Accessibility links

Breaking News

আফগানিস্তান ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা হ্রাসের ঘোষণা


আফগানিস্তান ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা হ্রাসের ঘোষণা
আফগানিস্তান ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা হ্রাসের ঘোষণা

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, ক্রিস্টোফার মিলার, ১৭ই নভেম্বর আফগানিস্তান ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা হ্রাসের ইচ্ছার কথা ঘোষণা করেনI 

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, ক্রিস্টোফার মিলার, ১৭ই নভেম্বর আফগানিস্তান ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা হ্রাসের ইচ্ছার কথা ঘোষণা করেনI ২০২১ সালের ১৫ই জানুয়ারির মধ্যে উল্লেখিত দুটি দেশে ২,৫০০ সেনা অবস্থান করবেI ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাঁর কথায়, এই সিদ্ধান্ত আমাদের প্রতিষ্ঠিত কর্মসূচি ও কৌশলগত লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যাতে আমেরিকান জনগণের সমর্থন রয়েছে এবং যা যুক্তরাষ্ট্রের নীতি বা লক্ষ্যতে কোনো পরিবর্তন আনবে নাI তিনি আরো বলেন, যেসব দেশপ্রেমিক দেশের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন এবং তাদের সঙ্গীরা তাদের সেই ত্যাগ স্বীকারে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাবেন, আমরা তাদের কাছে ঋণীI

তিনি বলেন, তাঁর কথায়, একত্রিত হয়ে আমরা ৬,৯০০ আমেরিকান সেনা, যারা আফগানিস্তান ও ইরাকে জীবন দিয়েছেন তাদের শোকে আজ ব্যথিত I এবং যে ৫২,০০০'র অধিক সেনা সদস্য দৃশ্য বা অদৃশ্যভাবে যুদ্ধের ক্ষত আজ বয়ে বেড়াচ্ছেন, তাদের আমরা কখনো ভুলবো না I

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মিলারের সঙ্গে টেলিফোনে সংলাপে, আফগানিস্তানের শান্তির লড়াইয়ে অংশ নেয়া, প্রতিটি আমেরিকান সেনা সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনI যুক্তরাষ্ট্র সরকার ইসলামিক রিপাবলিক এবং তালিবানদের মধ্যেকার শান্তিআলোচনার প্রতি সমর্থন দিয়ে যাবে, যুদ্ধ বন্ধে রাজনৈতিক সমাধানে পৌঁছাবার সেটাই হবে সর্বোত্তম সুযোগI

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, মিলার বলেন, আমেরিকান এবং তাঁর অংশীদারদের রক্ষায় যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে প্রস্তূত থাকবেI প্রতিরক্ষামন্ত্রী মিলার বলেন তাঁর কথায়, যুক্তরাষ্ট্র সেনা বাহিনী আমেরিকান জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বে আমাদের সহমনা অংশীদার ও মিত্রদের সহায়তায় প্রতিশ্রূতিবদ্ধ থাকবেI যদি সন্ত্রাসী শক্তি, অস্থিতিশীলতা, দ্বন্দ্ব, বিভাজন এবং ঘৃণা আমাদের প্রয়াসের বিরুদ্ধে ইচ্ছাকৃত অভিযান শুরু করে, তবে আমাদের প্রয়োজনীয় সামর্থ দিয়ে তাঁর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবোI

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন,আমেরিকান সেনাদের ঘরে ফিরে এনে আমরা এই প্রজন্মের যুদ্ধের অবসান ঘটাবোI এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ভারী বোঝা থেকে আমাদের সন্তান-সন্ততিদের রক্ষা করবো এবং আফগানিস্তান, ইরাক তথা সারা বিশ্বজুড়ে শান্তি ও সেবায় উৎসর্গকৃতদের প্রতি শ্রদ্ধা এবং যারা দমনের বিরুদ্ধে স্বাধীনতা হাসিল করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করবোI

আফগানিস্তান ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা হ্রাসের ঘোষণা
please wait

No media source currently available

0:00 0:02:35 0:00


XS
SM
MD
LG