্রের অবারিত প্রতিশ্রূতি ব্যক্ত হয়েছেI

শীর্ষ কর্মকর্তা নাদেল বলেন, এটা নৈতিকভাবে অবশ্য পালনীয়I তিনি বলেন, আমরা এমন একটি দেশ, যেখানে, আমরা প্রথম সংশধোনী ধারার মাধ্যমে প্রভূত সুরক্ষা পেয়ে থাকি এবং স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা থাকে অন্যান্যদের সঙ্গে সেই অফুরন্ত অভিজ্ঞতা ভাগাভাগি করাI

নাদেল বলেন, উদাহরণস্বরূপ, আমরা দেখেছি ধর্মীয় ভাষণ বা ভাষা প্রকাশকে অপরাধীকরণ বা সীমিত করা, সহিষ্ণুতা বা ধর্মীয় সম্প্রীতি উন্নয়নের জন্য ভালো কোন পন্থা নয়I তিনি বলেন, ধর্ম নিন্দা আইন সাধারণত ক্ষতিকারক হয়ে থাকেI তিনি বলেন যে আইন, জনগণ কি পরিধান বা ধর্মীয় প্রতীক পরবে বা পরবে না, ধর্মান্ধকরণকে অপরাধিকরণ করবে এবং বাবা মাকে তাদের শিশুদের ধর্মীয় শিক্ষা দেবার ক্ষমতাকে সীমিত করবে, তা নিয়েও আমরা উদ্বিগ্নI

ড্যানিয়েল নাদেল বলেন, বাস্তবিকই সরকার যদি ধর্মীয় জীবনধারাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করে, তবে তা জনগণকে সরকার থেকে বিচ্ছিন্ন করে ফেলে, যা সহিংসতা বৃদ্ধির সম্ভাবনাকে বাড়িয়ে তোলেI
বহু দেশের কর্তৃপক্ষ ধর্মীয় সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা, লিপিবদ্ধ আইনের মাধ্যমে ধর্মীয় রীতিনীতি প্রকাশের ওপর সীমাবদ্ধতা অব্যাহত রেখেছেI তাই এখন আমরা বেশি করে দেখি বিভিন্ন সরকারসমূহ একই পন্থা ইন্টারনেট ব্যবহারকারীদের বেলায় প্রয়োগ করেন, যেখানে কর্মকর্তারা অত্যন্ত গভীরভাবে তাদের পর্যবেক্ষণ করেন এবং কঠোরভাবে অনলাইনে ধর্মীয় অভিব্যক্তি সেন্সর এবং ধর্ম বা বিশ্বাস সম্পর্কে ভাষণে নিয়োজিত ব্যক্তিদের গ্রেফতার এবং হয়রানি করে থাকেনI

ড্যানিয়েল নাদেল হুশিয়ার করে দেন যে, বিশ্বকে সারা বিশ্বজুড়ে সম্ভব্য গণ নৃশংসতার আগাম হুঁশিয়ারি সম্পর্কে সজাগ থাকবে হবেI তিনি বলেন, এই কয়েক বছর আগে আইসিস দলের উত্তরাঞ্চলীয় ইরাক ও সিরিয়ায় ইয়াজিদি, খ্রীষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর গণহত্যা আমরা প্রত্যক্ষ করেছিI

তিনি বলেন, তাঁর কথায় বার্মার সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গ্যা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগোষ্ঠী নিধনসহ ব্যাপক নৃশংসতা আমরা দেখেছিI এবং চীন সরকার মানবতার বিরুদ্ধে অপরাধ ও উইঘুরস মুসলমান ও শিনজিয়াংয়ে অন্যান্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা অব্যাহত রেখেছেI

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা' দপ্তরের শীর্ষ কর্মকর্তা, ড্যানিয়েল নাদেল বলেন, যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতার উন্নয়নে ইতিবাচক এবং শাস্তিমূলক দুটি পদক্ষেপ নিতেই প্রতিশ্রূতিবদ্ধI পৃথিবীর বহু জনগণ ও সম্প্রদায় যাদের গল্পকথায় সমৃদ্ধ হয়েছে এই রিপোর্ট, আপনাদের কাছে আমাদের বার্তা "আমরা আপনাদেরকে দেখি, আমরা শুনি এবং আমরা ক্ষান্ত হবো না, যতদিন আপনারা শান্তি ও সম্ভ্রমের সঙ্গে বসবাস করবেন"I

XS
SM
MD
LG