২০১৯ সালের মার্চ মাসের শেষ ভাগে আইসিস জঙ্গিদল চূড়ান্তভাবে অঞ্চলগত পরাজয় বরণ করে I যদিও একদা দখলিত অঞ্চল তারা হারায়, তবে এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের প্রতারণামূলক খেলাফতের ধ্যান-ধারনা সম্পূর্ণভাবে উৎপাটিত হয়নিI
২০১৪ সালে ,আইসিসদের পরাস্ত করার নিমিত্ত বিশ্ব কোয়ালিশন গঠন করার পর, লক্ষ লক্ষ জনগণ ঘরে ফিরে আসার সুযোগ পানI সিরিয়া ও ইরাকের ভেতর বিদেশী আইসিস যোদ্ধাদের গতিবিধি বস্তুত বন্ধ হয়েছে এবং শীর্ষ আইসিস নেতাদের হয় আটক বা হত্যা করা হয়েছেI পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেন গ্লোবাল কোয়ালিশন'র মন্ত্রীদের বৈঠকে বলেন, এসব সাফল্য তাৎপর্যপূর্ণ এবং আমরা মিলিত প্রতিশ্রূতির ক্ষেত্রে একত্রে কি অবদান রাখতে পারি, এটা তারই প্রতিফলনII তবে তিনি বলেন, এখনো অনেক কিছুই করার আছেI
সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সহযোগী দলগুলি আফগানিস্তানে তাদের অবস্থান মজবুত করার প্রয়াসে লিপ্ত আছেI তারা আফ্রিকার সাহেল অঞ্চলেও তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলছে এবং কঙ্গো প্রজাতন্ত্র ও মোজাম্বিকেও সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলছে I
বিশ্ব কোয়ালিশন, সন্ত্রাসীদের আয়ের উৎস খর্ব করা, সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য ভাগাভাগির উন্নয়ন এবং কুরুচিমূলক আইসিসদের ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের প্রয়াস অব্যাহত রেখেছেI পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, আমাদেরকে অবশ্যই ইরাকে সৌজন্যমূলক নেটো মিশন, অপারেশন ইনহেরেন্ট রেসল্ভের প্রতি এবং বেসরকারি পরিচালিত সন্ত্রাস বিরোধী ক্ষমতা বৃদ্ধির প্রতি প্রতিশ্রূতি পুনর্ব্যক্ত করতে হবে i
মি ব্লিঙ্কেন বলেন, দ্বিতীয়তঃ আমাদেরকে অবশ্যই ইরাক ও সিরিয়াজুড়ে স্থিতিশীলতা সহায়তা কার্ক্রমে কোয়ালিশনের সহায়তা পুনর্ব্যক্ত করতে হবে, যাতে নিশ্চিত হয় যে, এসব দেশে আইসিসদের পুনরুত্থান আর ঘটবে নাII
তৃতীয়তঃ বিভিন্ন আটক শিবির ও স্থানচ্যূত কেন্দ্রে যে প্রায় ১০ হাজার বিদেশী যোদ্ধা ও তাদের পরিবার অবস্থান করছেন, মূল দেশগুলিকে তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে I এই পরিস্থিতি একেবারেই তর্কের বাইরেI যুক্তরাষ্ট্র কোয়ালিশন অংশীদারসহ মূল দেশগুলিকে তাদের নাগরিকদের প্রত্যাবাসন, তাদের পুনর্বাসন এবং পরিবারের সঙ্গে একীভূত করার অনুরোধ জানাচ্ছে এবং যেখানে শাস্তি দেয়া প্রয়োজন সেখানে শাস্তি দিতে অনুরোধ জানাচ্ছেI
চূড়ান্তভাবে, আইসিস গোষ্ঠী, ইরাক ও সিরিয়ার বাইরে সম্প্রতি যে মনোনিবেশ করেছে কোয়ালিশনকে তা অবশ্যই যথার্থভাবে মোকাবেলা করতে হবেI সম্ভব্য যে কোনো দিক থেকে আমাদের তা করতে হবেI পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বত্র আইসিসদের পরাস্ত করতে অংশীদারিত্ব ও প্রতিশ্রূতি লাভে কৃতজ্ঞতা প্রকাশ করছেI আমরা একত্রিত ছিলাম, তাই এতটা সাফল্য আমরা পেয়েছি I তাই এই সন্ত্রাসী সংগঠনটি যতদিন না চূড়ান্তভাবে পরাজিত হবে, আমরা লড়াই চালিয়ে যাবো বলে আশা করছিI