Accessibility links

Breaking News

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার ৭ বছর অতিবাহিত


ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা, দখল এবং ক্রাইমিয়া উপদ্বীপ জোরপূর্বক কুক্ষিগত করার ৭ বছর অতিবাহিত হয়েছে I ৮ ই মার্চ, যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রতি নিন্দা জানাতে G 7 দেশগুলির ৬টি অন্যান্য দেশের সঙ্গে মিলিত হয়I এক যৌথ বিবৃতিতে বৃটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার অভিযানকে অবৈধ ও বেআইনি বলে উল্লেখ করেনI
বিবৃতিতে তাঁরা জানান, আমরা দ্বার্থহীন ভাষায় রাশিয়ার ক্রাইমিয়া স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ও সেভাস্তোপোল শহরের অস্থায়ী দখলের নিন্দা জানাচ্ছিI রাশিয়ার এই দখলদারকে বৈধ করার প্রয়াসকে স্বীকৃতি দেয়া হয় নি এবং হবেও নাI

G 7 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ সনদ, দি হেলসিংকি ফাইনাল এক্ট এবং দি প্যারিস চার্টার'র উদ্ধৃতি দিয়ে বলেন, এসব সনদে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানানোর এবং সীমান্ত পরিবর্তনে শক্তি ব্যবহারের বাধানিষেধ সম্বলিত নীতিমালার স্পষ্ট বর্ণনা দেয়া হয়েছেI

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার ৭ বছর অতিবাহিত
please wait

No media source currently available

0:00 0:03:10 0:00
Direct link


XS
SM
MD
LG