কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে তাঁর দ্বিতীয় মেয়াদে দেওয়া প্রথম ভাষণে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশ ও বিদেশে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ ঘোষণা করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমাদের প্রতিরক্ষা শিল্প ঘাঁটি শক্তিশালী করতে, যুক্তরাষ্ট্র বাণিজ্যিক ও সামরিক জাহাজ নির্মাণ ব্যবস্থা সহ তাদের "জাহাজ নির্মাণ শিল্প ‘পুনরুজ্জীবিত’ করবে।”
“আর এই উদ্দেশ্যে, আমি আজ রাতে ঘোষণা করছি যে, আমরা হোয়াইট হাউসে জাহাজ নির্মাণ বিষয়ক একটি নতুন কার্যালয় গঠন করবো এবং এই শিল্পকে তার প্রকৃত স্থানে, আমেরিকায় ফিরিয়ে আনতে বিশেষ কর প্রণোদনা প্রদান করবো। একসময় আমরা প্রচুর জাহাজ নির্মাণ করতাম। এখন খুব বেশি করি না, কিন্তু আমরা খুব দ্রুত, খুব শীঘ্রই আবার নির্মাণ শুরু করতে যাচ্ছি।”
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, “আমাদের জাতীয় নিরাপত্তা আরও বৃদ্ধি করার জন্য পানামা খাল ফেরত নিবে।”
“ঠিক আজই, একটি বড় আমেরিকান সংস্থা ঘোষণা করেছে যে তারা পানামা খালের উভয় বন্দর এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য অনেক কিছু কিনছে, পাশাপাশি আরও দুইটি খাল অধিগ্রহণ করছে। পানামা খাল আমেরিকানরা আমেরিকানদের জন্য নির্মাণ করেছিল, অন্যদের জন্য নয়। তবে অন্যরা এটি ব্যবহার করতে পারে।”
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পানামা খাল নির্মাণে আমেরিকানদের রক্ত ও সম্পদের বিপুল মূল্য দিতে হয়েছে। খাল নির্মাণের সময় ৩৮,০০০ শ্রমিক ম্যালেরিয়া, সাপের কামড় এবং মশার কারণে প্রাণ হারান।
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন এই খালটি “[জিমি] কার্টার প্রশাসন মাত্র এক ডলারের বিনিময়ে দিয়ে দিয়েছিল। কিন্তু, সেই চুক্তি মারাত্মকভাবে লংঘন করা হয়েছে।” চীন খালের উভয় প্রান্তের বন্দরগুলির নিয়ন্ত্রণে রয়েছে।
“আমরা খালটি চীনকে দিইনি, আমরা তা পানামাকে দিয়েছি, এবং আমরা এটি ফিরিয়ে নিচ্ছি।”
প্রেসিডেন্ট ট্রাম্প গ্রীনল্যান্ডের উদ্দেশেও বার্তা দিয়েছেন। “আমরা আপনাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে পূর্ণ সমর্থন করি, এবং যদি আপনারা চান, তবে আপনাদের যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে স্বাগত জানানো হবে।”
“জাতীয় নিরাপত্তা এবং এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রীনল্যান্ড প্রয়োজন। আমরা এটি পাওয়ার জন্য সংশ্লিষ্ট সবার সাথে কাজ করছি। ... আমরা আপনাদের নিরাপদ রাখব। আমরা আপনাদের সমৃদ্ধ করব। আর আমরা একসাথে গ্রীনল্যান্ডকে এমন উচ্চতায় নিয়ে যাব, যা আপনারা আগে কখনো কল্পনাও করেননি।”
আর পরিশেষে, ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ভূখণ্ড রক্ষার জন্য সর্বাধুনিক ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির পরিকল্পনা ঘোষণা করেন।
(এটি যুক্তরাষ্ট্রের সরকারের অভিমত সম্বলিত সম্পাদকীয়)