Accessibility links

Breaking News

গুয়ান্তানামোর বন্দিদের মরক্কোতে স্থানান্তর  


গুয়ান্তানামো বন্দি শিবির। ফাইল ফটো- এপি
গুয়ান্তানামো বন্দি শিবির। ফাইল ফটো- এপি

যুক্তরাষ্ট্র সরকার কিউবার গুয়ান্তানামো বে 'তে অবস্থিত আটক বন্দিদের সংখ্যা দায়িত্বপূর্ণ ভাবে কমিয়ে আনতে এবং চূড়ান্তভাবে তা বন্ধ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৯শে জুলাই, পেন্টাগন ঘোষণা করে যে, ২০০২ সাল থেকে গুয়ান্তানামোর বন্দি স্থাপনায় আটক, মরক্কোর নাগরিক, আব্দুল লতিফ নাসিরকে মরক্কো রাজ্যে হস্তান্তর করা হয়েছেI নাসিরকে আফগানিস্তানে আটক করা হয় এবং যুক্তরাষ্ট্র সরকার তালিবানদের হয়ে লড়াই ও আল কায়দার অস্ত্র প্রশিক্ষক হিসাবে কাজ করার জন্য তাকে অভিযুক্ত করেছেI

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ২০১৬ সালের পর্যায়ক্রমিক রিভিউ বোর্ড এই মর্মে জানায় যে, নাসিরের আটকাদেশ, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি অব্যাহত ও গুরুত্বপূর্ণ হুমকি থেকে রক্ষার জন্য আর প্রয়োজনীয় নয়I পূর্বেকার প্রশাসন, যারা গুনাতানামো'র স্থাপনা বন্ধের বিরোধিতা করেছিল, তখন সকল বন্দির হস্তান্তর বন্ধ করে দেয়া হয়I তবে, প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের পর, আব্দুল নাসিরই হচ্ছেন, প্রথম একজন বন্দি, যাকে তাঁর নিজের দেশে হস্তান্তর করা হচ্ছেI

সংবাদ অবহিতকরণে হোয়াইট হাউজের মুখপাত্র, জেন সাকি বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে গুয়ান্তানামো বে বন্ধ করে দেয়াI তিনি জানান, নাসিরের হস্তান্তরের পর বাকি থাকবেন আরো ৩৯জন বন্দিI এদের মধ্যে ১০জন হস্তান্তরের যোগ্যতা পেয়েছেন, ১৭জন রিভিউ বোর্ডে দাঁড়াবার যোগ্যতা রাখেন, ১০ জন সামরিক কমিশনের প্রক্রিয়ায় সম্পৃক্ত এবং ২ জন বন্দিকে অভিযুক্ত করা হয়েছেI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস, নাসিরের হস্তান্তরের ক্ষেত্রে মরোক্কোর ভূমিকার প্রশংসা করেনI এক বিবৃতিতে তিনি বলেন, “নাসিরের হস্তান্তরন প্রক্রিয়াসহ অতীতে মরোক্কোর উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়া থেকে তাদের বিদেশী সন্ত্রাসীদের ফেরত দেয়ার ইচ্ছা, অন্যান্য দেশগুলিকেও বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীর জন্য লড়তে আসা নাগরিকদের নিজেদের দেশে ফিরিয়ে নিতে উৎসাহিত করবেI

পর্যায়ক্রমিক রিভিউ বোর্ড কর্তৃক হস্তান্তরের জন্য যোগ্যতা পেয়েছেন এমন ১০ জন বন্দিকে কবে নাগাদ হস্তান্তর করা হবে এ কথা জাতে চাইলে , জেন সাকি বলেন, "তাদের ব্যাপারে আমার কাছে কোনো সময়সীমা এখনো নেইI এটা একটা প্রক্রিয়া, আমরা অবশ্যই বন্দিদের হস্তান্তরের ব্যাপারে সব বাস্তবধর্মী বিকল্প পথ খোলা রাখবো এবং অবশ্যই তা হবে গুয়ান্তানামো বে'র কাছাকাছি"I

XS
SM
MD
LG