যুক্তরাষ্ট্র সরকার গুয়াতেমালা'র একজন শীর্ষ দুর্নীতি বিরোধী আইনজীবীর অপসারণের জবাবে গুয়াতেমালা'র এটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে সহায়তা কার্যক্রম বন্ধ রাখছেI
পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র , জালিনা পোর্টার বলেন, “গুয়াতেমালা'র এটর্নি জেনারেল মারিয়া কোনসুয়েলো পোরাসের বিশেষ কৌঁসুলি হুয়ান ফান্সিসকো সান্দোভালকে অপসারণের সিদ্ধান্ত, সেদেশে আইনের শাসন এবং স্বাধীন বিচার পদ্ধতি এবং আইনি প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতির অভাবের লক্ষণ” এবং সে কারণে আমরা এটর্নি জেনারেল ও তাদের সিদ্ধান্তের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিI যুক্তরাষ্ট্রের সঙ্গে গুয়াতেমালার সহযোগিতা করা এবং দুর্নীতির বিরুদ্ধে আন্তরিক ভাবে সহযোগিতা করার ব্যাপারে তাদের ইচ্ছার প্রতি আমাদের আস্থা নেই”।
উপ- মুখপাত্র, পোর্টার আরো বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এই সিদ্ধান্তের বিষয়ে সেখানকার আইনের শাসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার অবনতিতে এর প্রভাবটাই বড় কথা
প্রধান কৌঁসুলি সান্দোভাল, ২৩ শে জুলাই অপসারিত হওয়ার পর, সেদিনই গুয়াতেমালা ত্যাগ করেনI গুয়াতেমালাতে প্রতিবাদ সভাগুলোতে অ্যাটর্নি জেনারেল পোরাসের পদত্যাগের দাবি জানানো হয়।
যুক্তরাষ্ট্র সরকার গুয়াতেমালা'র উচ্চ পর্যায়ের প্রশাসনকে স্পষ্ট করে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র মনে করে আইনের শাসন দৃঢ় করা, অর্থনৈতিক সুযোগ-সুবিধা সৃষ্টি করা এবং অনিয়মিত অভিবাসনের মূল কারণ নির্ণয় করার জন্য দুর্নীতির বিরুদ্ধে অভিযানে অপৰিহাৰ্যI
উপ- মুখপাত্র পোর্টার বলেন, “গুয়েতেমালায় নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত প্রতিনিয়ত বিভিন্ন সফরে বিষয়টি দ্ব্যর্থহীন ভাষায় অবহিত করেছেন তা ছাড়া যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তাদের যেমন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস, USAID 'র প্রশাসক সামান্থা পাওয়ার, হোমল্যান্ড দপ্তরের মন্ত্রী আলেহান্দ্রো মায়োর্কাস, উত্তরাঞ্চলীয় গোলার্ধের বিশেষ প্রতিনিধি রিকার্ডো জুনিগার সফরের সময়ে দুই দেশের সহযোগিতা পুনর্ব্যক্ত করেছেন”I
এটর্নি জেনারেলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার সাময়িকভাবে গুয়াতেমালা'র সঙ্গে পাবলিক মন্ত্রকের কতিপয় কার্যক্রমের সহায়তা বন্ধ রাখছে, তবে যুক্তরাষ্ট্রের সহায়তা পর্যালোচনা করে দেখা হবেI যুক্তরাষ্ট্র গুয়াতেমালার আরো অতিরিক্ত কিছু পদক্ষেপের ওপর গভীরভাবে নজর রাখবে, যা গুয়াতেমালার আইনের শাসন বা বিচার বিভাগীয় স্বাধীনতাকে বিঘ্নিত করতে পারেI