Accessibility links

Breaking News

হুথি, হিজবুল্লাহ সমর্থকদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


ইয়েমেনের সানায় হুথি বিদ্রোহী যোদ্ধারা গাজা ভূখন্ডের ফিলিস্তিনিদের সমর্থনে, আততায়ীর হাতে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়েহ-এর ছবি নিয়ে বিক্ষোভ করছে। ফাইল ফটোঃ ২ অগাস্ট, ২০২৪।
ইয়েমেনের সানায় হুথি বিদ্রোহী যোদ্ধারা গাজা ভূখন্ডের ফিলিস্তিনিদের সমর্থনে, আততায়ীর হাতে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়েহ-এর ছবি নিয়ে বিক্ষোভ করছে। ফাইল ফটোঃ ২ অগাস্ট, ২০২৪।

ইরান ইসলামী বিপ্লবী গার্ড কোর-কুদস ফোর্স সমর্থিত হুথি অর্থদাতা সাইদ আল-জামালের পক্ষে হুথিদের জন্য অবৈধ সমর্থন তৈরিতে জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্র একজন ব্যক্তি এবং ছয়টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে এবং তিনটি জাহাজকে অবরুদ্ধ করছে।

যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর কর্মকর্তা মুহাম্মদ কাসিম আল-বাজ্জালের সাথে সংযুক্ত থাকায় একটি কোম্পানি এবং এর চারটি জাহাজের উপরেও নিষেধাজ্ঞা দিচ্ছে এবং কয়েক লক্ষ ডলার মূল্যের ইরানী তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের চালানকে অবরুদ্ধ করছে।

হুথিরা গত বছর লোহিত সাগরে চলাচলকৃত জাহাজে তাদের আক্রমণ শুরু করার পর থেকে, যুক্তরাষ্ট্র আল-জামালের নেটওয়ার্কের সাথে যুক্ত কয়েক ডজন সংস্থা, ব্যক্তি এবং জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নেটওয়ার্কটি হুথি এবং ইরান ইসলামী বিপ্লবী গার্ড কোর-কুদস ফোর্সের জন্য রাজস্ব তৈরি করার উদ্দেশ্যে তেল এবং পেট্রোলিয়াম পণ্য সহ ইরানের পণ্য বিক্রয় এবং চালান সক্ষম করতে বিভিন্ন জাহাজের কোম্পানি, জাহাজ এবং সহায়তাকারীদের উপর নির্ভর করে।

এই নেটওয়ার্কের রাজস্ব গুরুত্বপূর্ণ জলপথে হুথিদের বেপরোয়া আক্রমণ এবং বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য অর্থায়ন করে। এই আক্রমণগুলো অঞ্চলটিতে এবং বিশ্বে বিধ্বংসী প্রভাব সৃষ্টি করে।

ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ দ্য ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ব্র্যাডলি স্মিথ বলেন, “এই নিষেধাজ্ঞাগুলি লেবাননের হিজবুল্লাহ এবং হুথিদের মতো আঞ্চলিক সন্ত্রাসী মিত্রদের জন্য ইরানের অর্থায়নের প্রধান উৎস ব্যাহত করার জন্য আমাদের অব্যাহত প্রতিশ্রুতির উপর জোর দেয়। আমাদের বার্তা স্পষ্ট: যারা এই গোষ্ঠীগুলির অস্থিতিশীল কার্যকলাপে অর্থায়ন করতে চায় তাদের জবাবদিহিতা করতে হবে।”

সর্বশেষ নিষেধাজ্ঞাটির ফলে এই সকল ব্যক্তি এবং সংস্থার সমস্ত সম্পত্তি এবং সম্পত্তির অধিকারগুলিকে অবশ্যই অবরুদ্ধ করতে হবে এবং ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস, বা ওএফএসি-তে রিপোর্ট করতে হবে৷ পাশাপাশি, ওএফএসি-এর প্রবিধানগুলি সাধারণত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্বারা বা যুক্তরাষ্ট্রের মধ্যে চিহ্নিত বা অন্যভাবে অবরুদ্ধ ব্যক্তিদের সম্পত্তি বা সম্পত্তির অধিকারগুলি নিয়ে সকল লেনদেন নিষিদ্ধ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল এক বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক জাহাজে হামলা চালানোর জন্য রাজস্ব পাওয়া থেকে হুথিদের বঞ্চিত করতে আমরা আমাদের সম্ভাব্য প্রয়াস চালিয়ে যাব, এবং আমরা ইরান যে হুথি হামলা সক্ষম করছে তা মোকাবিলা করতে থাকব।”

( এটি যুক্তরাষ্ট্রের সরকারের অভিমত সম্বলিত সম্পাদকীয় )

XS
SM
MD
LG