Accessibility links

Breaking News

হাইতির সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে   


President Joe Biden
President Joe Biden

যুক্তরাষ্ট্র সরকার, দ্ব্যর্থহীন ভাষায় হাইতির প্রেসিডেন্ট জোভানেল ময়েস'এর হত্যা ও ফার্স্ট লেডি মার্টিন ময়েস'এর ওপর হামলার নিন্দা জানাচ্ছেI 

যুক্তরাষ্ট্র সরকার, দ্ব্যর্থহীন ভাষায় হাইতির প্রেসিডেন্ট জোভানেল ময়েস'এর হত্যা ও ফার্স্ট লেডি মার্টিন ময়েস'এর ওপর হামলার নিন্দা জানাচ্ছেI প্রেসিডেন্ট জো বাইডেন, ৭ই জুলাই ভোরে, হাইতির প্রেসিডেন্টের বাসভবনে সশস্ত্র দলের হামলাকে ঘৃণ্য বলে উল্লেখ করেন এবং প্রতিশ্রুতি দেন যে, যুক্তরাষ্ট্র একটি নিরাপদ ও সুরক্ষিত হাইতি নিশ্চিত করার সহায়তায় প্রস্তুত থাকবেI

হাইতি ,বহু দশক ধরে প্রাকৃতিক দুর্যোগ, সহিংসতা, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিশীলতা নিয়ে জর্জরিত I প্রেসিডেন্ট ময়েস'এর হত্যার পর, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস সংবাদ অবহিতকরণের সময়ে ঘোষণা করেন, যারা সহিংসতার মাধ্যমে এবং আইনের শাসনকে বিনষ্ট করে তাদের রাজনৈতিক লক্ষ্য হাসিল করতে চায়, তারা হাইতির জনগণ ও উন্নত ভবিষ্যতের জন্য তাদের আকাঙ্খায় বাধা দিতে সমর্থ হবে নাI তিনি বলেন, আমরা হাইতির সরকারের প্রতি দোষী ব্যক্তিদের বিচারের অনুরোধ জানাচ্ছিI

তিনি বলেন তাঁর কথায়, যুক্তরাষ্ট্র সেখানকার সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অন্যান্য শরিকদের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লদ জোসেফের আহ্বানের প্রতি সাড়া দিয়ে এই বিয়োগান্তক ঘটনার মাঝে শান্ত থাকার এবং শান্তি ও সুশাসন বজায় রাখতে একত্রে কাজ করার আবেদন জানাচ্ছেI

মুখপাত্র নেড প্রাইস জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, হাইতির জনগণ তাদের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেI তিনি জানান, ২০২১ সালের জানুয়ারী মাসে যুক্তরাষ্ট্র FY 20 অর্থায়ন বাবদ, সাড়ে সাত কোটি ডলারের বেশি সহায়তার কথা ঘোষণা করেI উন্নয়ন ও বিশ্ব স্বাস্থ্য সহায়তা বাবদ এই সাহায্য, অর্থনৈতিক অগ্রগতি, চাকুরী সংস্থান, কৃষি উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা পরিচর্যা এবং সরকারের দক্ষতা উন্নয়নে ব্যবহার করা হবেI

তিনি বলেন, প্রেসিডেন্ট ময়েস'র হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, হাইতির কর্তৃপক্ষের কাছে থেকে আরও সহায়তার অনুরোধ পেতে প্রস্তুত রয়েছেI এ বছরের শেষে সেখানে নির্ধারিতনির্বাচন অনুষ্ঠিত হবে কিনা জিজ্ঞাসা করা হলে, মুখপাত্র স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র এখন এই মত পোষণ করে যে, এ বছরের শেষে নির্বাচন এগিয়ে যাবেI তিনি বলেন, আমরা জানি মুক্ত ও অবাধ নির্বাচন, হাইতির ডিক্রির মাধ্যমে অনিয়মিত ও দীর্ঘায়িত শাসন পরিচালনা এবং এখন বিলুপ্ত সংসদকে পুনর্বহাল, করার প্রচেষ্টার সমাপ্তি টানবে। মুক্ত ও অবাধ প্রেসিডেন্টনির্বাচন নুতন প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহায়ক হবেI

নেড প্রাইস বলেন, হাইতির গণতান্ত্রিক সংগঠনগুলিকে সমুন্নত রাখাই শান্তি ফিরিয়ে আনার চাবিকাঠিI

XS
SM
MD
LG