Accessibility links

Breaking News

এইডস মহামারীর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান


এইডস মহামারীর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান
এইডস মহামারীর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান

পহেলা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবসে, এইডস মহামারীর বিরুদ্ধে সচেতনতা এবং এই রোগে যাদের মৃত্যু হয়েছে, তাদের স্মরণে শোক প্রকাশ করা হয়I এ বছরের স্লোগান ছিল, "এইচএই ভি /এইডস মহামারীর অবসান, সহনশীলতা ও প্রভাবI

বার্ষিক বিশ্ব এইডস দিবসের প্রচারণা এবং তৎসহ ২০০০ সালের জাতিসংঘের 'শতাব্দী উন্নয়ন লক্ষ্যমাত্রা', বিশ্বজুড়ে বৃহত্তর সচেতনতা বৃদ্ধি এবং HIV 'র চিকিৎসা সম্প্রসারণের প্রয়োজনের কথা তুলে ধরেI ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের প্রশাসন, এইডস নিরসনে প্রেসিডেন্টের জরুরি কর্মসূচি, PEPFAR প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে আন্তর্জাতিকভাবে এই রোগের বিরুদ্ধে একক কোনো দেশের বৃহত্তম প্রতিশ্রূতির কথা ব্যক্ত করা হয়,যে উদ্যোগ তারপর থেকে উভয় দলীয় সমর্থন অর্জন করে I

আজ এই এইডস রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩ কোটি ৮০ লক্ষ জনগণI তবে প্রাপ্ত বয়স্ক ৬৮% জনগণ, ২০২০ সালের জুন মাস অব্দি, জীবনরক্ষাকারী এইডস ভাইরাস বিরোধী চিকিৎসা লাভ করেছেনI এত বৃহৎ সংখ্যায় রোগী থাকলেও, জাতিসংঘের এইডস দপ্তর জানাচ্ছে, ২০০৪ সালের বৃহৎ সংক্রমণের পর, এইডস সম্পর্কিত মৃত্যুর হার ৬০% কমেছে এবং ১৯৯৭ সালের পর নুতন সংক্রমণের হার ৪০% কমে যায় I

বেশির ভাগ এই সাফল্যের কৃতিত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র সরকারকে, PEPFAR 'র মাধ্যমে তাদের সহায়তার জন্যI PEPFAR কর্মসূচি প্রবর্তনের পর, প্রায় ১৮ বছর ধরে, এই কর্মসূচি ২ কোটি জনগণের জীবন রক্ষা এবং লক্ষাধিক সংক্রমণ প্রতিরোধ করতে সমর্থ হয়েছেI ৫০টি দেশে কর্মরত, PEPFAR কর্মসূচি, অংশীদার দেশগুলিতে এইডস মহামারী আয়ত্তে এনে, বিশৃঙ্খল পরিবেশকে সু-শৃঙ্খল রূপ দিয়েছে I

এ বছরের ৩০শে সেপ্টেম্বর নাগাদ, PEPFAR প্রায় ১ কোটি ৭২ লক্ষ জনগণকে এইডস বিরোধী চিকিৎসা দিয়ে সহায়তা করেছে ; যার ফলশ্রূতিতে এইডস আক্রান্ত মায়েদের কোলে জন্ম নিয়েছে ২০ লক্ষ ৮০ হাজার এইডস-মুক্ত শিশু এবং ৬০ লক্ষ ৭০ হাজার মাতাপিতাহীন ও ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিচর্য্যকারীদের অত্যন্ত জরুরি সেবা ও সহায়তা প্রদানে সমর্থ হয়েছেI

এ বছর, বিশ্ব ব্যাপী HIV / AIDS 'র কার্যক্রম, কভিড -১৯ 'র কারণে সবিশেষ ঝুঁকির মুখে I তথাপি অংশীদার দেশগুলি PEPFAR 'র সহায়তায় স্থাপনাসমূহ, পরীক্ষাগার ও সরবরাহ ব্যবস্থাকে মহামারীর বিরুদ্ধে জোরদার করতে এবং মহামারীর বিরুদ্ধে কার্যক্রমের মন্থরতা দূর করতে সমর্থ হয়েছে I

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্টের এইডস রিলিফ সংক্রান্ত জরুরি কর্মসূচির অধীনে, HIV /AIDS 'র বিরুদ্ধে আমেরিকান নের্তৃত্ব, সবসময়েই সুস্পষ্ট ও বলীয়ান I বিভিন্ন উদ্যোগের মাধ্যমে HIV / AIDS সঙ্কটকে তারা, সঙ্কট থেকে তা, নিয়ন্ত্রণের আওতায় নিয়ে গেছে, সম্প্রদায় থেকে সম্প্রদায়েI

এইডস মহামারীর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান
please wait

No media source currently available

0:00 0:03:04 0:00


XS
SM
MD
LG