Accessibility links

Breaking News

তালিবান আফগানিস্তানে নিপীড়ন-নির্যাতন অব্যাহত রেখেছে


হিউমান রাইটস ওয়াচ  সাম্প্রতিক এক প্রতিবেদনে জানায়, ১৫ই অগাস্ট কাবুল পতনের পর ক্ষমা প্রদর্শনের ঘোষণা দেওয়া সত্বেও আফগানিস্তানে তালিবান সদস্যরা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অথবা জোরপূর্বক অদৃশ্য করে ১০০ জনের বেশি প্রাক্তন পুলিশ এবং গোয়েন্দা অফিসারদের হত্যা করেছে।

মানবাধিকার নজরদারি সংস্থা, হিউমান রাইটস ওয়াচ সাম্প্রতিক এক প্রতিবেদনে জানায়, ১৫ই অগাস্ট কাবুল পতনের পর ক্ষমা প্রদর্শনের ঘোষণা দেওয়া সত্বেও আফগানিস্তানে তালিবান সদস্যরা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অথবা জোরপূর্বক অদৃশ্য করে ১০০ জনের বেশি প্রাক্তন পুলিশ এবং গোয়েন্দা অফিসারদের হত্যা করেছে।

১৫ই ডিসেম্বর স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, অন্যান্য ২৭টি দেশ, বিদেশ ও প্রতিরক্ষা নীতি বিষয়ে শীর্ষ প্রতিনিধি মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্যরা এ সব বিষয় নথিভূক্ত করেছেন।

হিউম্যান রাইটস ওয়াচ বিশেষ করে প্রাক্তন আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর ৪৭জন সদস্যের হত্যাকান্ড ও অদৃশ্য হওয়ার ঘটনা লিপিবদ্ধ করে, যারা ১৫ই অগাস্ট এবং ৩১শে অক্টোবরের মধ্যে হয় আত্মসমর্পণ করে বা তালিবান বাহিনী যাদের ধরে নিয়ে যায়। মানবাধিকার সংস্থাটি ১০০ জনের বেশি লোক যাদেরকে শুধুমাত্র গাজনি, হেলমান্দ, কান্দাহার ও কুন্দুজ প্রদেশে হত্যা করা হয়, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে।

তালিবান কর্তৃপক্ষ সরকারি নিয়োগের রেকর্ড বা দলিল খুঁজে বের করে এসব লোককে গ্রেফতার ও পরবর্তীতে হত্যা করতে সমর্থ হয়। হিউমান রাইটস ওয়াচের মতে গত সেপ্টেম্বরে কান্দাহার সিটিতে তালিবান বাহিনী বাজ মুহাম্মদ নামের এক ব্যক্তির ঘরে প্রবেশ করে, যে ছিল প্রাক্তন গোয়েন্দা সংস্থার এক কর্মচারী এবং তাকে গ্রেফতার করে। পরে তাঁর পরিবার-পরিজন তাঁর দেহটি খুঁজে পায়।

মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ'র এশিয়া বিষয়ে সহকারী পরিচালক, প্যাট্রিসিয়া গোসমান বলেন," তালিবান নেতৃত্বের দেয়া ক্ষমা প্রদর্শনের প্রতিশ্রুতি সত্ত্বেও স্থানীয় কমান্ডাররা দ্রুত বিচারের মাধ্যমে প্রাক্তন আফগান নিরাপত্তা সদস্যদের মৃত্যুদণ্ড প্রদান এবং গুম করে দেয়া অব্যাহত রেখেছে। “তালিবানের ওপরই এখন আরো হত্যাকান্ড প্রতিহত করা, দোষীদের শাস্তি ও বিচার করা এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দায়িত্ব বর্তায়"।

যৌথ বিবৃতিতে জোর দেয়া হয় যে " অভিযুক্ত এসব পদক্ষেপ চরমভাবে মানবাধিকারকে লঙ্ঘন করেছে এবং তালিবান যে ক্ষমা প্রদর্শনের ঘোষণা দিয়েছিলো তাঁর পরিপন্থী। আমরা তালিবানের প্রতি প্রাক্তন আফগান নিরাপত্তা এবং সরকারি কর্মকর্তাদের বেলায় যথার্থভাবে ক্ষমা প্রদর্শন জোরদার করতে এবং সারাদেশ জুড়ে পদ নির্বিশেষে তা সমুন্নত রাখা নিশ্চিত করতে আবেদন জানাচ্ছি"।

যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয় " এসব অভিযোগের ব্যাপারে সত্বর ও স্বচ্ছভাবে তদন্ত শুরু করতে হবে, দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এই পদক্ষেপগুলো স্পষ্ট ভাবে প্রকাশ করতে হবে যাতে আরো হত্যা এবং নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা অবিলম্বে বন্ধ করা যায়।

"আমরা তালিবানকে মূল্যায়ন করবো তাদের নেয়া পদক্ষেপের মাধ্যমে"।

[ এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামত ব্যক্ত করা হয়েছে]

XS
SM
MD
LG