Accessibility links

Breaking News

ইয়েমেনের মানবাধিকার সঙ্কট এখন বিশ্বের নিকৃষ্টতম- জাতিসংঘ


ইয়েমেনের মানবাধিকার সঙ্কট এখন বিশ্বের নিকৃষ্টতম- জাতিসংঘ
ইয়েমেনের মানবাধিকার সঙ্কট এখন বিশ্বের নিকৃষ্টতম- জাতিসংঘ

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনের মানবাধিকার সঙ্কট এখন বিশ্বের নিকৃষ্টতমI ২০১৫ সালে সে দেশে সংঘাত শুরুর আগেই ইয়েমেন ছিল একটি দরিদ্র দেশI তবে ইরান প্ররোচিত ও সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যেকার চলতি লড়াই, সেখানে ব্যাপক ধ্বংস সাধন করেছেI

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সাম্প্রতিক এক বিবৃতিতে জানান, হুথিদের সমর্থনে ইরানের সহায়তা, ইয়েমেন সংঘাতে ইন্ধন জুগিয়েছে এবং অস্থিতিশীলতা বৃদ্ধি করেছেI ইরানের ইসলামিক রেভুলুশনারি গার্ড কোর বা IRGC -QF 'র নের্তৃত্বে এই সহায়তা প্রদান করা হয়I সন্ত্রাসবাদ ও বিদ্রোহীদের সহায়তায় ইরান সরকারের নীতি বাস্তবায়নে সরকারের শীর্ষ অঙ্গ সংগঠন হচ্ছে, IRGC QF বাহিনীI

৮ই ডিসেম্বর, যুক্তরাষ্ট্র, ইরানের IRGC - কুদস ফোর্সের অফিসার, হাসান ইরলুকে শনাক্ত করে, যাকে ইরান সরকার, সাম্প্রতিক সময়ে হুথি বিদ্রোহীদের কাছে সরকারের দূত হিসাবে পাঠিয়েছিলI যুক্তরাষ্ট্র রাজস্ব দপ্তর, যেমন তাদের বিবৃতিতে জানায়, ইরানই হচ্ছে একমাত্র দেশ, যারা তথাকথিত হুথিদের স্বীকৃতি, নিয়োগ এবং হুথিদের নিমিত্ত তথাকথিত প্রতিনিধিত্বকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছেI বহু বছর ধরে ইরানের প্রতিনিধি, ইরলু, হুথিদের কাছে আধুনিক অস্ত্র-সস্ত্র প্রেরণ ও তাদের প্রশিক্ষণ দিয়েছেI দূত, ইরলু, প্রাক্তন IRGC-QF কমান্ডার, প্রয়াত কাসেম সুলেইমানির সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিলোI হাসান ইরলু, ইরানে হেজবুল্লাহ সদস্যদেরকেও প্রশিক্ষণ দিয়েছেI

পররাষ্ট্রমন্ত্রী, পম্পেও ঘোষণা করেন, ইরান, হাসান ইরলুকে ইয়েমেন পাঠিয়ে হুথিদের প্রতি সহায়তা বৃদ্ধির ইচ্ছা ব্যক্ত করেছে এবং মধ্যস্থতার সমাধানে পৌঁছাতে, আন্তর্জাতিক প্রয়াসকে আরো জটিল করে তুলেছেI তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অর্জনে এবং রাজনৈতিক সমাধানে পৌঁছাতে, প্রয়াসকে সহায়তা দিয়ে যাবেI

যুক্তরাষ্ট্র সরকার, ৮ ই ডিসেম্বর, ইরান ভিত্তিক আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়কে, বহু আন্তর্জাতিক শাখার জন্য IRGC QF 'র প্রশিক্ষণ কর্মকান্ডে সহায়তা দেবার জন্য সনাক্ত করেI পাকিস্তানের নাগরিক, ইউসেফ আলী মুফাজকে মধ্য-প্রাচ্য ও যুক্তরাষ্ট্রে রেভুলুশনারি গার্ড কোরের কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে সংশ্লিষ্ট থাকার জন্য সনাক্ত করা হয়I

পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, IRGC QF বাহিনী তাদের সহিংস ও ধ্বংসাত্মক কর্মসূচিকে এগিয়ে নিতে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করে থাকে ; যাতে অন্তর্ভুক্ত রয়েছে, মধ্য-প্রাচ্যের সংঘাতের সুযোগ নেয়া এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ইরানের হয়ে লড়াইয়ে, যোগ দিতে বাধ্য করাI যুক্তরাষ্ট্র, ইরানের ক্ষতিকর আচরণ মোকাবেলা ও তা উদ্ঘাটিত করার সব ধরণের প্রয়াস নেয়া অব্যাহত রাখবেI

ইয়েমেনের মানবাধিকার সঙ্কট এখন বিশ্বের নিকৃষ্টতম- জাতিসংঘ
please wait

No media source currently available

0:00 0:02:52 0:00


XS
SM
MD
LG